Advertisement
Honors 4th Year Deviance and Crime Suggestion, Deviance and Crime Suggestion PDF, short suggestion Honors 4th year Deviance and Crime , Deviance and Crime suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Deviance and Crime ,
Honors 4th Year Deviance and Crime Suggestion 2024
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বিচ্যুতি ও অপরাধ, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বিচ্যুতি ও অপরাধ সাজেশন,
Deviance and Crime Honors 4th Year Suggestion PDF 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বিচ্যুতি ও অপরাধ (Deviance and Crime) সুপার সাজেশন ২০২৪ Department of : Sociology & Other Department Subject Code: 242013 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের বিচ্যুতি ও অপরাধ সাজেশন,বিচ্যুতি ও অপরাধ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বিচ্যুতি ও অপরাধ, অনার্স ৪র্থ বর্ষের বিচ্যুতি ও অপরাধ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বিচ্যুতি ও অপরাধ সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
Deviance and Crime Suggestion PDF 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘Criminology’ শব্দটি কোন শব্দ দ্বারা গঠিত?
উত্তর : ‘Criminology’ শব্দটি ল্যাটিন শব্দ ‘Crimino’ এবং গ্রিক শব্দ ‘Logos’ শব্দের সমন্বয়ে গঠিত।
২. ‘সামাজিক প্রপঞ্চ হিসেবে অপরাধ এবং কিশোর অপরাধ সম্পর্কিত জ্ঞানভান্ডারই অপরাধ বিজ্ঞান।’ — উক্তিটি কার?
উত্তর : ‘সামাজিক প্রপঞ্চ হিসেবে অপরাধ এবং কিশোর অপরাধ সম্পর্কিত জ্ঞানভান্ডারই অপরাধ বিজ্ঞান।’ -উক্তিটি অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ডের।
Advertisement
৩. কে অপরাধ সমাজতত্ত্বের জনক?
অথবা, অপরাধবিজ্ঞানের জনক কে?
উত্তর : আমেরিকান অপরাধ বিজ্ঞানী সিজার লগ্নোসো অপরাধ সমাজতত্ত্বের জনক।
৪. ‘Professional Criminals’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Professional Criminals’ গ্রন্থটির রচয়িতা হলেন ডিক হবস।
৫. অপরাধবিজ্ঞানে দৃষ্টবাদী দর্শন (Positive School) এর প্রধান প্রবক্তা কে?
অথবা, অপরাধবিজ্ঞানের দৃষ্টবাদী দর্শন এর প্রধান পথিকৃৎ কে?
উত্তর : অপরাধবিজ্ঞানে দৃষ্টবাদী দর্শন (Positive School) এর প্রধান প্রবক্তা হলেন সিজার লম্বোসো।
৬. বিচ্যুত আচরণ কী?
উত্তর : বিচ্যুত আচরণ হলো সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি আচরণ।
৭. অপরাধের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?
উত্তর : অপরাধের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন গ্যাব্রিয়েল টার্ডে।
৮. সাদারল্যান্ডের মতে অপরাধ কয় ধরনের?
উত্তর : সাদারল্যান্ডের মতে অপরাধ তিন ধরনের।
৯. লেবেলিং মডেলের প্রবক্তা কে?
অথবা, অপরাধের লেবেলিং মতবাদের প্রবক্তা কে?
উত্তর : লেবেলিং মডেলের প্রবক্তা হলেন অপরাধবিজ্ঞানী হাওয়ার্ড বেকার।
১০. কর্পোরেট অপরাধ কী?
উত্তর : যৌথ মালিকানাবিষয়ক কাজকর্মে অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যক্তিবিশেষে বা সম্মিলিতভাবে সংঘটিত অপরাধ কর্পোরেট অপরাধ।
১১. ভদ্রবেশী অপরাধ কী?
উত্তর : সাধারণভাবে ভদ্রবেশী অপরাধ বলতে এমন এক ধরনের অপরাধকে বুঝানো হয় যার সাথে সমাজের শিক্ষিত ও উচ্চ মর্যাদার ব্যক্তি বা ব্যক্তিবর্গ জড়িত থাকে।
১২. বাংলাদেশের কিশোর অপরাধের সর্বোচ্চ বয়স কত?
উত্তর: বাংলাদেশের কিশোর অপরাধের সর্বোচ্চ বয়স ১৮ বছর।
১৩. রাজনৈতিক অপরাধ কী?
উত্তর : রাজনৈতিক প্রভাব বা ক্ষমতা ব্যবহার করে যে অপরাধ সংঘটিত হয় তাই রাজনৈতিক অপরাধ।
১৪. সাইবার অপরাধ কী?
অথবা, Cyber Crime কী?
উত্তর : কম্পিউটার ও কম্পিউটারসংক্রান্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে অপরাধ সংঘটিত হয় তাই সাইবার অপরাধ।
১৫. সাইবার অপরাধের একটি উদাহরণ দাও।
উত্তর : সাইবার অপরাধের একটি দৃষ্টান্ত হচ্ছে কোনো ব্যক্তির আইডি হ্যাক করে তথ্য হাতিয়ে নেওয়া।
১৬. বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?
উত্তর : বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার নারীরা।
১৭. অপহরণ কোন ধরনের অপরাধ?
উত্তর : অপহরণ এক প্রকার পেশাদার অপরাধ।
১৮. সামাজিক ব্যাধি কী?
উত্তর : অপরাধ যখন ব্যাধিতে পরিণত হয়ে পুরো সমাজকে আক্রান্ত করে তখন তাই সামাজিক ব্যাধি। যেমন- ঘুষ, দুর্নীতি ইত্যাদি।
১৯. Pillory কী?
উত্তর : পিলোরি হচ্ছে কাষ্ঠনির্মিত শাস্তিস্তম্ভ বিশেষ; এর মধ্যে দণ্ডিত ব্যক্তির মাথা ও হাত ঢুকিয়ে আটকে রাখার জন্য গর্ত থাকত।
২০. প্রবেশন বলতে তুমি কী বোঝ?
উত্তর : সংশোধনের উদ্দেশ্যে কোনো সাজাপ্রাপ্ত আসামিকে শর্তাধীনে মুক্তি প্রদান করাকে প্রবেশন বলে।
Advertisement 2
২১. ‘প্রবেশন’ শব্দের অর্থ কী?
অথবা, ‘Probation’ শব্দটির অর্থ কী?
উত্তর : প্রবেশন শব্দটির অর্থ হলো শর্তাধীনে মুক্তি প্রদান করা।
২২. বাংলাদেশে রিমাণ্ড হোম কোথায় অবস্থিত?
উত্তর : বাংলাদেশে রিমান্ড হোম গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত।
২৩. ACSR এর পূর্ণরূপ কী?
উত্তর : ACSR এর পূর্ণরূপ হলো The Association for Correction of Social Reclamation.
২৪. ‘Prevention is better than cure.’ – এর অর্থ কী?
উত্তর : কথাটির অর্থ হলো ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা অনেক ভালো।’
২৫. POLICE এর পূর্ণরূপ লেখ।
উত্তর : POLICE এর পূর্ণরূপ হলো Polite, Obedient, Loyal, Intellegent, Courageous and Efficient.
২৬. RAB এর পূর্ণরূপ লিখ।
উত্তর : RAB এর পূর্ণরূপ Rapid Action Battalion.
২৭. ‘CID’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর : ‘CID’ এর পূর্ণরূপ Criminal Investigation Department.
২৮. গণআচরণ (Mass behavior) কী?
উত্তর : জনগোষ্ঠীর সাদৃশ্যপূর্ণ অপেক্ষাকৃত পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী আচরণ হলো গণআচরণ।
২৯. অপরাধ দমনের দুটি প্রতিষ্ঠানের নাম লেখ।
উত্তর : অপরাধ দমনের দুটি প্রতিষ্ঠানের নাম হলো পুলিশ ও আদালত।
৩০. বাংলাদেশের পুলিশ বাহিনীর গোয়েন্দা ইউনিটের নাম কী?
উত্তর : বাংলাদেশের পুলিশ বাহিনীর গোয়েন্দা ইউনিটের নাম ডিবি।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বিচ্যুতি ও অপরাধ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
Advertisement 2
ক. বিচ্যুতির সংজ্ঞা দাও
অথবা, বিচ্যুতিমূলক আচরণ কাকে বলে?
২. সংক্ষেপে বিচ্যুত আচরণের বৈশিষ্ট্যসমূহ লেখ।
অথবা, অপরাধবিজ্ঞান বলতেকী বোঝ?
৩. অপরাধ কী?
৪. অপরাধ বিজ্ঞানের বিষয়বস্তু উল্লেখ কর।
৫. দৃষ্টবাদী মতবাদ বলতে কী বুঝ?
৬. Anomic কী?
অথবা, নৈরাজ্য কী?
৭. কিশোর অপরাধের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখ।
অথবা, কিশোর অপরাধের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৮. ভদ্রবেশী অপরাধ কী?
অথবা, ভদ্রবেশী অপরাধ কাকে বলে?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৯. সংক্ষেপে ভদ্রবেশী অপরাধের বৈশিষ্ট্য উল্লেখ কর।
১০. সংক্ষেপে সাইবার অপরাধ প্রতিরোধের উপায়গুলো লেখ।
১১. মাদকাসক্তির সংজ্ঞা দাও।
অথবা, মাদকাসক্তি কী?
১২. অপরাধ আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
অথবা, অপরাধ আইনের প্রকৃতি ব্যাখ্যা কর।
১৩. সংক্ষেপে শাস্তির প্রকৃতি আলোচনা কর।
১৪. প্যারোল ও প্রবেশনের মধ্যে পার্থক্য কী?
১৫. কিশোর আদালত কী?
১৬. ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা শ্রেয়।’ -ব্যাখ্যা কর।
১৭. সংক্ষেপে অপরাধ দমনের সফল কৌশলসমূহ লেখ।
১৮. অপরাধ প্রতিরোধে জনগণের ভূমিকা উল্লেখ কর।
১৯. অপরাধ দমনে রাষ্ট্রের ভূমিকা আলোচনা কর।
২০. অপরাধ প্রতিরোধে আইনের ভূমিকা উল্লেখ কর।
Advertisement 4
PDF Download বিচ্যুতি ও অপরাধ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বিচ্যুতি ও অপরাধ সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর।
২. অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য উদহারণসহ আলোচনা কর।
৩. বাংলাদেশে অপরাধ প্রবণতার সাম্প্রতিক ধারা আলোচনা কর।
৪. অপরাধ বিজ্ঞানে অনুসৃত গবেষণা পদ্ধতিসমূহ পর্যালোচনা কর।
অথবা, অপরাধ বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৫. অপরাধের দৃষ্টবাদী মতবাদ বলতে কী বুঝায়? সিজার লম্ব্রোসোর অপরাধের ধ্রুপদি তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, লম্ব্রোসোর অপরাধের ধ্রুপদী তত্ত্বটি পর্যালোচনা কর।
৬. অপরাধ কী? অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
৭. বাংলাদেশে ভদ্রবেশী অপরাধের প্রকৃতি ও কারণ আলোচনা কর।
অথবা, বাংলাদেশে ভদ্রবেশী অপরাধের প্রকৃতি আলোচনা কর।
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বিচ্যুতি ও অপরাধ ২০২৪
৮. অপরাধজনিত পেশা হিসেবে মাদকাসক্তির প্রভাব আলোচনা কর।
৯. অপরাধকে পেশা হিসেবে গ্রহণের কারণ ও নিরসনের উপায়সমূহ আলোচনা কর।
১০. অপরাধ বিচারব্যবস্থায় আদালতের ভূমিকা আলোচনা কর।
অথবা, অপরাধ দমনে আদালতের ভূমিকা ব্যাখ্যা কর।
১১. গুরুদণ্ড কী? আধুনিক বিশ্বে মৃত্যুদণ্ড প্রত্যয়টি কেন বিশাল বিতর্কের সৃষ্টি করেছে?
১২. প্যারোল কী? প্যারোল ও প্রবেশনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যসমূহ বর্ণনা কর।
১৩. অপরাধ দূরীকরণে গৃহীত পদক্ষেপগুলোর বিবরণ দাও।
অথবা, তৃতীয় বিশ্বের দেশসমূহের সমাজে অপরাধ প্রতিরোধের সফল কৌশলসমূহ পর্যালোচনা কর।
১৪. ‘পুলিশ জনগণের বন্ধু।’ বাংলাদেশের প্রেক্ষিতে উক্তিটি বিশ্লেষণ কর।
১৫. অপরাধ প্রতিরোধে বিদ্যালয় এবং পরিবার কীভাবে ভূমিকা রাখতে পারে? ব্যাক্যা কর।
১৬. প্রবেশনের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের বিচ্যুতি ও অপরাধ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ বিচ্যুতি ও অপরাধ সাজেশন
১৭. বাংলাদেশে অপরাধ আইনের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৮. বাংলাদেশে কিশোর অপরাধের কারণ ও প্রতিকার আলোচনা কর।
১৯. সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি পর্যালোচনা কর।
২০. বিচ্যুতি ও অপরাধ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
Honors 4th year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের বিচ্যুতি ও অপরাধ স্পেশাল সাজেশন 2024,Honors Deviance and Crime Suggestion 2024
PDF Download বিচ্যুতি ও অপরাধ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, বিচ্যুতি ও অপরাধ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বিচ্যুতি ও অপরাধ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ বিচ্যুতি ও অপরাধ সাজেশন, বিচ্যুতি ও অপরাধ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
Advertisement 5
Advertisement 3