jsc /জেএসসি বাংলা ১ম ও ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন ৮ম শ্রেণি বাংলা ১ম ও ২য় পত্র ২০২১, class 8 bangla 1st and 2nd paper suggestion 100% common guaranty, special short suggestion class 8 suggestion bangla 1st and 2nd paper 2021

বিষয়: ফাইনাল সাজেশন ৮ম শ্রেণি বাংলা ১ম ও ২য় পত্র ২০২১

ক বিভাগ (বিষয়ভিত্তিক)

  • সৃজনশীল প্রশ্ন (৬ টির মধ্যে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে) – ৪০ নম্বর
  • মূলভাব (সারাংশ অথবা সারমর্ম) – ৫ নম্বর
  • ভাবসম্প্রসারণ – ৫ নম্বর
  • চিঠি বা আবেদন পত্র – ৫ নম্বর
  • প্রবন্ধ রচনা – ১৫ নম্বর (৩ টি থেকে ১ টির উত্তর দিতে হবে)

খ বিভাগ (নৈর্ব্যত্তিক)

  • এই অংশে ৩০ টি নৈর্ব্যত্তিক বা বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। যার মধ্যে ১৬ টি প্রশ্ন বাংলা পাঠ্যপুস্তক (প্রথম পত্র) বই এবং বাকি ১৫ টি প্রশ্ন বাংলা ব্যকরণ থেকে করা হবে। প্রতিটি প্রশ্নের মান ১।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

বাংলা ১ম পত্র সিলেবাস (গল্প)

  • অতিথির স্মৃতি – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ভাব ও কাজ – কাজী নজরুল ইসলাম
  • পড়ে পাওয়া – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • তৈলচিত্রের ভূত – মানিক বন্দ্যোপাধ্যায়
  • এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম – শেখ মুজিবুর রহমান
  • আমাদের লোকশিল্প – কামরুল হাসান
  • সুখী মানুষ – মমতাজ উদ্দীন আহমদ
  • মংডুর পথে – বিপ্রদাশ বড়ুয়া
  • বাংলা নববর্ষ – শামসুজ্জামান খান
  • বাংলা ভাষার জন্মকথা – হুমায়ুন আজাদ

বাংলা ১ম পত্র সিলেবাস (কবিতা)

  • মানবধর্ম – লালন শাহ্‌
  • বঙ্গভূমির প্রতি – মাইকেল মধুসুদন দত্ত
  • দুই বিঘা জমি – রবীন্দ্রনাথ ঠাকুর
  • পাছে লোকে কিছু বলে – কামিনী রায়
  • প্রার্থনা – কায়কোবাদ
  • বাবুরের মহত্ব – কালিদাস রায়
  • নারী – কাজী নজরুল ইসলাম
  • আবার আসিব ফিরে – জীবনানন্দ দাশ
  • রুপাই জসীম – উদ্‌দীন
  • একুশের গান – আবদুল গাফ্ফার চৌধুরী

বাংলা ১ম পত্র সিলেবাস (আনন্দপাঠ)

  • কিশোর কাজি (আরব্য উপন্যাস অবলম্বনে)
  • রাজকুমার ও ভিখারীর ছেলে – মার্ক টোয়েন
  • রবিনসন ক্রুশো – ড্যানিয়ের ডিফো
  • সোহরাব রোস্তম মূল : মহাকবি আবুল কাসেম ফেরদৌসী
  • রূপান্তর – মমতাজউদদীন আহমদ
  • মার্চেন্ট অব ভেনিস – উইলিয়াম শেক্সপিয়ার
  • রিপভ্যান উইংকল – ফখরুজ্জামান চৌধুরী
  • সাড়ে তিন হাত জমি – লেভ তলস্তয়

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

বাংলা ২য় পত্র সিলেবাস (ব্যকরণ)

  • শব্দ গঠন, ধ্বনাত্মযক শব্দ, অনুকার শব্দ ও শব্দ দ্বৈত।
  • বাক্য, বাক্য গঠনের শর্ত, খণ্ডবাক্য, স্বাধীন ও অধীন খণ্ডবাক্য, সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন।
  • বিরামচিহ্ন, কমা, সেমিকোলোন, কোলন ও হাইফেনের ব্যবহার।
  • বানান, বানানের কয়েকটি সাধারণ নিয়ম।
  • শব্দার্থ, সমর্থক শব্দ প্রয়োগে বাক্য রচনা।
  • বাগধারা।

বাংলা ২য় পত্র সিলেবাস (নির্মিতি)

  • সারাংশ
  • সারমর্ম
  • ভাবসম্প্রসারণ
  • পত্র রচনা
  • প্রবন্ধ রচনা

বাংলা ১ম পত্র একটি সৃজনশীল প্রশ্নের নমুনা

সোনালী ব্যাংকের পিয়ন রতন অফিস ছুটি হওয়ার পর ম্যানেজারের রুম গোছাতে গিয়ে একটি সোনার আংটি পায়। আংটি পেয়ে তার খুব লোভ হলো। সে মনে মনে ভাবল তার মেয়েকে এটা উপহার হিসেবে দেবে। কিন্তু ঘটনাটি তার মনের মধ্যে অপরাধবোধের জন্ম দিল। তাই সে পরদিন অফিসে গিয়ে ম্যানেজারের নিকট আংটিটি ফেরত দিয়ে ভারমুক্ত হলো। ম্যানেজারও তার সততায় খুশি হয়ে থাকে পুরস্কৃত করলেন।

ক. বোষ্টম কী?
খ, “ওর মতো কত লোক আসবে’__ উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের রতন ‘পড়ে পাওয়া’ গল্পের কার প্রতিনিধিত্ব করে এবং কীভাবে?
ঘ. ‘উদ্দীপক এবং গল্পের মূলভাব কর্তব্যপরায়ণতা এবং নৈতিক চেতনার-ই পরিচায়ক’__ উক্তিটি বিশ্লেষণ করো।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

★সারাংশঃ-

১। আনন্দ প্রকাশ জীবনিশক্তি …… নানান আঙ্গিকের শিল্পকলা।

১। সূর্যের আলোতে রাতের …… মানুষ হয়ে উঠবি।

৩। একজন মানুষ ভালো …… তোমার মানুষ্যত্বের পরিচয়।

৪। বাঙালী যেদিন ঐক্যবদ্ধ্য হবে……

৫। সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না…

★সারমর্মঃ-

১। নমঃ নমঃ নমঃ সুন্দরী…..

২। এই যে বিটপি শ্রেণী……

৩। হে সূর্য! শীতের সূর্য!

৪। সাম্যের গান গাই……

৫। হউক সে মহাজ্ঞানী মহা……

৬। ভদ্র মোরা শান্ত বড় পোষ – মানা….

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

★পত্রঃ-

১. লকডাউনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র
২. করােনা রােধে করণীয় সম্পর্কে বন্ধুকে পত্র।
৩. মাস্ক পরার প্রয়ােজনীয়তা জানিয়ে বন্ধুকে পত্র
৪. একটি দূর্ঘটনার বর্ননা দিয়ে তােমার বন্ধুকে একটি পত্র লিখাে।
৫. জে এসসি পরিক্ষায় সাফল্যের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র লিখাে
৬. ঐতিহাসিক স্থান ভ্রমনের বর্ননা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখাে
৭. বৃক্ষরােপনের প্রযােজনিয়তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখাে।
৮. বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন পত্র
৯. ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন পত্র লিখ।

১০. পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যাক্তি তথা জাতির জন্য হুমকি সরুপ- এর পক্ষে ছোট ভাইকে একটি চিঠি লিখো।

১১. তোমার বন্ধুর মা মারা গেছেন । তোমার বন্ধুকে সান্তনা জানিয়ে একটি চিঠি লিখো।

১২. রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট চিঠি লিখো।

★রচনাঃ-

১। অধ্যবসায়

২। দৈন্যন্দিন জীবনে বিজ্ঞান

৩। বিজয় দিবস

৪। মুক্তিযুদ্ধ জাদুঘর

৫। ছাত্রজীবনে দায়িত্ব ও কর্তব্য

৬। বাংলাদেশের ষড়ঋতু

৮। স্বদেশ প্রেম

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

JSC Bengali Suggestion of Examination Model Question

Leave a Comment