Honors 4th year viva exam,hons 4th year viva exam preparation

Advertisement

Honors 4th year viva exam,hons 4th year viva exam preparation,hons 4th year viva what to do,hons 4th year viva,national university honors 4th year viva preparation

অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষা কবে হবে,অনার্স ৪র্থ বর্ষ অনলাইনে ভাইভা যেভাবে হবে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ভাইভা প্রস্তুতি ,অনার্স ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর


ভাইভা পরীক্ষা নিয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়। কিভাবে ভাইভা বোর্ডে ভাল করা যায়, আজ সে উপায়গুলো জানতে চলেছি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনার্স ৪র্থ বর্ষ ভাইভা ৪ ক্রেডিট (১০০ নম্বর)।

প্রশ্ন ০১. ভাইভা পরীক্ষা কখন হয়?
উত্তরঃ NU নোটিশ দিলেই কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে।

প্রশ্ন ০২. ভাইভা কি নিজ কলেজে হবে?
উত্তরঃ যেসব কলেজে ভাইভা কেন্দ্র রয়েছে তাদের নিজ কলেজেই ভাইভা হবে। বেশিরভাগ কলেজেই নিজ কলেজে ভাইভা হয়।

প্রশ্ন ০৩. ভাইভা পরীক্ষা কত নম্বরে হবে?
উত্তরঃ ভাইভা পরীক্ষা হবে ১০০ নম্বরে যা অন্য সব বিষয়ের মতো জিপিএ হিসাব করা হবে।

প্রশ্ন০৪. ভাইভার জন্য কি কি পড়বেন?
উত্তরঃ আপনি যেই বিষয়ে অনার্স করছেন তার সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। কারণ ভাইভাতে অনার্স বিষয়ে প্রশ্ন করা হয়।

  • অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় যেই ১ মার্কের কুইজ ধরণের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো পড়ে যাবেন। এখান থেকে প্রশ্ন করা হতে পারে।
  • বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে।
  • ৪র্থ বর্ষ পরীক্ষায় যে বিষয়ে ভাল পরীক্ষা দিয়েছেন সেই বিষয় ভাল করে পড়ে যাবেন। কারণ আপনাকে জিজ্ঞাস করা হবে আপনার কোন বিষয়ের পরীক্ষা ভাল হয়েছে এবং সে বিষয় থেকে প্রশ্ন করা হবে।
  • ৪র্থ বর্ষের সকল বিষয় গুলোর নাম এবং বিষয় কোড মনে রাখবেন।
  • কলেজের প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপাল,ডিপার্টমেন্ট প্রধানের নাম এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের নামগুলো জেনে রাখবেন।
  • রোল, রেজিঃ নাম্বার এবং পূর্বের ফলাফল জিজ্ঞাস করতে পারে।
  • ১০০ নম্বরে ভাইভা প্রশ্ন পরিমাণ বেশি হতে পারে।
  • ভাইভা বোর্ডে কোন অপ্রাসঙ্গিক কথা বলবেন না এবং অঙ্গভঙ্গি করবেন না।

প্রশ্ন ০৫. কেমন পোশাক পড়তে হবে?
উত্তরঃ ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস পড়ে যেতে হবে।
মেয়েদের ক্ষেত্রে শাড়ি,থ্রি পিস, যারা বোরকা পড়েন পড়ে যেতে পারেন মুখ খোলা রাখবেন।

Advertisement

প্রশ্ন ০৬. কি কি নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে?
উত্তরঃ যেহেতু ভাইভা একটা পরীক্ষা তাই এডমিট, রেজিঃ কার্ড, কলম, ক্যালকুলেটর।
মনে রাখবেন

  • রুমে ঢুকার পূর্বে সালাম দিয়ে ঢুকবেন এবং বসার পূর্বে অনুমতি নিয়ে বসবেন।
  • এমন কোন আচরণ করবেন না যাতে শিক্ষক বিরক্ত হয়।
  • প্রশ্নের উত্তর না পারলে সরাসরি বলে দিবেন উত্তর মনে পড়ছেনা।
  • পরীক্ষা কেন্দ্রের মধ্যে হৈ চৈ করবেন না।

প্রশ্ন ০৭. ভাইভা পরীক্ষায় কতজন শিক্ষক থাকবে?
ভাইভা বোর্ডে ৪/৫ জন শিক্ষক থাকতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্য যেকোন কলেজ থেকে একজন শিক্ষক থাকবেন এবং তিনি ভাইবা পরিচালনা করবেন।
এছাড়া যেই কেন্দ্রে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্ট প্রধান, ডিপার্টমেন্টের ২/৩ জন শিক্ষক।

Advertisement 2


আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Advertisement 5

Advertisement 2

Advertisement 3

Leave a Comment