hsc (bm) class 11 computer (1) 15th week assignment solution 2021, hsc বিএম ১১শ শ্রেণি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (১) ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১

শ্রেণি: ১১শ HSC বিএম -2021 বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (১) এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 10 বিষয় কোডঃ 1813
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ আধুনিক কম্পিউটার সিস্টেমের সংগঠন ব্যাখ্যাকরণ

শিখনফল/বিষয়বস্তু :

  • কম্পিউটার সংগঠনের প্রাথমিক ধারণা ,
  • কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশ ,
  • কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশসমূহের কাজ,

নির্দেশনা :  

  • কম্পিউটার সংগঠনের প্রাথমিক ধারণা,
  • কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশ ,
  • কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশসমূহের কাজ,

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • কম্পিউটার সংগঠনের প্রাথমিক ধারণা,

কম্পিউটার সংগঠন বলতে কেবল হার্ডওয়্যারের সংগঠনকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ কম্পিউটার সংগঠন হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে সংযোগ স্থাপনের বিন্যাস বা গঠন। কম্পিউটারের কোনো যন্ত্র বা যন্ত্রাংশ বিচ্ছিন্নভাবে সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারে না।

কম্পিউটারের সাহায্যে কাজ করার জন্য তাই প্রয়োজনীয় যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে নির্ধারিত নিয়ম অনুযায়ী সংযোগ স্থাপনের প্রয়োজন হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে সংযোগ স্থাপনের প্রক্রিয়াকে কম্পিউটার সংগঠন বলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশ ,

আধুনিক কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশগুলো হলো:
১. ইনপুট ইউনিট।
২. অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক যুক্তি অংশ (ALU)।
৩. কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশ।
৪. মেমোরি।
৫. আউটপুট ইউনিট।
অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট ও রেজিস্টার দ্বারা গঠিত মেমোরিকে একত্রে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলা হয়।

%25E0%25A6%2595%25E0%25A6%25AE%25E0%25A7%258D%25E0%25A6%25AA%25E0%25A6%25BF%25E0%25A6%2589%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%2B%25E0%25A6%25B8%25E0%25A6%2582%25E0%25A6%2597%25E0%25A6%25A0%25E0%25A6%25A8

১. ইনপুট ইউনিট : ইনপুট দিয়ে কম্পিউটারকে সমস্যা সমাধানের জন্য কাজের নির্দিষ্ট নির্দেশ পালনের উপযোগী প্রয়োজনীয় ডাটা দেয়া হয়। এ ইউনিট বিশেষ মাধ্যম থেকে ডাটা ও প্রোগ্রাম গ্রহণ করে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করে কম্পিউটারের মেমোরিতে পাঠায়। কিছু ইনপুট যন্ত্র হলো:
ক. কীবোর্ড;
খ. মাউস;
গ. জয়স্টিক;
ঘ. স্ক্যানার;
ঙ. ডিস্ক;
চ. ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।

২. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) : কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ যা কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ। সিপিইউ যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ, হিসাব নিকাশ ও নিয়ন্ত্রণের কাজ করে। সিপিইউ এর মধ্যে তিনটি প্রধান ইউনিট থাকে। যেমন:
ক. অ্যারিথমেটিক Logic/লজিক ইউনিট বা গাণিতিক যুক্তি অংশ;
খ. কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশ; ও
গ. মেমোরি বা স্মৃতি ভান্ডার।

৩. আউটপুট ইউনিট : আউটপুট ইউনিট প্রক্রিয়াকরণের মাধ্যমে পাওয়া ফলাফল মানুষের অনুধাবনযোগ্যরূপে তুলে ধরে। কিছু আউটপুট যন্ত্রপাতি হলো:
ক. মনিটর;
খ. স্পিকার;
গ. প্রিন্টার;
ঘ. প্লটার ইত্যাদি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশসমূহের কাজ,

পৃথিবীর সব কম্পিউটার মানুষের চিন্তন কর্মকে সহজতর করার জন্য তৈরী করা হয়েছে। এই চিন্তন কর্মকে সহযোগিতা করতে হলে কম্পিউটারের চারটি ধাপে কাজ করতে হয়। কম্পিউটার আগে ব্যবহারকারী থেকে আদেশ নেবে। সে আদেশটিকে সংরক্ষণ করবে। সংরক্ষিত আদেশটিকে যৌক্তিক বা গাণিতিক পদ্ধতী প্রয়োগ করে সমাধান করবে। সমাধানকৃত ফলাফল ব্যবহারকারীকে দেখাবে।

এগুলোই কম্পিউটারের প্রধান অংশ। ইনপুট, প্রসেসিং ইউনিট, মেমোরি এবং আউটপুট।

ইনপুট অংশ কি বোর্ড, মাউস বা স্ক্যানারের মাধ্যমে আদেশ গ্রহন করে।

প্রসেসিং অংশ আদেশটি প্রক্রিয়াজাত করে।

মেমোরি আদেশ এবং ফলাফল সংরক্ষণ করে। প্রসেসরের নিয়ন্ত্রনে, ইনপুট অংশ হতে তথ্য প্রসেসিং ইউনিটে পাঠায়। আবার প্রসেস করা তথ্য বা ডাটা আউটপুট অংশে প্রেরণ করে।

আউটপুট অংশ ব্যবহারকারীকে আদেশ অনুযায়ী, মনিটর, প্রিন্টার ইত্যাদির মাধ্যমে ফলাফল দেখায়।

সিপিইউ কাকে বলে বা সিপিইউ পরিচিতি ?  (CPU meaning in bengali)

CPU পূর্ণরূপ বা ফুল ফর্ম হল central processing unit বাংলায় যার অর্থ হলো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক যেটাকে প্রসেসর বলা যেতে পারে । সিপিইউ হলো কম্পিউটারের প্রধান অংশ অর্থাৎ সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় (brain of computer) । CPU বা কম্পিউটারের মূল মাথা যে কোন জটিল গাণিতিক কাজ সম্পন্ন হয় এর মাধ্যমে।

আমরা কম্পিউটারকে যে সমস্ত ডেটা দিই সিপিইউ সেগুলো কে produce করে আউটপুট এ পরিণত করে।

আমি কি বোর্ডে এ ১ প্রেস করবো , এই নির্দেশনা প্রথম cpu এর কাছে যাবে এবং সে নির্দেশ দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ১ প্রেস হয়ে যায় । সিপিইউ এর মধ্যে কিন্তু একটি চিপ থাকে যা প্রসেসর নামে পরিচিত, মাদারবোর্ড এর সমস্ত কাজ সিপিইউ এর মাধ্যমে হয়ে থাকে।

সিপিইউ একধরণের চিপ যা মোদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে।cpu এর চিপ অনেক গুলো ছোট ছোট ট্রানজিস্টর দ্বার তৈরী, এই ট্রানজিস্টরের সাহায্যে কম্পিউটারের প্রোগ্রাম রান হয় এবং সিপিইউ হিসাব নিকাশ(calculation) করে।cpu কম্পিউটার সিস্টেমের সব important টাস্ক যেমন এরিথমেটিক্যাল,লজিক্যাল,ইনপুট-আউটপুট অপারেশন্স কাজ করে থাকে।

সিপিইউ এর পুরো নাম কি

আমি আগেই বলেছি সিপিইউ কে কম্পিউটারের ব্রেন ও বলা হয়, কেননা হার্ডওয়্যার বা সফটওয়্যার এর যত ছোট-বড়ো Instruction(নির্দেশ) হয় তাকে রিসিভ করে, ওই সমস্ত নির্দেশ কে প্রসেস করে ইউসার এর সামনে রেজাল্ট দেখায়। 

cpu কম্পিউটরের সব ইন্সট্রাকশন এবং ইউসার দ্বারা দেওয়া ইনপুট কে প্রথমে রিসিভ করে, তারপর ট্রানজিস্টরের সাহায্যে বিলিয়ন per সেকেন্ড স্পীডে প্রত্যেক অপারেশন কে কমপ্লিট করে,

এখান থেকেই আপনি আন্দাজ লাগাতে পারেন কম্পিউটার কত স্পীডে কাজ করে,যত পাওয়ারফুল সিপিইউ তত বেশি এবং তাড়াতাড়ি কাজ করতে পারে।

আগে কম্পিউটারে এতো স্পিড ছিল না,কিন্তু বর্তমানে পিসিতে মাল্টিকোর প্রসেসর ব্যবহার করা হয়, যারফলে কম্পিউটারের স্পিড কয়েকগুন বেড়ে গেছে এবং যে কোনো টাস্ক চোখের পলক ফেলতেই করে ফেলে।

কম্পিউটারে সিপিইউ একটি general purposed processor যা সবধরণের কাজ করে থাকে, যেমন আপনি যখন পিসিতে ম্যাথমেটিক্যাল calculation করেন বা M.S word, Excel,photoshop এ কাজ করেন,অথবা সিনেমা-গান বা কোনো অডিও ভিডিও দেখেন,অথবা ইন্টারনেটে কিছু ব্রাউস করেন বা game খেলেন, এই সব কাজ সিপিইউ করে থাকে।

মূল কথা হচ্ছে processor আমাদের দেওয়া কমান্ড কে read করে এবং সেই অনুসারে কাজ করে,এর জন্য processor কম্পিউটরের অন্য কম্পোনেন্ট এর সাহায্য নেই।যেমন, ram,gpu,ইন্টারনাল মেমোরি এরা একত্রিত ভাবে কাজ করে ইউসার দ্বারা দেওয়া কোনো টাস্ক কে সম্পূর্ণ করে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment