Advertisement
১. কোন কোন ভুল রেওয়ামিলে ধরা পড়ে না আলোচনা কর।
২. মেসার্স কিন ট্রে ডার্স এর নিম্নোক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো প্রদত্ত হলঃ ক্রয় ১,৮৮,০০০/-, বিক্রয় ৩,৪০,০০০/-, মূলধন ২,৫০,০০০/-, উত্তোলন ৪০,০০০/-, পাওনাদারবৃন্দ ৫০,০০০/-, অফিস ভাড়া ২৭,০০০/-, স্থায়ী আমানত ২০,০০০/-, উত্তোলনের সুদ ৮,০০০/-, দেনাদারবৃন্দ ৯৫,০০০/-, প্রাপ্ত বাট্টা ৬,০০০/-, উপভাড়া প্রাপ্তি ১২,০০০/-, লভ্যাংশ প্রাপ্তি ২০,০০০/-, ব্যাংক জমাতিরিক্তের সুদ ২,০০০/-, ট্রেডমার্ক ১৫,০০০/-, চালানী কারবারে পণ্য প্রেরণ ১২,০০০/-, বকেয়া অফিস ভাড়া ৪,০০০/-, লগ্নির অনাদায়ী সুদ ২,০০০/-, সমাপনী মজুদ পণ্য ৪৫,০০০/-, অসবাবপত্র ১৮,০০০/-, কলকব্জা ৩০,০০০/-, নিস্কর সম্পত্তি ৮০,০০০/-, ইজারা সম্পত্তি ১,৩৬,০০০/-, প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০/-।
করণীয় ঃ মেসার্স কিন ট্রে ডার্স এর একটি রেওয়ামিল তৈরি কর।
নিদেশনা
রেওয়ামিলে ভুল
সঠিক ছক তৈরি
হিসাবের উদ্বৃত্ত নির্ণয়
গাণিতির শুদ্ধতা যাচাই
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
রেওয়ামিলে ভুল
Advertisement
হিসাবরক্ষণ পদ্ধতিতে কিছু ভুল রেওয়ামিলের মাধ্যমে ধরা পড়ে না, যাকে দু’ভাগে ভাগ করা যায়।
যথা:
১. নীতিগত ভুল,
২. করণিক ভুল।
নীতিগত ভুল: হিসাবরক্ষণের নীতিমালা না মেনে লেনদেন লিপিবদ্ধ করা হলে তাকে নীতিগত ভুল বলে। যেমন- বিলম্বিত বিজ্ঞাপনকে সম্পওি হিসাবে না দেখিয়ে ব্যয় হিসাবে দেখানো হলে। কারণ, বিলম্বিত বিজ্ঞাপনের প্রভাব একাদিক হিসাবকালের উপর বন্টিত হয়। কিন্তু ব্যয় হিসাবে দেখানো হলে তা শুধুমাএ একটি বছরের উপর দেখানো হয়।
করণিক ভুল: একজন হিসাববিদ হিসাবরক্ষণ প্রক্রিয়ায় অসাবধনতাবশত যে ভুলগুলো করেন তাকে করণিক ভুল বলা হয়।
করণিক ভুল ৪ প্রকার :- ১. বাদ পড়ার ভুল, ২. লেখার ভুল, ৩. পরিপূরক ভুল এবং ৪. বেদাখিলার ভুল।
বাদ পড়ার ভুল:- লিপিবদ্ধকরণের সময় কোন লেনদেন সম্পূর্ণরূপে বাদ পড়লে তাকে বাদ পড়ার ভুল বলে। যেমন, ৫,০০০ টাকার পণ্য ক্রয় লিপিবদ্ধকরা হলো না।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
যার ফলে এখানে, ৫,০০০ টাকার পণ্য কম দেখানো হয়েছে। লেখার ভুল:- লেনদেন লিপিবদ্ধকরনের সময় টাকার অঙ্ক ভুল হলে তাকে লেখার ভুল বলে। যেমন,৫০০০ টাকার ক্রয়কে ৫০০ টাকায় লিপিবদ্ধ করা হলে। পরিপূরক ভুল:- লেনদেন লিপিবদ্ধকরনের সময় একাধিক ভুল হলে,এবং তাদের একটির দ্বারা অপরটি সংশোধিত হলে তাকে পরিপূরক ভুল বলে।
যেমন- বেতন ৫,০০০ টাকার বদলে ৪,০০০ টাকা চার্জ করা হয়ছে। অন্যদিকে, ক্রয় ৪,০০০ টাকার বদলে ৫,০০০ টাকা চার্জ করা হয়েছে।
বে-দাখিলার ভুল:- লেনদেন লিপিবদ্ধকরনের সময় কোন নির্দিষ্ট হিসাবকে ডেবিট বা ক্রেডিট করার বদলে সমজাতীয় অন্য হিসাবকে ডেবিট বা ক্রেডিট করলে তাকে বে-দাখিলার ভুল বলে। যেমন- ৫,০০০ টাকার বেতনকে ৫,০০০ টাকায় ভাড়া হিসাবে লিপিবদ্ধ করা হলে।
সঠিক ছক তৈরি
—- রেওয়ামিল হিসাব
৩১ ডিসেম্বর — সালের জন্য
ক্রমিক নং | হিসাব বিবরণ | জা. পৃ. | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
১ | ||||
২ |
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
হিসাবের উদ্বৃত্ত নির্ণয় ও গাণিতির শুদ্ধতা যাচাই
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Advertisement 2
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
Advertisement 2
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট
Advertisement 5
Advertisement 3