hsc বিএম ১২শ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (২) ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, hsc (bm) class 12 accounting (2) 15th week assignment solution 2021

শ্রেণি: ১২শ / HSC বিএম-2021 বিষয়: হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (২) এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 10 বিষয় কোডঃ 1825
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ

অ্যাসাইনমেন্ট/ শিরো নাম :  

১. বেতন ও মজুরি থেকে কর্তনযোগ্য দফাসমূহ ব্যাখ্যা কর?

২. একটি কারখানায় ৪ জন শ্রমিক কাজ করে। কারখানায় মূল মজুরির হার ঘন্টায় ১০ টাকা। ওভারটাইম কাজের জন্য ঘন্টায় মূল মজুরি হারে দেড়গুণ প্রদান করা হয়। এ ছাড়া শ্রমিকগণ মূল মজুরির ৫০% বাড়ি ভাড়া ভাতা, ১০% যাতায়াত ভাতা এবং সপ্তাহে ১৫০ টাকা হারে চিকিৎসা ভাতা পেয়ে থাকে।

প্রত্যেক শ্রমিকের মজুরি হতে সপ্তাহে ৫০ টাকা প্রভিডেন্ড ফান্ডের চাঁদা এবং ২০ টাকা হরে ইউনিয়ন চাঁদা কর্তন করে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শ্রমিকগণ নিম্নোক্ত শ্রমঘন্টা কাজ করেছে ।

AVvXsEiYFbfwIAb0VOD2gvqinECCq7oJ3eaGY2zh9t C359A0lky4QQX6E98IKtNtLRuK9onTJ6JNVh1LhBksYU 2Yvjez6MZCL38hent1Q8Ftslt83 wIVeBlhQ

নির্দেশনা :  

  • বেতন ও মজুরি
  • মজুরির ছক তৈরি
  • মোট মজুরি
  • নীট মজুরি

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

  • বেতন ও মজুরি

আপনি নিশ্চয়ই কোন উৎপাদন প্রতিষ্ঠানে দেখেছেন, কেউ কেউ শারীরিক শ্রম দিচ্ছে, আবার কেউ কেউ অফিসিয়াল কাজ করছে। উভয়শ্রেণীকে প্রদত্ত অর্থ উৎপাদন ব্যয়ের সাথে যুক্ত হচ্ছে।

কিন্তু খেয়াল করলে দেখা যাবে যারা কায়িক শ্রম দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে শ্রমিক আর যারা মানসিক শ্রম দিচ্ছে বা অফিসে কাজ করছে তাদেরকে কর্মচারী বা কর্মকর্তা বলা হচ্ছে। অন্যদিকে শ্রমিকের মজুরী সাধারণতঃ দৈনিক, সপ্তাহ বা মাস ভিত্তিতে দেয়া হয়, আর কর্মচারী বা কর্মকর্তাদেরকে সাধারণতঃ মাসিক ভিত্তিতে বেতন দেয়া হয়।

সুতরাং আমরা বলতে পারি, শারীরিক পরিশ্রমের বিনিময়ে দৈনিক বা সপ্তাহ শেষে যে পারিশ্রামিক দেয়া হয় তাকে মজুরী (ডধমবং) বলে। এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রামিক দেয়া হয় তাকে বেতন বলে। অন্যভাবে বলা যায়, কাঁচামালের পরিবর্তন ঘটিয়ে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টির প্রচেষ্টার বিনিময়ে শ্রমিকদেরকে যে অর্থ প্রদান করা হয় তাকে মজুরী বলে। আর প্রতিষ্ঠান পরিচালনা, ব্যবস্থাপনা ইত্যাদি কাজের বিনিময়ে প্রদত্ত পারিশ্রামিক বেতন বলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উৎপাদন ক্ষেত্রে সাদা-কালো বৈষম্য যেখানে সে সব দেশে কালোদের উপার্জনকে মজুরী এবং সাদাদের উপার্জনকে বেতন বলে। কিন্তু মুলতঃ উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে শুধুমাত্র হিসাব ভুক্তির স্থানগত কিছু পার্থক্য ছাড়া তেমন কোন গুরুত্ব এ পার্থক্যের মধ্যে নেই। যদি কোন ব্যক্তি সরাসরি উৎপাদনকাজে জড়িত থাকে তাহলে তাকে প্রদত্ত বেতন বা মজুরী প্রত্যক্ষ মজুরী হিসেবে মূখ্য ব্যয়ের অন্তুর্ভুক্ত হয়।

আর যদি সে ব্যক্তি সরাসরি উৎপাদ কাজে জড়িত না থেকে অন্যান্য সেবা দান করে তবে তাকে প্রদত্ত অর্থ পরোক্ষ মজুরী হিসেবে উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হয়। তাই উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে বলা যায় একজন কর্মচারী বা শ্রমিক তার শারীরিক বা মানসিক শ্রমের বিনিময়ে নিয়োগকর্তার কাছ থেকে যে অর্থ পেয়ে থাকে তাকে বেতন বা মজুরী বলে। এটা একই অর্থে বেতন ও মজুরী হিসেবে ব্যবহৃত হতে পারে।

মজুরী কর্তন নীতিমালা গুলো –

শ্রমিক কর্মচারীদের সঠিক মজুরী/বেতন প্রদানে বদ্ধ পরিকর। এক্ষেত্রে প্রতিষ্ঠান বাংলাদেশ শ্রম আইন মেনে চলে। শ্রমিক কর্মচারীদের সঠিক হাজিরা অর্থাৎ ফ্যাক্টরীতে আগমন ও প্রস্থানের যথাযথ রেকর্ড মানব-সম্পদ বিভাগ সঠিক ভাবে সংরক্ষণ করে থাকে। তাছাড়া মাস শেষে মজুরী তৈরীর জন্য পে-রোল শাখা শ্রমিক-কর্মচারীদেরকে প্রদানকৃত লোন এর হিসাব যথাযথ নিয়মে মজুরী হতে কর্তনের পাশাপাশি দেরীতে আগমন, নির্দিষ্ট সময়ের পূর্বেই ফ্যাক্টরী হতে গমনের সঠিক হিসাবের রেকর্ড সংরক্ষন করে মাসান্তে তাহা নির্ভূল ভাবে সেলারী সীটে/ মজুরী শ্লিপে প্রর্দশন করে থাকে। মজুরী হতে কর্তন যোগ্য বিষয় গুলো নিম্নে উলে­খ করা হলোঃ-

সাধারণত শ্রমিক-কর্মচারীদের অননুমোদিত অনুপস্থিতির জন্য আমাদের দেশের প্রচলিত শ্রম আইন মোতাবেক মজুরী কর্তন করা হয়ে থাকে। এছাড়াও নিম্নোক্ত কারন গুলির জন্য মজুরী কর্তন করা হয়ে থাকে।

দেরীতে আগমন

কোন শ্রমিক-কর্মচারী যদি নির্ধারিত কর্ম দিবসে সঠিক সময়ের পরে আগমন করে ।

সেক্ষেত্রে যদি সে সময়ের পরিমাণ ৫৮ মিনিটের মধ্যে থাকে তবে কোম্পানীর নিজস্ব বিধান মতে তাহার কোন মজুরী কর্তন হবেনা।

যদি দেরীতে আগমনের মোট সময় সর্বনিম্ন ১ ঘন্টা হয় সেক্ষেত্রে সাধারনত তাহার ১ ঘন্টার মজুরী মুল বেতন হইতে কর্তন করা হয়ে থাকে। মজুরী কর্তন নীতিমালা

পূর্বে প্রস্থান

প্রতিদিন নির্ধারিত কর্ম সময় ৮ ঘন্টার পূর্বেই যদি কোন শ্রমিক-কর্মচারী ফ্যাক্টরী হতে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে চলে যায় তবে সেক্ষেত্রে ক্রমিক নং ১ উলে­খিত নিয়ম কার্যকরী হবে।

লোন/ অগ্রীম কর্তন

কোম্পানী কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে আবেদনের প্রেক্ষিতে অগ্রীম অর্থ প্রদান করে থাকে যাহা মাসিক কিস্তিতে মজুরী হতে কর্তন যোগ্য।

সেক্ষেত্রে প্রতি মাসের মজুরী হতে নির্ধারিত পরিমান অর্থ মজুরী হতে কর্তন করা হয়।

১) আয়কর।

২) কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ।

৩) শ্রমিক সংঘের প্রাপ্য।

৪) অগ্রিম বেতন।

৫) প্রভিডেন্ট ফান্ড কর্জ।

৬) গৃহ নির্মাণ ঋণ কিস্তি এবং

৭) বাসস্থান বা পরিবহন বাবদ কর্তন ইত্যাদি।

৮) কল্যান তহবিল যৌথ-বিমা ডাক জীবন বীমা।

৯) যানবাহন ক্রয়ের জন্য ঋণের কিস্তি ইত্যদি।

  • মজুরির ছক তৈরি

hsc বিএম ১২শ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (২) ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, hsc (bm) class 12 accounting (2) 15th week assignment solution 2021 https://www.banglanewsexpress.com/

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  • মোট মজুরি
hsc বিএম ১২শ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (২) ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, hsc (bm) class 12 accounting (2) 15th week assignment solution 2021 https://www.banglanewsexpress.com/
  • নীট মজুরি
hsc বিএম ১২শ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (২) ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, hsc (bm) class 12 accounting (2) 15th week assignment solution 2021 https://www.banglanewsexpress.com/
hsc বিএম ১২শ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (২) ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১, hsc (bm) class 12 accounting (2) 15th week assignment solution 2021 https://www.banglanewsexpress.com/

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment