Honors 4th Year Political Theories: Changes and Continuities Suggestion

Honors 4th Year Political Theories: Changes and Continuities Suggestion, Political Theories: Changes and Continuities Suggestion PDF,

short suggestion Honors 4th year Political Theories: Changes and Continuities , Political Theories: Changes and Continuities suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Political Theories: Changes and Continuities ,

Honors 4th Year Political Theories: Changes and Continuities Suggestion 2024

অনার্স ৪র্থ বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা পরীক্ষার সাজেশন, অনার্স চতুর্থ বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা (Political Theories: Changes and Continuities) সুপার সাজেশন
Department of : Political Science & Other Department
Subject Code: 241901
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা, অনার্স ৪র্থ বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ‘The Political System’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘The Political System’ গ্রন্থের লেখক ডেভিড ইস্টন (David Easton)।

২. প্রত্যয় কী?
উত্তর : প্রত্যয় হচ্ছে সার সংকলন, যা চিন্তা ও অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণযোগ্য মানসিক সত্তাকে সংগঠিত করে।

৩. ক্ষমতা কী?
উত্তর : ক্ষমতা বলতে মানুষের আচারব্যবহারকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্যকে বুঝায়।

৪. কর্তৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
অথবা, কর্তৃত্বের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : কর্তৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য হলো— ১. বৈধতা, ২. সীমাবদ্ধ বলপ্রয়োগ, ৩. অনুমোদন, ৪. মতাদর্শ ইত্যাদি।

৫. কর্তৃত্ব কী?
উত্তর : বিধিসম্মত বা বৈধ ক্ষমতাকে কর্তৃত্ব বলে।

৬. সম্মোহনী কর্তৃত্বসম্পন্ন দু’জন ব্যক্তির নাম লেখ।
উত্তর : সম্মোহনী কর্তৃত্বসম্পন্ন দু’জন ব্যক্তির নাম হলো- ১. মহাত্মা গান্ধী ও ২. শেখ মুজিবুর রহমান।

৭. ‘Superanus’ শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর : ‘Superanus’ শব্দটি ল্যাটিন ভাষার শব্দ।

৮. এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা ডিলফ্রেডো প্যারেটো।

৯. গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি তত্ত্বটি কে প্রদান করেন?
উত্তর : গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি তত্ত্বটি প্রদান করেন রবার্ট মিশেল।

১০. ‘আইনগত সার্বভৌম তত্ত্ব’ এর প্রবক্তা কে?
উত্তর : ‘আইনগত সার্বভৌম তত্ত্ব’ এর প্রবক্তা জন অস্টিন।

১১. ‘The Ruling Class’ গ্রন্থটির রচয়িতা কে?
অথবা, ‘The Ruling Class’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘The Ruling Class’ গ্রন্থটির রচয়িতা গায়েটানো মসকা।

১২. কার্ল মার্কস এর দুটি তত্ত্বের নাম লেখ।
উত্তর : কার্ল মার্কস এর দুটি তত্ত্ব হলো- ১. উদ্বৃত্ত মূল্যতত্ত্ব ও ২. শ্রেণিসংগ্রাম তত্ত্ব তত্ত্ব।

১৩. আইনের দুটি উৎসের নাম লেখ।
উত্তর : আইনের দুটি উৎস হলো— ১. জনমত এবং ২. পার্লামেন্ট।

১৪. বহুদলীয় ব্যবস্থা কী?
উত্তর : কোনো দেশে দুইয়ের অধিক দলের প্রাধান্য হলো বহুদলীয় ব্যবস্থা।

১৫. যুক্তরাষ্ট্রীয় সরকার চালু রয়েছে এমন দুটি দেশের নাম লেখ।
উত্তর : যুক্তরাষ্ট্রীয় সরকার চালু রয়েছে এমন দুটি দেশ হলো— ১. আমেরিকা যুক্তরাষ্ট্র ও ২. ভারত।

১৬. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বুঝ?
উত্তর : একটি সুসংগঠিত গোষ্ঠী যারা সরকারি নীতিকে প্রভাবিত করে কোনোকিছু লাভ করতে চায় তারা চাপসৃষ্টিকারী গোষ্ঠী।

১৭. ‘নির্বাচকমণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ।’ – উক্তিটি কার?
উত্তর : ‘নির্বাচকমণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ।’- উক্তিটি ডব্লিউ. এফ. উইলোবির।

১৮. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচকমণ্ডলী।

১৯. আধুনিক গণতন্ত্রের জনক কে?
অথবা, সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর : আধুনিক গণতন্ত্রের জনক জন লক।

২০. এরিস্টটলের মতে উত্তম শাসনব্যবস্থা কোনটি?
উত্তর : এরিস্টটলের মতে উত্তম শাসনব্যবস্থা হলো পালটি বা মধ্যমতন্ত্র।

২১. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ম্যাগনাকার্টা ১২১৫ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

২২. নির্দলীয় রাজনীতি কী?
উত্তর : নির্দলীয় রাজনীতি হলো যে রাজনৈতিক ব্যবস্থায় কোনো ‘দল’ থাকবে না।

২৩. রেনেসাঁ শব্দের অর্থ কী?
উত্তর : রেনেসাঁ শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।

২৪. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর : ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Political Theories: Changes and Continuities Honors 4th Year Suggestion PDF 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. রাজনৈতিক তত্ত্ব কী?
২. ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কী বুঝ?
৩. ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক কী?
অথবা, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বর্ণনা কর।
৪. আইনগত সার্বভৌমত্ব কী?

৫. রাজনৈতিক এলিট কাকে বলে?
অথবা, রাজনৈতিক এলিট বলতে কী বুঝায়?
৬. উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কী?
অথবা, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব বলতে কী বুঝ?
৭. সুশীল সমাজ বলতে কী বুঝ?
৮. গণভোট বলতে কী বুঝ ?

৯. সর্বাত্মকবাদ কী?
১০. জনমত কাকে বলে?
১১. বিশ্বায়ন কাকে বলে?
১২. জাতিসত্তার সংকট বলতে কী বুঝ?
১৩. রেনেসাঁ বলতে কী বুঝ ?

PDF Download রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব আলোচনা কর।
৩. উন্নয়নশীল দেশসমূহ কেন বৈধতার সংকটের সম্মুখীন হয়? আলোচনা কর।
অথবা, উন্নয়নশীল দেশগুলো কেন বৈধতার সংকটের সম্মুখীন হয়? আলোচনা কর।
৪. প্যারেটোর এলিট তত্ত্ব ব্যাখ্যা কর।

৫. কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্ব বিশ্লেষণ কর।
অথবা, কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্ব আলোচনা কর।
৬. গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
অথবা, গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা বর্ণনা কর।
৭. রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।

৮. ‘গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা কিন্তু এর পূর্বশর্ত অনেক।’ — ব্যাখ্যা কর।
৯. সুশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. উন্নয়নশীল দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠার উপায়সমূহ লেখ।
১১. উন্নয়নশীল দেশে সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ আলোচনা করা।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ক বিভাগ

  • Man is born free but everywher he is in chainsউক্তিটি কার?
  • সাধারণ ইচ্ছা তও্বের প্রবক্তা কে?
  • সামাজিক গবেষণার মৌলীক উপাদান কী?
  • প্রত্যয় কী?
  • Approach অর্থ কী?
  • ক্ষমতা কী?
  • Modern politics and Goverments গ্রন্হটির রচয়িচা কে?
  • কর্তৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য লেখ?
  • বৈধতা কী?
  • Superanus শব্দটি কোন ভায়ার শব্দ?
  • রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা কী?
  • জনগণের সার্বভৌমত্ব তও্বের জনক কে?
  • বহুত্ববাদী সার্বভৌমত্বের দুজন তাও্বিকের নাম লেখ?
  • দুজন এলিট তাও্বিকের নাম লেখ?
  • এলিট আবর্তন তও্বের প্রবক্তা কে?
  • The Mind and Society গ্রন্হটি কার লেখা
  • শ্রেণিসংগ্রাম তও্ব কে প্রদান করে
  • মার্কসবাদ কী?
  • সুশীল সমাজের প্রতিনিধি কারা?
  • একদলীয় ব্যবস্হা কী?
  • বহু দলীয় ব্যবস্হা কী?
  • গণভোট কী?
  • নির্বাচক মন্ডলী সরকারের টতুর্থঅঙ্গ উক্তিটি কার?
  • প্রতিনিধিত্বনূলক গণতন্ত্র কী?
  • নাৎসীবাদের জনক কে?
  • জনমতের তিনটি মাধ্যমের নাম লেখ?
  • বিশ্বায়নের মূল কথা কী?
  • নির্দলীয় রাজনীতি কি?
2024 রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

খ বিভাগ

  • তত্বের সংজ্ঞা দাও?
  • প্রত্যয় বলতে কি বুঝ?
  • রাজনৈতিক ক্ষমতা বলতে কি বুঝ?
  • ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কী বুঝ?
  • ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক কী?
  • সম্মোহনী নেতৃত্ব কী?
  • সার্বভৌনত্বের বহুত্ববাদী ধারণা বর্ণনা কর
  • প্যারোটোর এলিট আবর্তন তও্ব ব্যাখ্যা কর
  • কার্ল মার্কসের শ্রেণি সংগ্রাম তও্ব কী?
  • রাষ্ট্র ও সুশীল সমাজের মধ্যে সম্পর্ক বর্ণনা কর
  • রাজনৈতিক অংশগ্রহন বলতে কি বুঝায়?
  • বহুদলীয় ব্যবস্হার গুণাবলি কী?
  • চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কী?
  • গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা কর
  • সর্বাত্মকবাদ কী?
  • প্রেস যে ভাবে চায় জনমত সে ভাবে গড়ে ওঠে?
  • গণতন্ত্রায়ন কী?
  • সুশাসন বলতে কি বুঝায়?
  • সুশাসনের নির্দেশকসুহ উল্লেখ কর
  • জাতিসওার সংকট বলতে কি বুঝ?

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন

গ বিভাগ

  • রাজনৈতিক তত্ব কাকে বলে? রাজনৈতিক তত্বের বিষয়বস্তু আলোচনা কর?
  • সামাজিক গবেষণার ধারণার ভূমিকা আলোচনা কর?
  • রাজনৈতিক কর্তৃত্ব কী? রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা কর
  • ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বর্ণনা কর
  • ক্ষমতা ও কর্তৃত্বের বন্টন আলোচনা কর
  • সমালোচনাসহ জন অস্টিনের সার্বভৌমত্ব তও্বটি আলোচনা কর
  • সার্বভৌমত্বের একত্ববাদ আলোচনা কর?
  • সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণা বর্ণনা কর
  • রবার্ট মিশেলসের এলিট তও্বটি ব্যাখ্যা কর
  • রাষ্ট্র সম্পর্কে মার্কসের ধারণা বর্ণনা কর
  • সুশীল সমাজ কী? সুশীল সমাজের সাথে রাষ্ট্র গণতন্ত্র ও ক্ষমতার সম্পর্ক ব্যাখ্যা কর?
  • রাজনৈতিক অংশগ্রহন কী? মানুষ কেন রাজনীতিতে অংশগ্রহন করে?
  • রাজনৈতিক দল কী? রাজনৈতিক দলের কার্যাবলি বর্ণনা কর
  • আধুনীক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর?
  • রাজনৈতিক দল চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর?
  • জনমত কী? জনমত গঠনের বাহনগুলো আলোচনা কর?
  • বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বের দেশসমুহে গণতন্ত্রায়নের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা কর?
  • উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা কর?
  • উন্নয়নশীল দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠার উপায়সমূহ লেখ?
  • কীভাবে নির্দলীয় রাজনীতিকে প্রতিরোধ করা যায় ব্যাখ্যা কর

Honors 4th year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা স্পেশাল সাজেশন 2024,Honors Political Theories: Changes and Continuities Suggestion 2024

PDF Download রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন, রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment