Honors 4th Year Central Banking Suggestion

Honors 4th Year Central Banking Suggestion, Central Banking Suggestion PDF, short suggestion Honors 4th year Central Banking , Central Banking suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Central Banking ,

Honors 4th Year Central Banking Suggestion 2025

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের কেন্দ্রীয় ব্যাংকিং, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন কেন্দ্রীয় ব্যাংকিং সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের কেন্দ্রীয় ব্যাংকিং সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
কেন্দ্রীয় ব্যাংকিং (Central Banking) সুপার সাজেশন
Department of : Finance & Banking & Other Department
Subject Code: 242417
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের কেন্দ্রীয় ব্যাংকিং সাজেশন,কেন্দ্রীয় ব্যাংকিং অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের কেন্দ্রীয় ব্যাংকিং, অনার্স ৪র্থ বর্ষের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন কেন্দ্রীয় ব্যাংকিং সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

Central Banking Suggestion PDF 2025

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. কেন্দ্রীয় ব্যাংকিং এর সংজ্ঞা দাও।
উত্তর : যে আর্থিক প্রতিষ্ঠান কোন দেশের সমস্ত ব্যাংক, ব্যবসা বাণিজ্য ও মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রণ করে সেই প্রতিষ্ঠানকেই ব্যাংক বলে।

২. SWIFT -এর পূর্ণরূপ কি?
উত্তর : SWIFT -এর পূর্ণরূপ হচ্ছে- The Society for Worldwide Inter Financial Telecommunication.

৩. মানি লন্ডারিং কি?
উত্তর : Money Laundering এর শাব্দিক অর্থ টাকা ধুয়ে মুছে ইস্ত্রি করা। ব্যবহারিক অর্থে অবৈধপন্থায় উপার্জিত কালো টাকাকে নানা হাত বদলের মাধ্যমে এমন ভাবে উপস্থাপন করা সাথে করে ঐ টাকাকে সাদা বা বৈধ বলে গণ্য হয়।

৪. ফ্রিজিং অর্ডার বলতে কি বুঝায় ?
উত্তর : Freezing order হচ্ছে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির লিখিত আবেদনের ভিত্তিতে আদালত সন্দেহজনক সম্পত্তির অবরুদ্বকরণ আদেশ।

৫. ব্যাংক হার কি?
উত্তর : যে হারে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিনিময়, বিল বাট্টা করে এবং বাণিজ্যিক ব্যাংকে ঋণদান করে তাকে ব্যাংক হার বলে।

৬. মুদ্রানীতি কি?
উত্তর : অর্থনীতিতে প্রয়োজনমত অর্থের যোগান বাড়ানো কিংবা কমানোর লক্ষ্যে গৃহিত নীতিমালাকে আর্থিক নীতি বলে।

৭. স্বর্ণ বিনিময় মান কি?
উত্তর : যে ব্যবস্থায় মুদ্রা কর্তৃপক্ষ দেশের বিহিত মুদ্রার পরিবর্ততে বা বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ ক্রয়-বিক্রয় করতে বাধ্য থাকে না। তবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিদেশী দেনা-পাওনা পরিশোধের জন্য প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট হারে স্বর্ণমানের বিনিময়ে কোন বিদেশী মুদ্রা ক্রয় বিক্রয় করাকে স্বর্ণ বিনিময় মান বলে।

৮. NCUA -এর পূর্ণরূপ কি?
উত্তর : NCUA এর পূর্ণরূপ হলো- National Credit Union Administration.

৯. EUC -এর পূর্ণরূপ কি?
উত্তর : EUC এর পূর্ণরূপ হলো- European Currency Unit.

১০. নিকাশ ঘর এর সংজ্ঞা দাও।
উত্তর : যে ঘরে বা জায়গায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে পারস্পরিক দেনা-পাওনার নিষ্পত্তি করে থাকে তাকে নিকাশ ঘর বলে।

১১. অর্থনৈতিক প্রবৃদ্ধি কি?
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে জাতীয় আয়কে বুঝায়। এক্ষেত্রে অর্থনৈতিক অগ্রগতিকে সঞ্চয় ও প্রবৃদ্ধি দ্বারাও প্রকাশ করা যায়।

১২. BACH কি?
উত্তর : BACH হচ্ছে- Bangladesh Automated Clearing House এর মাধ্যমে খুব অল্প সময়ে যেকোনো ব্যাংকের চেক, বিনিময় বিল এবং অন্যান্য হস্তান্তরযোগ্য বিনিময় এর আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করা সম্ভব হয়।

১৩. ব্যাংক কি?
উত্তর : যে প্রতিষ্ঠান সাধারণ জনগণের নিকট থেকে অর্থ গ্রহণ করে এবং এ গচ্ছিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে তাকে ব্যাংক বলে।

১৪. ATM এর পূর্ণরূপ কি?
উত্তর : ATM এর পূর্ণরূপ হচ্ছে- Automated Teller Machine.

১৫. ঋণ নিয়ন্ত্রণ কি?
উত্তর : বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতার উপর বাজারে অর্থ সরবরাহ নির্ভর করে। দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে ঋণ নিয়ন্ত্রণের উপর। সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক কঠোর হস্তে এই ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।

১৬. খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি?
উত্তর : খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো এমন এক অবস্থা যখন সামগ্রিক চাহিদা অপরিবর্তিত থাকা অবস্থায় বিভিন্ন কারণে দ্রব্যের যোগানের হ্রাস সেহেতু মূল্যের উর্ধবর্গতি পরিলক্ষিত হয়।

১৭. CVA এর পূর্ণরূপ কি?
উত্তর : CVA এর পূর্ণরূপ হচ্ছে- Credit Value Adjustment.

১৮. তালিকাভুক্তি বলতে কি বুঝায় ?
উত্তর : যে ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালীত হয় তাকে তালিকাভূক্ত ব্যাংক বলে।

১৯. “EFT” কি?
উত্তর : EFT হলো- ইলেকট্রনিক তহবিল স্থানান্তর।

২০. Freezing order কি?
উত্তর : Freezing order হচ্ছে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির লিখিত আবেদনের ভিত্তিতে আদালত সন্দেহজনক সম্পত্তির অবরুদ্বকরণ আদেশ।

২১. সরকারি ঋণ কি?
উত্তর : দেশের অভ্যন্তরে ঋণপত্র বিক্রয় করে যেকোন সংস্থা হতে এবং বিদেশের কোনো সরকার বা সংস্থা এবং আন্তর্জাতিক কোনো সংস্থা হতে কোনো দেশের সরকার ঋণগ্রহণ করাকে সরকারি ঋণ বলে।

২২. Routing number কি?
উত্তর : Routing number হচ্ছে MICR সম্বলিত চেকে ব্যবহৃত নয় (৯) ডিজিটের একটি সংখ্যাত্বক কোড যার মাধ্যমে চেকের উৎপত্তির ব্যাংক শাখার নামকে সহজে পরিচিত কমানো যায়।

২৩. ক্রেডিট ঝুঁকি কি?
উত্তর : গ্রাহকের আর্থিক কর্মকা- পরিচালনে অসমর্থ হওয়ার সম্ভাবনাকে ক্রেডিট ঝুঁকি বলে।

২৪. মুদ্রাস্ফীতির হার কি?
উত্তর : ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের মূল্য বৃদ্ধির হারকেই বলা হয় মুদ্রাস্ফীতির হার।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Central Banking Honors 4th Year Suggestion PDF 2025

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা?
২. বিহিত মুদ্রা ও ঐচ্ছিক মুদ্রার মধ্যে পার্থক্য লিখ।
৩. গ্রেশামের বিধিটি ব্যাখ্যা কর।
৪. বৈদেশিক মুদ্রা বাজার বলতে কি বুঝ?
৫. আর্থিক বা মুদ্রানীতির প্রকারভেদ আলোচনা কর।
৬. মুদ্রাস্ফীতি ও মুদ্রানীতির প্রকারভেদ আলোচনা কর।

৭. সলভেন্সি-II সম্পর্কে কি জান?
৮. ক্যামেলস রেটিং সম্পর্কে আলোচনা কর।
৯. দ্রব্য বিনিময় প্রথা করতে কি বুঝায়?
১০. ব্যাংক অর্থ সৃষ্টি করে-ব্যাখ্যা কর।
১১. কেন্দ্রীয় ব্যাংকের মূল চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
১২. ব্যাসেল-২-এর তিনটি স্তম্ভ বর্ণনা কর।

Honors 4th Year Central Banking Suggestion 2025

১৩. CAMELS Rating সম্পর্কে আলোচনা কর।
১৪. কেন্দ্রীয় ব্যাংককে কেন সরকারের ব্যাংক বলা হয়?
১৫. সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য লিখ।
১৬. স্বর্ণমান সম্পর্কে আলোচনা কর।

2025 কেন্দ্রীয় ব্যাংকিং অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. স্বর্ণমান বলতে কি বুঝ? স্বর্ণমানের গুরুত্ব আলোচনা কর।
২. বৈদেশিক বিনিময় হার কি? বৈদেশিক বিনিময় এবং রিজার্ভ ব্যবস্থাপনা সম্পর্কে লিখ।
৩. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে লিখ।
৪. বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের আর্থিক নীতির সীমাবদ্ধতা আলোচনা কর।
৫. ব্যাসেল-II বলতে কি বুঝায়? ব্যাসেল-II -এর উদ্দেশ্য কি?

৬. বাংলাদেশ ব্যাংকের প্রেক্ষাপটে ব্যাসেল-II সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
৭. মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর সারসংক্ষেপ বর্ণনা কর।
৮. ইসলামী ব্যাংকের সংজ্ঞা দাও। ইসলামী ব্যাংক ও সনাতন ব্যাংকের পার্থক্য লিখ।
৯. অর্থের পরিমাণ তত্ত্বটি কি? অর্থের পরিমাণ তত্ত্বটির সমালোচনা লিখ।
১০. নিকাশঘরের নিকাশ প্রক্রিয়া উদাহরণসহ আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১১. কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা কর।
১২. মুদ্রানীতি বলতে কি বুঝ? মুদ্রানীতির হাতিয়ার বা উপকরণসমূহ আলোচনা কর।
১৩. স্ট্যাগফ্লেশন কাকে বলে? স্ট্যাগপেশন এর কারণসমূহ আলোচনা কর।

১৪. আর্থিক ঝুঁকির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংক মূলধন সম্পর্কে আলোচনা কর।
১৫. বাংলাদেশ ব্যাংকের প্রেক্ষাপটে ব্যাসেল-৩ এর ভূমিকা বর্ণনা কর।
১৬. বাংলাদেশে ব্যাংক কোম্পানি গঠনের গাইড লাইনসমূহ আলোচনা কর।

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের কেন্দ্রীয় ব্যাংকিং পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ কেন্দ্রীয় ব্যাংকিং সাজেশন

Honors 4th year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের কেন্দ্রীয় ব্যাংকিং স্পেশাল সাজেশন 2025,Honors Central Banking Suggestion 2025

PDF Download কেন্দ্রীয় ব্যাংকিং অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, কেন্দ্রীয় ব্যাংকিং অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, কেন্দ্রীয় ব্যাংকিং সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ কেন্দ্রীয় ব্যাংকিং সাজেশন, কেন্দ্রীয় ব্যাংকিং অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment