H.S.C – Preparation বিষয়: হিসাব বিজ্ঞান ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন

ব হু নি র্বা চ নী প্র শ্ন
একাদশ-দ্বাদশ শ্রেণি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

তৃতীয় অধ্যায়
নগদ প্রবাহ বিবরণী

১। নিট নগদ প্রবাহ বলতে কী বুঝায়?
ক) তিনটি কার্যক্রম দ্বারা মোট নগদ
খ) পরিচালন কার্যক্রম দ্বারা নিট নগদ
গ) অর্থায়ন কার্যক্রম দ্বারা নিট নগদ
ঘ) বিনিয়োগ কার্যক্রম দ্বারা নিট নগদ

২। অর্থায়নসংক্রান্ত কার্যক্রমের নগদ প্রবাহের উদাহরণ কোনটি?
ক) খরিদ্দার থেকে প্রাপ্তি খ) নগদে লভ্যাংশ প্রদান
গ) যন্ত্রপাতি ক্রয়
ঘ) অবচয় খরচ

৩। বিনিয়োগসংক্রান্ত নগদ প্রবাহ কোনটি?
ক) শেয়ার ইস্যু
খ) অগ্রিম খরচের হ্রাস
গ) অন্য কম্পানির শেয়ার ক্রয়
ঘ) লভ্যাংশ পরিশোধ

৪। IAS-7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীতে নগদ কার্যক্রমকে কতভাগে দেখানো হয়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৫। নিচের কোন দফাটি নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক) লভ্যাংশ প্রদান খ) মনিহারি ক্রয়
গ) আসবাবপত্র ক্রয় ঘ) ঋণ গ্রহণ

৬। পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ অন্তঃপ্রবাহের পরিমাণ ৪৫,০০০ টাকা। স্থায়ী সম্পত্তি ক্রয় ও নগদ লভ্যাংশ পরিশোধ যথাক্রমে ২২,০০০ টাকা ও ১৯,৫০০ টাকা হলে, মুক্ত নগদ প্রবাহের পরিমাণ কত?
ক) ৬৪,৫০০ টাকা খ) ২৫,৫০০ টাকা
গ) ২৩,০০০ টাকা ঘ) ৩,৫০০ টাকা

৭। পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণীতে নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না?
ক) অবচয়
খ) চলতি দায় হ্রাস
গ) চলতি সম্পত্তি হ্রাস ঘ) শেয়ার ইস্যু

৮। নগদ প্রবাহ বিবরণীতে কয়টি কার্যাবলি থেকে অর্থের আগমন ও নির্গমন ঘটে?
ক) ৪টি খ) ৩টি গ) ২টি ঘ) ১টি

৯। নগদ প্রবাহ বিবরণীতে প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য দেখা যায় কোন কার্যক্রমে?
ক) বিনিয়োগ কার্যক্রমে খ) পরিচালন কার্যক্রমে
গ) অর্থায়ন কার্যক্রমে ঘ) কোনো পার্থক্য নেই

১০। নিচের কোনটি গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম?
ক) ইস্যুকৃত শেয়ার পুনঃ ক্রয়
খ) অবচয়
গ) সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি
ঘ) লভ্যাংশ বাবদ শেয়ার ইস্যু

১১। বিথী-সুমি লিমিটেডের ২০১৯ সালের জানুয়ারি ১ ও ডিসেম্বর ৩১ তারিখের সংরক্ষিত আয়ের ক্রেডিট উদ্বৃত্ত ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ১,৩৫,০০০ টাকা। ২০১৯ সালে নিট মুনাফার পরিমাণ ৩৫,০০০ টাকা হলে পরিশোধিত লভ্যাংশের পরিমাণ কত ছিল?
ক) ১৫,০০০ টাকা খ) ২০,০০০ টাকা
গ) ৩৫,০০০ টাকা ঘ) ৫০,০০০ টাকা

১২। নগদ প্রবাহ বিবরণীর তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক) শেয়ারকে ঋণপত্রে রূপান্তর
খ) ভূমির বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়
গ) বন্ডের মূল্য পরিশোধ
ঘ) লভ্যাংশ হিসাবে বোনাস শেয়ার ইস্যু

১৩। নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্য নগদ প্রদান কোন কার্যক্রমের সঙ্গে জড়িত?
ক) পরিচালন
খ) অর্থায়ন
গ) বিনিয়োগ
ঘ) গুরুত্বপূর্ণ অনগদি

১৪। অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে—
ক) অবচয়
খ) জমিক্রয়
গ) শেয়ার ইস্যু
ঘ) প্রাপ্য হিসাব বৃদ্ধি

১৫। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে—
ক) স্থায়ী সম্পদের হ্রাস যোগ করা হয়
খ) চলতি সম্পদের হ্রাস যোগ করা হয়
গ) চলতি সম্পদের বৃদ্ধি যোগ করা হয়
ঘ) স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ যোগ করা হয়

১৬। আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?
ক) IAS-6 খ) IAS-7
গ) IAS-8
ঘ) IAS-9

১৭। বন্যা লিমিটেডের পরিচালন খরচ ছিল ১,০০,০০০ টাকা। চলতি বছরের অগ্রিম খরচাবলি হ্রাস হয়েছিল ৭,৬০০ টাকা এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল ৩,৪০০ টাকা। পরিচালনসংক্রান্ত খরচাবলির নগদ প্রদানের পরিমাণ কত?
ক) ৭১,০০০ টাকা খ) ৮১,০০০ টাকা
গ) ৮৯,০০০ টাকা ঘ) ৯২,০০০ টাকা

১৮। ব্যবসায়ে অনগদ লেনদেন কোনটি?
ক) বেতন
খ) অবচয়
গ) ভাড়া
ঘ) কমিশন

১৯। পরোক্ষ পদ্ধতি মোতাবেক কোনটি পরিচালন কার্যক্রমের দফা নয়?
ক) চলতি বছরের নিট লাভ খ) চলতি সম্পদের হ্রাস-বৃদ্ধি
গ) চলতি দায়ের হ্রাস-বৃদ্ধি ঘ) দীর্ঘমেয়াদি বন্ডের হ্রাস-বৃদ্ধি

২০। নিপা অ্যান্ড কম্পানির নিট লাভের পরিমাণ ২,০০,০০০ টাকা। বছরান্তে মজুদ পণ্যের পরিমাণ ২০,০০০ টাকা বৃদ্ধি পেল এবং প্রদেয় হিসাবের পরিমাণ ১০,০০০ টাকা হ্রাস পেলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?
ক) ১,৭০,০০০ টাকা খ) ১,৯০,০০০ টাকা
গ) ২,১০,০০০ টাকা ঘ) ২,৩০,০০০ টাকা

২১। শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণীর কোন শ্রেণির কার্যাবলি?
ক) পরিচালন কার্যক্রম খ) বিনিয়োগ কার্যক্রম
গ) অপরিচালন কার্যক্রম ঘ) অর্থায়ন কার্যক্রম

২২। আন্তর্জাতিক হিসাব মান-৭ অনুযায়ী কোন বিবরণী প্রস্তুত করা হয়?
ক) আয় বিবরণী
খ) সংরক্ষিত আয় বিবরণী
গ) নগদ প্রবাহ বিবরণী ঘ) উদ্বৃত্ত পত্র

২৩। শাহিনুর লিমিটেডের নিট লাভ ১২,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ২,০০০ টাকা, বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ৫০০ টাকা, স্থায়ী সম্পত্তির অবচয় ১,৫০০ টাকা। শাহিনুর লিমিটেডের পরিচালন কর্মকাণ্ড থেকে নগদ প্রবাহের পরিমাণ কত?
ক) ১১,০০০ টাকা খ) ১২,০০০ টাকা
গ) ১৩,৫০০ টাকা ঘ) ১৫,৫০০ টাকা

২৪। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার পদ্ধতি কয়টি?
ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি

২৫। অনগদ কার্যক্রম কোনটি?
ক) ঋণপত্র ইস্যু
খ) শেয়ার ইস্যু
গ) লভ্যাংশ প্রদান ঘ) শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়


বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. ঘ।

H.S.C

Leave a Comment