কারবার প্রতিষ্ঠানের গঠন কীভাবে হিসাববিজ্ঞানকে প্রভাবিত করে?,কারবার প্রতিষ্ঠানের গঠন, কারবারের গঠন হিসাববিজ্ঞানকে সবসময়ই প্রভাবিত করে

কারবার প্রতিষ্ঠানের গঠন কীভাবে হিসাববিজ্ঞানকে প্রভাবিত করে?,কারবার প্রতিষ্ঠানের গঠন, কারবারের গঠন হিসাববিজ্ঞানকে সবসময়ই প্রভাবিত করে

কারবারের গঠন হিসাববিজ্ঞানকে সবসময়ই প্রভাবিত করে আসছে। যেমন-

১. একমালিকানা ছোট কারবার: এ জাতীয় ব্যবসায় হলো মুদি, মনোহারি, স্টেশনারি, বেকারি, মিষ্টি, কাপড়,
থান কাপড়ের দোকান এবং ছোটখাট সেবাদানকারী প্রতিষ্ঠান প্রভৃতি।
এরা কোনো রকমে হিসাব রাখে। এ জাতীয় প্রতিষ্ঠান মূলত একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে। হিসাবের গুরুত্ব এদের কাছে কম।

২. একমালিকানা বড় কারবার : একমালিকানা বড় বড় প্রতিষ্ঠানগুলো যেহেতু পরিচালনার জন্য তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল ভাই তারা আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে। এদের কাছে হিসাবের গুরুত্ব তাই বেশি।

৩. অংশীদারি কারবার: অংশীদারি কারবার সাধারণত দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে।
এরা মূলত অংশীদারদের মধ্যকার বিরোধ মিটাতে হিসাব রাখে।

৪. যৌথ মূলধনী কারবার: যৌথ মূলধনী কারবার সাধারণত দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে।
তবে উৎপাদনের সাথে জড়িত যৌথ মূলধনী প্রতিষ্ঠান আর্থিক হিসাব এর পাশাপাশি উৎপাদন ব্যয় হিসাব রাখে।
যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী প্রস্তুতের সাথে নগদ প্রবাহ বিবরণী, তহবিল প্রবাহ বিবরণী, অনুপাত বিশ্লেষণ করে থাকে। এদের হিসাব করার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা আছে।

৫. বিধিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠান: যৌথ মূলধনী কারবারের মত এ আতীয় প্রতিষ্ঠান দুতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে হিসাব রাখে।
সাথে সাথে নগদান প্রবাহ, তহবিল প্রবাহ, অনুপাত বিশ্লেষণ করে থাকে।
সাধারণত পূর্ববর্তী বছরের সাথে বর্তমান বছরের তুলনামূলক আর্থিক বিবরণী তৈরি করে থাকে।

৬. ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে: ব্যাংকিং প্রতিষ্ঠান বাদে অন্য সব প্রতিষ্ঠান মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক হিসাব ব্যালেন্স বের করে আর্থিক বিবরণী তৈরি করে। কিন্তু ব্যাংক একমাত্র প্রতিষ্ঠান যাকে প্রতিদিন প্রতিটি লেনদেনের সাথে সাথে হিসাবের ব্যালেন্স বের করে দৈনিক হিসাব আপটুডেট করে রাখতে হয়। কাজেই ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাবের গুরুত্ব অন্য সব প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি।

আপনার জন্য আমাদের ক্যাটাগরি


প্রশ্ন সমাধান
সাজেশন
চাকরি
ধর্ম
মতামত
শিক্ষা
শিক্ষা সংবাদ
নিয়োগ পরীক্ষা
জানা অজানা
Writing Side
অনার্স ও মাস্টার্স
এইচ এস সি
এসএসসি
ডিগ্রি ও উন্মুক্ত
স্বাস্থ্য
উদ্ভিদ ও প্রাণী
ঔষধি গুন
গোপন সমস্যা
রূপচর্চা
রেসিপি
রোগ প্রতিরোধ
রচনা ,প্রবন্ধউত্তর লিংক ভাবসম্প্রসারণউত্তর লিংক Paragraphউত্তর লিংক
আবেদন পত্র ও Applicationউত্তর লিংক অনুচ্ছেদ রচনাউত্তর লিংক Compositionউত্তর লিংক
চিঠি Letterউত্তর লিংক প্রতিবেদনউত্তর লিংক CVউত্তর লিংক
ইমেলEmailউত্তর লিংক সারাংশ ও সারমর্মউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংকCompleting Storyউত্তর লিংকDialog/সংলাপউত্তর লিংক
অনুবাদউত্তর লিংকShort Stories/Poems/খুদেগল্পউত্তর লিংকSentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment