home science 5th week assignment dakhil class 10 answer 2021, দাখিল গার্হস্থ্য বিজ্ঞান ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

কোডিড-১৯ পরিস্থিতিতে তােমার কাঙ্খিত লক্ষ্য অর্জনে গৃহব্যবস্থাপনার ধারণ কাঠামাের ভূমিকা নিরূপণ কর।

নিদেশনা: গৃহব্যবস্থাপনার ধারণা কাঠামাে কীভাবে লক্ষ্য অর্জনে সহায়তা করে তা নিরুপণ করতে:
১. গৃহব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা;
২. গৃহব্যবস্থাপনার ধারণা কাঠামাে ছকে প্রদর্শন;
৩. কাঙ্খিত লক্ষ্য অর্জনে গৃহব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলাের ভূমিকা ব্যাখ্যা

সমাধান

কোডিড-১৯ পরিস্থিতিতে তােমার কাঙ্খিত লক্ষ্য অর্জনে গৃহব্যবস্থাপনার ধারণ কাঠামাের ভূমিকা নিরূপণ কর

গৃহ ব্যবস্থাপনার ধারণাঃ পরিবারের প্রধান অর্থাৎ বাবা অথবা মা গৃহে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে থাকেন। তিনি পরিবারের সদস্যদের চাহিদা ও সক্ষমতা অনুসারে লক্ষ্য নির্ধারণ করেন। এ লক্ষ্য অর্জনের জন্য প্রয়ােজন সম্পদের সঠিক ব্যবহার। আর সম্পদের সঠিক ব্যবহারের জন্য ব্যবস্থাপনার পদ্ধতি বা ধাপসমূহ অনুসরণ করতে হয়। গৃহ ব্যবস্থাপনায় উল্লেখযােগ্য ধাপ হলাে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ণ।

 গৃহ ব্যবস্থাপনায় সাধারণত বস্তুবাচক সম্পদ যেমন- অর্থ, জমি, বাড়ি ও মানবীয় সম্পদ যেমন- মেধা, জ্ঞান, বুদ্ধি ইত্যাদির। সফল সমন্বয় ঘটানাে হয়। একটি গৃহে উপার্জনক্ষম সদস্যরা তাদের উপার্জিত অর্থ দিয়ে এবং উপার্জনক্ষম নয় এমন সদস্যরা তাদের শ্রম, শক্তি, জ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে সম্মিলিতভাবে কাংখিত পারিবারিক লক্ষ্য অর্জন করেন। এভাবেই একটি গৃহে ব্যবস্থাপনা পদ্ধতির যথাযথ প্রয়ােগ ঘটে।

গ্রস ও ক্র্যান্ডেল এর মতে,

“গৃহ ব্যবস্থাপনা একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে পরিবারগুলাে পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে পরিবারের মানবীয় ও বস্তুবাচক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উদ্দেশ্য অর্জন করে।”

নিকেল ও ডরসি গৃহ ব্যবস্থাপনার ধারণা দিতে গিয়ে একে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে মনে করেন। তাদের মতে,

“ পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রন ও মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা।”

কোডিড-১৯ পরিস্থিতিতে তােমার কাঙ্খিত লক্ষ্য অর্জনে গৃহব্যবস্থাপনার ধারণ কাঠামাের  ভূমিকা নিরূপণ করকোডিড-১৯ পরিস্থিতিতে তােমার কাঙ্খিত লক্ষ্য অর্জনে গৃহব্যবস্থাপনার ধারণ কাঠামাের  ভূমিকা নিরূপণ কর

গৃহ ব্যবস্থাপনার পর্যায় বা পদ্ধতিগুলাের ভূমিকাঃ গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলাে ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি মাত্র। এ পদ্ধতিগুলাে ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় বলে এগুলােকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায় বলা হয়। পদ্ধতিগুলাে হলাে- পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ণ।। কোভিড-১৯ পরিস্থিতিতে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহব্যবস্থাপনার ধারনা কাঠামাের ভূমিকা নিয়ে নিরূপণ করা হলাে

পরিকল্পনাঃ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যে সব কর্মপন্থা অবল্বন করা হয় তার পূর্বে কাজটি কীভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা ভাবনা করার নামই পরিকল্পনা। পরিবারের সকল সদস্যের মতামতের ভিত্তিতে গৃহীত ও পরিবর্তিত পরিস্থিতিতে নমনীয়

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পরিকল্পনা কার্যকরি ভূমিকা রাখে। লক্ষ্য অর্জনের জন্য পারিবারিক কাজগুলাে নির্ধারিত হয় যেমন- কোনটি করা হবে এবং কীভাবে করতে হবে। পরিকল্পনা কাজকে সুশৃঙ্খল, সহজ ও ঝুঁকিহীন করে। অর্থ, সম্পত্তি, জ্ঞান, দক্ষতা ইত্যাদি সবধরনের সম্পদের সঠিক ব্যবহার করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন নিশ্চিত করে।

সংগঠনঃ পরিকল্পনা প্রণয়নের পর কাজগুলাের সমন্বই করাই হচ্ছে সংগঠন। পরিকল্পনা কাজগুলােতে গৃহ ব্যবস্থাকে নিজে এবং অন্যান্য সদস্যদের অংশগ্রহণ করার উপায় বের করেন। পারিবারিক সম্পদের প্রকৃতি ও পরিমাণ বিবেচনা করে সে অনুযায়ী সম্পদের ব্যবহার নিশ্চিত করা হয়। কর্মীদের কাজের যােগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজ বন্টনের বিষয়টি সংগঠনের অন্তর্ভুক্ত। সহজ ভাষায় বলা যায়, যে কাজ করবে তার সাথে সম্পদের সমন্বয় ঘটানাে সংগঠনের কাজ।

নিয়ন্ত্রণঃ গৃহ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ করা । নিয়ন্ত্রণ বলতে বােঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়ােজিত কি না তা। পর্যবেক্ষণ করা।

এতে পরিকল্পিত কাজগুলাের গতি বজায় থাকে। পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত কাজগুলাে মানসম্মতভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিবিড়ভাবে দেখা হয়। নিয়ন্ত্রণ এমন একটি ধাপ, যেখানে পর্যবেক্ষণকালে প্রয়ােজনে সিদ্ধান্ত পরিবর্তনও করা হয়। এক্ষেত্রে হঠাৎ কোনাে সমস্যা হলে তার সমাধানের জন্য কাজের পরিকল্পনা ও দায়িত্ব পরিবর্তিত হয়। সচেতনতা ও সাবধানতার সাথে নিয়ন্ত্রিত কাজ গৃহব্যবস্থাপনার পদ্ধতি বা ধাপসমূহকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যায়।

মূল্যায়ণঃ গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় হলাে মূল্যায়ণ। কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হচ্ছে মূল্যায়ণ। পরিকল্পনা ও নিয়ন্ত্রনের উপর কাজের ফলাফল নির্ভর করে। এ ফলাফল ইতিবাচক বা নেতিবাচক যাই হােক না কেন তা মূল্যায়ণের মাধ্যমে ধরা পড়ে।

কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে ফলাফল যাচাই করতে হয়। উদ্দেশ্য সাধিত না হলে ফলাফল ভালাে হলাে না বুঝতে হবে। এ ক্ষেত্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রনের ব্যাপারে আরও সচেতন হতে হবে।

 মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জিত হলাে কি না, আর যদি হয়ে থাকে, কতটা হলাে তা পরিমাপ করা যায়। ব্যবস্থাপনার প্রতিটি ধাপকে খুব সূক্ষ্মভাবে মূল্যায়ন। করতে হয়। লক্ষ্য অর্জনে আংশিক সফলতা আসলে তাতে সন্তষ্টি না এনে বরং তাকে ভবিষ্যতে আরাে উন্নত করার চেষ্টা করতে হবে।।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমাদের YouTube এবং Like Page

  • ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment