Honors 4th Year History of Bengal 1905-1947 Suggestion

Honors 4th Year History of Bengal 1905-1947 Suggestion, History of Bengal 1905-1947 Suggestion PDF, short suggestion Honors 4th year History of Bengal 1905-1947 , History of Bengal 1905-1947 suggestion Honors 4th year, Suggestion Honors 4th year History of Bengal 1905-1947 ,

Honors 4th Year History of Bengal 1905-1947 Suggestion 2024

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ সাজেশন ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ (History of Bengal 1905-1947) সুপার সাজেশন ২০২৪
Department of : History & Other Department
Subject Code: 241503
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ সাজেশন,বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭, অনার্স ৪র্থ বর্ষের বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

Honors History of Bengal 1905-1947 Suggestion 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. লর্ড কার্জন কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ ভারতের ভাইসরয়।

২. বঙ্গভঙ্গ করা হয় কত তারিখে?
অথবা, বঙ্গভঙ্গ কখন করা হয়?
উত্তর : বঙ্গভঙ্গ করা হয় ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর।

৩. বঙ্গভঙ্গের পরে ‘বাংলা ও আসাম’ প্রদেশের রাজধানী কোথায় ছিল?
উত্তর : বঙ্গভঙ্গে পরে ‘বাংলা ও আসাম’ প্রদেশের রাজধানী ছিল ঢাকা।

৪. ক্ষুদিরাম কে ছিলেন?
উত্তর : ক্ষুদিরাম ছিলেন স্বদেশি আন্দোলনের অন্যতম নেতা।

৫. মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাশ হয়?
উত্তর : মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে পাশ হয়।

৬. বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?
উত্তর : বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ।

৭. কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়?
উত্তর : ১৯১১ সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়।

৮. কখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর মুসলিম লীগ গঠিত হয়।

৯. মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন।
উত্তর : মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা মুহাম্মদ খান।

১০. খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর : খিলাফত আন্দোলনের নেতা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ।

১১. খিলাফত আন্দোলনের মুসলিম নেতা কে ছিলেন?
উত্তর : খিলাফত আন্দোলনের মুসলিম নেতা ছিলেন মাওলানা মুহাম্মদ আলী।

১২. খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম লেখ।
উত্তর : খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম মাওলানা মুহাম্মদ আলী এবং মাওলানা আবুল কালাম আজাদ।

১৩. খিলাফত আন্দোলনের সময় মুসলিম খিলাফতের রাজধানী কোথায় ছিল?
উত্তর : খিলাফত আন্দোলনের সময় মুসলিম খিলাফতের রাজধানী ছিল তুরস্ক।

১৪. অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
অথবা, অসহযোগ আন্দোলন কে সূচনা করেন?
উত্তর : অসহযোগ আন্দোলনের নেতৃত্ব মহাত্মা গান্ধী প্রদান করেন।

১৫. স্বরাজ দল বা পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর : স্বরাজ দল বা পার্টি ১৯২২ সালের ৩১ ডিসেম্বর গঠিত হয়।

১৬. দেশবন্ধু কার উপাধি ছিল?
উত্তর : ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের উপাধি ছিল।

১৭. বেঙ্গল প্যাক্টের প্রধান নেতা কে?
উত্তর : বেঙ্গল প্যাক্টের প্রধান নেতা হলেন চিত্তরঞ্জন দাশ।

১৮. কার নেতৃত্বে কৃষক-প্রজা পার্টি গঠন করা হয়?
অথবা, কৃষক-প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করে?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক-প্রজা পার্টি গঠন করা হয়।

১৯. কোন কমিশন জমিদারি প্রথা বিলুপ্তির সুপারিশ করেন?
উত্তর : ফ্লাউড কমিশন জমিদারি প্রথা বিলুপ্তির সুপারিশ করেন।

২০. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর: লাহোর প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উত্থাপন করেন।

২১. বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন।

২২. বাংলার ইতিহাসে ১৯৪৩ সাল বিখ্যাত কেন?
উত্তর : বাংলার ইতিহাসে ১৯৪৩ সাল পঞ্চাশের মন্বন্তর বা দুর্ভিক্ষের জন্য বিখ্যাত।

২৩. বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

২৪. শহীদ সোহরাওয়ার্দী কখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর : শহীদ সোহরাওয়ার্দী ১৯৪৬ সালের ২৪ এপ্রিল থেকে ১৯৪৭ সালের ১৩ আগস্ট পর্যন্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন।

২৫. ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর : ভারত ছাড় আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী।

২৬. ১৯৪৭ সালে বাংলায় মুসলিম লীগের নেতা কে ছিলেন?
উত্তর : ১৯৪৭ সালে বাংলায় মুসলিম লীগের নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

২৭. এম. এন. রায় কে ছিলেন?
উত্তর : এম. এন. রায় ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা।

২৮. ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় কখন?
উত্তর : ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় ১৯৪৭ সালে।

২৯. ‘মোহামেডান লিটারেরি সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ‘মোহামেডান লিটারেরি সোসাইটি’ নবাব আব্দুল লতিফ প্রতিষ্ঠা করেন।

৩০. ১৯৪৩ সালে দুর্ভিক্ষের সময় বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ১৯৪৩ সালে দুর্ভিক্ষের সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Suggestion Honors 4th year History of Bengal 1905-1947 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. মুসলিম লীগের লক্ষ্য কী ছিল?
২. স্বদেশি আন্দোলনের কারণগুলো আলোচনা কর।
৩. বঙ্গভঙ্গ কেন রদ করা হয়?
৪. মর্লি-মিন্টো সংস্কারের (১৯০৯) উদ্দেশ্য ব্যাখ্যা কর।
৫. লক্ষ্ণৌ চুক্তি কী?

৬. খিলাফত আন্দোলনের কারণগুলো সংক্ষেপে আলোচনা কর।
৭. বেঙ্গল প্যাক্টের প্রধান ধারাগুলো কী কী?
৮. ১৯৩৭ সালের নির্বাচনে মুসলিম লীগের ভূমিকা কী ছিল?
৯. ১৯৩৭ সালের নির্বাচনে কৃষক-প্রজা পার্টির নির্বাচনি ইশতেহার কী ছিল?

১০. দ্বিজাতিতত্ত্ব কী?
১১. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
১২. ১৯৪৬ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ কর।

১৩. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণগুলো আলোচনা কর।
১৫. বাংলায় হিন্দু-মুসলিম সংঘাতের অর্থনৈতিক কারণসমূহ আলোচনা কর।

১৬. শিক্ষাক্ষেত্রে এ. কে. ফজলুল হকের অবদান মূল্যায়ন কর।
১৭. নাজিমুদ্দিন মন্ত্রিসভার পতনের কারণগুলো আলোচনা কর।
অথবা, নাজিমুদ্দিন মন্ত্রিসভার পতনের ব্যর্থ হয় কেন?

১৮. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৯. ১৯৪৭ সালে অখণ্ড বাংলা গঠনের প্রয়াস ব্যর্থ হয় কেন?
২০. সাম্প্রদায়িকতা কী?

short suggestion Honors 4th year History of Bengal 1905-1947 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের কারণ কী ছিল? এতে হিন্দুদের প্রতিক্রিয়া কী ছিল?
২. ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ কর।
অথবা, ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।

৩. খিলাফত ও অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, বাংলায় খিলাফত ও অসহযোগ আন্দোলনের বিবরণ দাও।
৪. খিলাফত ও অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ আলোচনা কর।
৫. ১৯২৩ সালের বোল প্যাক্টের শর্তাবলি আলোচনা কর।
৬. অবিভক্ত বাংলার রাজনীতিতে এ. কে. ফজলুল হকের ভূমিকা মূল্যায়ন কর।
অথবা, ১৯৪৭ সাল পর্যন্ত একজন নেতা হিসেবে এ. কে. ফজলুল হকের মূল্যায়ন কর।

৭. কৃষক-প্রজা পার্টির গঠন ও পটভূমি আলোচনা কর।
অথবা, কৃষক-প্রজা পার্টি গঠনের পটভূমি আলোচনা কর।
৮. বাংলায় ১৯৪৫-৪৬ সালের নির্বাচনের ফলাফল পর্যালোচনা কর।
৯. ১৯৪৬ সালের সোহরাওয়ার্দী মন্ত্রিসভা গঠন সম্পর্কে যা জান লেখ।

১০. অবিভক্ত স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের পরিকল্পনার উপর একটি প্রবন্ধ লেখ।
১১. অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল? আলোচনা কর।
১২. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান ধারাসমূহ ব্যাখ্যা কর।
১৩. ১৯৪৬ সালে বাংলায় হিন্দু-মুসলমান দাঙ্গার কারণ ও ফলাফল আলোচনা কর।

১৪. ১৯৪০-৪৭ সময়কালে বাংলায় হিন্দু-মুসলিম সম্পর্ক আলোচনা কর।
১৫. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৬. সি. আর. দাশের ভূমিকা বিশেষ উল্লেখপূর্বক ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের পটভূমি ও এর শর্তাবলি আলোচনা কর।
১৭. বেঙ্গল প্যাক্টের (১৯২৩) পটভূমি ও গুরুত্ব আলোচনা কর।

অথবা, ১৯২৩ সালের বোল প্যাক্টের পটভূমি ও গুর আলোচনা কর।
১৮. নাজিমুদ্দিন মন্ত্রিসভার গঠন ও কার্যাবলি আলোচনা কর।
১৯. মুসলিম মধ্যবিত্ত শ্রেণির বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনা কর।
২০. ১৯৪৩ সালে বাংলায় দুর্ভিক্ষের কারণসমূহ আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ক বিভাগ 

  • বঙ্গভঙ্গ কখন করা হয়?
  • 1905 সাল বাংলার ইতিহাসে কেন বিখ্যাত 
  • নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গর্ভর্নর কে?
  • ক্ষুদিরাম কে ছিলেন?
  • মর্লি মিন্টো সংস্কার আইন কত সালে পাশ হয়?
  • বঙ্গভঙ্গ কবে রদ করা হয়?
  • বঙ্গভঙ্গ করার ক্ষেএে বাংলার কোন নেতার নাম সংশ্লিষ্ট রয়েছে?
  • কখন মুসলিম লীগ প্রতিষ্টিত হয়?
  • মুসলিম লীগ কোথায় গঠিত হয়?
  • খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম লেখ?
  • খিলাফত আন্দোলনের সময় ব্রিটিশ প্রধান মন্ত্রী কে ছিলেন?
  • অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
  • গান্ধীকে মহাত্মা উপাধিতে ভূষিত করেন কে?
  • মহাত্মা গান্ধির পূর্ণনাম কী?
  • চিওরন্জন দাশের উপাধি কী? 
  • বেঙ্গল প্যান্ট স্বাক্ষরিত হয় কত সালে?
  • কৃষক প্রজা পার্টি কত সালে গঠিত হয়
  • ঐতিহাসিক লাহোর প্রস্তাব উস্হাপিত হয় কত সালে?
  • বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  • বাংলার ইতিহাসে 1943 সাল বিখ্যাত কেন?
  • 1937 থেকে 1947 সাল পর্যন্ত বাংলায় কয়টি মন্ত্রিসভা ছিল?
  • বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন?
  • অখন্ড বাংলার পরিকল্পনার মূল প্রবক্তাদের নাম উল্লেখ কর? 
  •  এম এন রায় কে ছিলেন?
  • কখন ভারত ছাড় আন্দোলম শুরু হয়?
  • ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
  • নাথান কমিশন দঠন করা হয় কখন?
  • কখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
  • কত সালে কলকাতা দাঙ্গ শুরু হয়? 
2024 বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

খ বিভাগ 

  • 1905 সালে বঙ্গভঙ্গের কারমসমূহ সংক্ষেপে লিখ?
  • 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্টার পটভূমি আলোচনা কর?
  • মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
  • স্বদেশী আন্দোলন বলতে কি বুঝ?
  • লক্ষৌ চুক্তি কী?
  • খিলাফত আন্দোলনের প্রত্যক্ষ কারণ সংক্ষেপে লেখ?
  • স্বরাজ দল প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর
  • শিক্ষাক্ষেএে ফজলুল হকের অবদান মূল্যায়ন কর? 
  • 1937 সালের নির্বাচনের ফলাফল আলোচনা কর?
  • 1940 সালের লাহোর প্রস্তাব ব্যাখ্যা কর?
  • নাজিমুদ্দিন মন্ত্রিসভার পতনের কারণগুলো আলোচনা কর?
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংক্ষিপ্ত পরিচয় দাও 
  • মন্ত্রিমিশন পরিকল্পনা কী?
  • 1947 সালে অখন্ড বাংলা গঠনের প্রয়াস ব্যর্থ হয় কেন
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণগুলো আলোচনা কর?
  • মুসলিম মধ্যবিও শ্রেণি বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বর্ণনা কর
  • বাংলায় হিন্দু মুসলিম দ্বন্ধের কারণসমূহ ব্যাখ্যা কর
  • 1943 সালে দুর্ভিক্ষের কারণগুলো ব্যাখ্যা কর? 

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ সাজেশন

 গ বিভাগ 

  • বঙ্গবঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আর্থ সামাজিক উন্নয়ন বিশ্লেষণ কর?
  • বঙ্গভঙ্গ রদের কারণসমূহ আলোচনা কর৷এতে হিন্দু মুসলিম সম্প্রাদায়ের প্রতিক্রিয়া কী ছিল?
  • খিলাফত ও অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ আলোচনা কর?
  • সি আর দাশের ভূমিকা বিশেষ উল্লেখ পূর্বক 1923 সালের বেঙ্গল প্যান্টের পটভূমি ও এর শর্তাবলি আলোচনা কর
  • 1937 সালের নির্বাচনের পটভূমি ও ফলাফল পর্যালোচনা কর?
  • 1946 সালের বাংলার প্রাদেশীক আইনসভা নির্বাচনের ফলাফল আলোচনা কর?
  • সোহরাওয়ার্দী মন্ত্রিসভার গঠন ও কার্যক্রম পর্যালোচনা কর? 
  • অখন্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠার প্রয়াসে গৃহীত পদক্ষেপ আলোচনা কর
  • 1947 সালে বাংলা বিভক্তির কারণ ও ফলাফল আলোচনা কর?
  • 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান ধারাসমূহ ব্যাখ্যা কর 
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর
  • বাংলায় মুসলিম মধ্যবওি শ্রেণির উস্হান আলোচনা কর
  • ব্রিটিশ ভারতে সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণ আলোচনা কর?
  • 1940-47 সময় কালে হিন্দু মুসলিম সম্পর্ক আলোচনা কর?
  • 1943 সালের দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা কর 

Honors 4th year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ স্পেশাল সাজেশন 2024,Honors History of Bengal 1905-1947 Suggestion 2024

PDF Download বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ সাজেশন, বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment