Honors 4th Year Legislative Process in Bangladesh Suggestion

Advertisement

Honors 4th Year Legislative Process in Bangladesh Suggestion, Legislative Process in Bangladesh Suggestion PDF, short suggestion Honors 4th year Legislative Process in Bangladesh , Legislative Process in Bangladesh suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Legislative Process in Bangladesh ,

Honors 4th Year Legislative Process in Bangladesh Suggestion 2024

অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া পরীক্ষার সাজেশন, অনার্স চতুর্থ বর্ষ বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া (Legislative Process in Bangladesh) সুপার সাজেশন
Department of : Political Science & Other Department
Subject Code: 241913
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন,বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

Honors Legislative Process in Bangladesh Suggestion 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. বাংলাদেশের আইনসভার নাম কী?
উত্তর : বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।

২. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।

Advertisement

৩. জাতীয় সংসদের নেতা কে?
উত্তর : জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী।

৪. জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি?
অথবা, বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?
উত্তর : জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ৫০টি।

৫. বাংলাদেশ আইনসভার মেয়াদ কত বছর?
অথবা, বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
উত্তর : বাংলাদেশ আইনসভার মেয়াদ ৫ (পাঁচ) বছর।

৬. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ।

৭. কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
উত্তর : মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন।

৮. বাংলাদেশের সংবিধানে মোট কতটি ধারা আছে?
অথবা, বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি ধারা আছে।

৯. অধ্যাদেশ জারি করতে পারে কে?
অথবা, অধ্যাদেশ জারি করেন কে?
উত্তর : রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন।

১০. বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সর্বনিম্ন কতভাগ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন?
উত্তর : বাংলাদেশ সংবিধান সংশোধনের জন্য সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

১১. বাংলাদেশের খসড়া সংবিধান গণপরিষদে কত তারিখে গৃহীত হয়?
অথবা, বাংলাদেশের খসড়া সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়?
উত্তর : বাংলাদেশের খসড়া সংবিধান গণপরিষদে ৪ নভেম্বর, ১৯৭২ সালে গৃহীত হয়।

১২. কার্যপ্রণালি বিধি কী?
উত্তর : সংসদের কার্যক্রম পরিচালনার জন্য লিপিবদ্ধ বিধানাবলিই হলো কার্যপ্রণালি বিধি বা Parliamentary Procedure.

১৩. ট্রেজারি বেঞ্চ কী?
উত্তর : সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলে।

১৪. POP এর পূর্ণরূপ কী?
উত্তর : POP এর পূর্ণরূপ Point of Privilege.

১৫. নির্ণায়ক ভোট কী?
উত্তর : স্পিকারের দেওয়া ভোটই নির্ণায়ক ভোট।

১৬. জাতীয় সংসদের সদস্যগণ কার নিকট পদত্যাগপত্র জমা দেন?
উত্তর : জাতীয় সংসদের সদস্যগণ স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দেন।

১৭. বাংলাদেশে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের সংসদ ছিল কোনটি?
উত্তর : বাংলাদেশে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের সংসদ ছিল ষষ্ঠ সংসদ।

১৮. বাংলাদেশের সংসদে প্রথম নারী স্পিকার কে?
উত্তর : বাংলাদেশের সংসদে প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

১৯. অর্থবিল কী?
উত্তর : প্রত্যেক বৎসর পরবর্তী বৎসরের জন্য সরকারের আর্থিক প্রস্তাবাবলিকে কার্যকর করার উদ্দেশ্যে যে বিল উত্থাপন করা হয় এবং যেকোনো সময়ের জন্য সম্পূরক আর্থিক প্রস্তাবাবলিকে কার্যকর করার উদ্দেশ্যে আনীত বিলও এর অন্তর্ভুক্ত।

২০. অর্থবছর কী?
উত্তর : সাধারণত এক বছরের জন্য একটি নির্দিষ্ট সময় হতে সরকারের আয়ব্যয়ের খতিয়ান হলো অর্থবছর।

Advertisement 2

২১. বিল কত প্রকার ও কী কী?
উত্তর : বিল তিন প্রকার। যথা: ১. সাধারণ স্বার্থবিষয়ক, ২. বিশেষ স্বার্থবিষয়ক ও ৩. মিশ্র বিল।

২২. আইনসভার প্রধান কাজ কী?
উত্তর : আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা।

২৩. বাংলাদেশ জাতীয় সংসদে আইনের প্রস্তাব পাসের জন্য সর্বনিম্ন কতজন সংসদ সদস্যের সম্মতিসূচক ভোট প্রয়োজন?
উত্তর : বাংলাদেশ জাতীয় সংসদে আইনের প্রস্তাব পাসের জন্য সর্বনিম্ন ১৫১ জন সংসদ সদস্যের সম্মতিসূচক ভোট প্রয়োজন।

২৪. ওয়াকআউট বলতে কী বুঝায়?
উত্তর : পার্লামেন্ট বা সংসদে কোনো বিল বা প্রস্তাবের ওপর আপত্তি জানিয়ে সংসদ থেকে বের হয়ে যাওয়াকে ওয়াকআউট বলে।

২৫. বাজেট বলতে কী বুঝায়?
উত্তর : কোনো অর্থবছরে সরকারের অনুমিত আয়ব্যয়ের মোট হিসাবকে বাজেট বলা হয়।

২৬. বাংলাদেশের জাতীয় সংসদে কতটি সংসদীয় কমিটি আছে?
উত্তর : বাংলাদেশের জাতীয় সংসদে ১১টি সংসদীয় কমিটি আছে।

২৭. ছায়া মন্ত্রিসভা কী?
অথবা, ‘Shadow Cabinet’ কী?
উত্তর : বিরোধী দলের নেতৃস্থানীয় নেতাদের নিয়ে গঠিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের তদারকিমূলক পরিষদই ছায়া মন্ত্রিসভা বা Shadow Cabinet.

২৮. টেকনোক্র্যাট মন্ত্রী কারা?
উত্তর : সংসদ সদস্য নন, মন্ত্রিপরিষদের এমন সদস্যগণ হলেন টেকনোক্র্যাট মন্ত্রী।

২৯. PPP এর পূর্ণরূপ কী?
উত্তর : PPP এর পূর্ণরূপ হলো Public Private Partnership.

৩০. গণভোট কী?
উত্তর : রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে জনগণের প্রদত্ত হ্যাঁ বা না ভোটই গণভোট।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Honors 4th Year Legislative Process in Bangladesh Suggestion 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. আইনসভা কাকে বলে?
২. জাতীয় সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি উল্লেখ কর।
৩. ন্যায়পাল কী?
অথবা, ন্যায়পাল বলতে কী বুঝ?
৪. সাংবিধানিক অনুবিধি কী?
৫. সংসদীয় বিতর্ক বলতে কী বুঝ?
অথবা, সংসদীয় বিতর্ক কী?

৬. জাতীয় সংসদের স্পিকারের মর্যাদা লেখ।
৭. অধ্যাদেশ কী?
৮. অর্থ আইন কী?
৯. বিল কী?
১০. অর্থবিল কী?
১১. নির্দিষ্টকরণ আইন কী?
১২. সরকারি হিসাব কমিটির কাজ কী?
১৩. জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ কী?

১৪. অনাস্থা প্রস্তাব কী?
১৫. সংসদ সদস্যদের নির্বাচনি দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।
অথবা, সংসদ সদস্যদের পাঁচটি দায়িত্ব উল্লেখ কর।
১৬. বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়ের গঠন কী?
অথবা, সংসদ সচিবালয়ের গঠন লেখ।

১৭. আইনসভায় জেন্ডার ভারসাম্য কী?
অথবা, পার্লামেন্টের জেন্ডার সমতা বলতে কী বুঝ?
১৮. ২০১১ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিমালার লক্ষ্যসমূহ উল্লেখ কর।
১৯. জাতীয় সংসদে মহিলা সদস্যদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
২০. গণভোট কী?

Legislative Process in Bangladesh Honors 4th Year Suggestion PDF 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. বাংলাদেশে আইনসভার উৎপত্তি ও বিকাশের বিবরণ দাও।
২. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলি আলোচনা কর।
৩. জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া আলোচনা কর।
অথবা, জাতীয় সংসদে কীভাবে আইন প্রণয়ন হয়? ব্যাখ্যা কর।
৪. বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা বিশ্লেষণ কর।
অথবা, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা পর্যালোচনা কর।
অথবা, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা বিশ্লেষণ কর।

Advertisement 4

৫. জাতীয় সংসদ সদস্যপদের যোগ্যতা ও অযোগ্যতা বর্ণনা কর।
অথবা, জাতীয় সংসদ সদস্যপদের যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কিত বাংলাদেশ সংবিধানের বিধানসমূহ লেখ।
৬. সাংবিধানিক অনুবিধি কী? বাংলাদেশের জাতীয় সংসদবিষয়ক সাংবিধানিক অনুবিধিসমূহ আলোচনা কর।
৭. জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি আলোচনা কর।
৮. জাতীয় সংসদের স্পিকারের নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
৯. জাতীয় সংসদের অধিবেশন পরিচালনায় স্পিকারের ভূমিকা আলোচনা কর।

Advertisement 2

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১০. বিল কী? বিল পাসের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
১১. বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভা কীভাবে নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করে?
১২. জাতীয় সংসদের অর্থনৈতিক কার্যাবলি আলোচনা কর।
১৩. সংসদীয় কমিটির বিভিন্ন কার্যাবলি আলোচনা কর।
১৪. সংসদীয় কমিটি বলতে কী? সংসদীয় কমিটি ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি আলোচনা কর।

১৫. জাতীয় সংসদের তদারকি কর্মকাণ্ডে সংসদীয় কমিটিগুলোর গুরুত্ব ব্যাখ্যা কর।
১৬. সংসদ সদস্যদের নির্বাচনি দায়িত্ব ও কর্তব্যসমূহ আলোচনা কর।
১৭. জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো ও কার্যাবলি সম্পর্কে ধারণা দাও।
অথবা, সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো ও কার্যাবলির বিবরণ দাও।
১৮. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় গণভোটের ভূমিকা পর্যালোচনা কর।
১৯. জেন্ডার ভারসাম্য কী? জাতীয় সংসদে জেন্ডার ভারসাম্য নিশ্চিত করার উপায়সমূহ আলোচনা কর।
২০. বাংলাদেশের জাতীয় সংসদের নারী প্রতিনিধিদের আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণ কর।

Legislative Process in Bangladesh Suggestion PDF 2024

ক বিভাগ

  • কোন দেশের আইন সভাকে  mother of the parliaments বলা হয় 
  • বঙ্গীয় আইনসভা কত সালে গঠিত হয় 
  • বাংলাদেশের আইনসভার নাম কী?
  • বাংলাদেশের সংসদ ভবনের স্হপতি কে
  • বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি 
  • বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত
  • এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী গৃহীত হয় 
  • বাংলাদেশের আইনসভার মেয়াজ কত বছর 
  • বর্তমান জাতীয় সংসদে বিরোধী দলের নেতার নাম কী?
  • বাংলাদেশের  সংসদ সদদ্য হতে হলে নুন্যতম কত বছর বয়স হতে হবে 
  • কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহব্বান করেন 
  • সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কত দিনের মধ্যে সংসদের বৈঠক আবব্বান করতে হয় 
  • বাংলাদেশের সংবিধানে মোট কতটি ধারা আছে 
  • অধ্যাদেশ জারি  করতে পারে কে?
  • বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষবিশিষ্ট
  • বাংলাদেশে খড়সা সংবিধান গণপরিষদে কত তারিখে গৃহীত হয়
  • কার্যপ্রণালি বিধি কী?
  • মুলতুবি প্রস্তাব কী?
  • তারকাচিচুহৃত প্রশ্ন কী
  • পয়েন্ট অব অর্ডার কী 
  • আইনসভার সভাপতি কে 
  • নির্ণায়ক ভোট কী 
  • বাংলাদেশের গণপরিষদের স্পিকার কে ছিলেন 
  • অর্থবিল কী 
  • আইন সভার প্রধান কাজ কী
  • বাংলাদেশের সংসদে দুটি অধিবেশনের মধ্যে কতদিন  ব্যবধান হতে পারে 
  • আইনসভায় কে বাজেট উস্হাপন করেন
  • বাংলাদেশের জাতীয় সংসদে কতটি সংসদীয় কমিটি আছে 
  • PPPএর পূর্ণরুপ কী 
  • FDI এর পূর্ণ রুপ কী 

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন

খ বিভাগ 

  • আইনসভা কাকে বলে?
  • বাংলাদেশের আইনসভার গঠন কী রুপ
  • জাতীয় সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি উল্লেখ কর
  • ন্যায়পাল  কী
  • সাংবিধানীক অনুবিধি কী 
  • কার্যপ্রনালী বিধি কী 
  • সংসদীয় বিতর্ক বলতে কী বুঝ 
  • জাতীয় সংসদের স্পিকারের মর্যাদা লেখ 
  • বিল কী 
  • সরকারি বিল ও বেসপকারি বিলের মধ্যে পার্থক্য লেখ 
  • উন্নয়ন বাজেট কী 
  • সরকারি হিসাব কমিটির কাজ কী 
  • জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ কী 
  • সংসদ সদস্যদের নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর 
  • বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়ের গঠন কি 
  • গণভোট কী 
  • আইনসভায় জেন্ডার ভারসাম্য কী 
  • 2011 সালের জাতীয় নারী উন্নয়ন নীতিমালার লক্ষ্যসমূহ উল্লেখ কর
  • জাতীয় সংসদে মহিলা সদস্যদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর

Honors 4th year Common Suggestion 2024

গ বিভাগ 

  • ব্রিটিশ ভারতে বঙ্গীয় আইনসভা গঠনের ক্রমবিকাশ আলোচনা কর
  • বাংলাদেশে জাতীয় সংসদের গঠন ও কার্যাবলি আলোচনা কর
  • জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া আলোচনা কর 
  • বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা বিশ্লেষণ কর 
  • সাংবিধানীক অনুলিপি কী?বাংলাদেশের জাতীয় সংসদ বিষায়ক সাংবিধানীক অনুলিপিসমূহ আলোচনা কর
  • জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি আলোচনা কর 
  • সংসদীয় বিতর্ক কী?সংসদে বিতর্ক করার বিধিসমূহ উল্লেখ কর 
  • জাতীয় সংসদের স্পিকারের নির্বাচন ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর 
  • জাতীয় সংসদের অধিবেশন  পরিচালনার স্পিকারের ভূমিকা আলোচনা কর 
  • বিল কী? বিল পাসের পদ্ধতিসমূহ বর্ণনা কর
  • বাজেট কী? জাতীয় সংসদে বাজেট পাসের প্রক্রিয়া আলোচনা কর
  • বাংলাদেশের আইন ও নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্ক আলোচনা কর
  • সংসদীয় কমিটি বলতে কী? সংসদীয়  কমিটি ব্যবস্হার সাংবিধানীক ভিওি আলোচনা কর
  • জাতীয় সংসদের তদারকি কর্মকান্ডে সংসদীয় কমিটিগুলোর ব্যাখ্যা কর
  • সংসদ সদস্যদের নির্বাচনী দায়িত্ব ও কর্তব্যসমূহ আলোচনা কর 
  • জাতীয় সংসদের সার্বভৌমত্ব এবং সীমাবদ্ধতা আলোচনা কর
  • গণতান্ত্রিক শাসনব্যবস্হায় গণভোটের ভূমিকা পর্যালোচনা কর
  •  বাংলাদেশের জাতীয় সংসদের নারী প্রতিনিধিদের আর্থসামাজিক অবস্হার বিশ্লেষণ কর
  • জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনে পক্ষে বিপক্ষে যুক্তি দেখাও

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া স্পেশাল সাজেশন 2024,Honors Legislative Process in Bangladesh Suggestion 2024

PDF Download বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Advertisement 5

Advertisement 3

Leave a Comment