degree 3rd year history 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন ইতিহাস ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ ইতিহাস ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ ইতিহাস ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান 2021

degree 3rd year history 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন ইতিহাস ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ ইতিহাস ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন

ডিগ্রি ও উন্মুক্ত পরীক্ষা প্রস্তুতি শিক্ষা সাজেশন
শেয়ার করুন:

বিষয়: ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন ইতিহাস ৬ষ্ঠ পত্র সাজেশন

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষাঃ২০১৯

#অনুষ্ঠিত পরীক্ষাঃ২০২১

#ইতিহাস ৬ষ্ঠ পত্র

#বিষয়_কোড ১৩১৫০৩

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

#বিষয়ঃ_ইতিহাস_ষষ্ঠ_পত্র

১। জাজিরাতুল আরব এর অর্থ কি?

উঃ আরব উপদ্বীপ।

আরব কোন শব্দ থেকে এসেছে? রাবুন।

২। গোত্রকে আরবীতে কি বলা হয়?

উঃ কাবিল বলা হতো।

৩। বেদুঈন কারা?

উঃ মরুময় আরবের অধিবাসিদের মধ্যে যারা মরুভূমিতে বসবাস করত এবং ভ্রাম্যমাণ জীবন যাপন করতো তাদের বেদুঈন বা যাযাবর বলা হতো।

৪। প্রাক ইসলামী আরবের দুজন প্রসিদ্ধ কবির নাম লেখ।

উঃ ১. ইবনে দারদাইদ ২. ইমরুল কায়েস।

৫। কাকে মরুভূমির জাহাজ বলা হয়?

উঃ উঠকে মরুভূমির জাহাজ বলা হয়?

৬। কাকে আরবের সেক্সপিয়ার বলা হয়?

উঃ কবি ইমরুল কায়েসকে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৭। কুসিদ প্রথা কি?

উঃ প্রাক ইসলামী যুগে ইহুদীদের মাঝে সুদের যে ঘৃণ্য প্রথার প্রচলন ছিল তাই কুসিদ প্রথা।

৮। সাব আ মুয়াল্লাকাত কি?

উঃ মক্কার কাবাগৃহে ঝুলন্ত সাতটি কবিতা কে সাব আ মুয়াল্লাকাত বলে।

 ৯। আল মালা শব্দের অর্থ কি?

উঃ অর্থ মন্ত্রণা পরিষদ।

১০। হিলফুল ফুজুল অর্থ কি? হিলফুল ফুজুল কে প্রতিষ্ঠা কর?

উঃ শান্তিসংঘ এবং প্রতিষ্ঠা করেন হযরত মুহাম্মদ (সাঃ)

১১। বিবি খাদিজা কে ছিলেন? মুহাম্মদ (সঃ) এর প্রথম স্ত্রীর নাম কি?

উঃ হযরত মুহাম্মদ (সাঃ).এর প্রথম স্ত্রীর নাম বিবি খাদিজা।

১২। সর্ব প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে?

উঃ হযরত খাদিজা (রাঃ)।

১৩। আল আকাবায় কতটি শপথ অনুষ্ঠিত হয়েছিল?

উঃ ৩ টি।

১৪। বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উঃ ৬২৪ খ্রিস্টাব্দে ১৭ ই মার্চ।

১৫। বিদায় হজ্ব কত সালে হয়েছিল?

উঃ ৬৩২ সালে।

১৬। মুসায়লামা কে ছিলেন?

উঃ একজন শক্তিশালী ভণ্ডনবী ছিলেন।

১৭। বায়তুল মাল কি? বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?

উঃ হযরত ওমর (রাঃ)।

১৮। দিওয়ান কি? খারাজ কি?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উঃ দিওয়ান অর্থ হলো সচিবালয়। খারাজ : অমুসলমান প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমি করকে খারাজ বলে।

১৯। জুন্নুরাইন কি? কাকে জুন্নুরাইন বলা হয়?

উঃ হযরত ওসমান (রাঃ).কে “জুন্নুরাইন ” বলা হয়।

২০। “আসাদুল্লাহ “কার উপাধি ছিল?

উঃ হযরত আলী (রাঃ)।

২১। উষ্ট্রের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ উষ্ট্রের যুদ্ধ বা জামালের যুদ্ধ ৬৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

২২। সুফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ ৬৫৭ সালে।

২৩। উমাইয়া বংশ কতজন খলিফা ছিলেন?

উঃ ১৪ জন।

২৪। কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?

উঃ উমাইয়া খলিফা মুয়াবিয়া।

২৫। আরব আলেকজান্ডার কার উপাধি ছিল?

উঃ ওকবা ইবনে নাফীর।

২৬। কত খ্রিস্টাব্দে কারবালার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল?

উঃ ৬৮০ খ্রিস্টাব্দে ১০ মহররম।

২৭। কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?

উঃ খলিফা আব্দুল মালিক।

২৮। কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?

উঃ উমর বিন আব্দুল আজীজকে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২৯। উমাইয়া বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন?

উঃ খলিফা দ্বিতীয় মারওয়ান।

৩০। বায়তুল হিকমা কি? বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?

উঃ বায়তুল হিকমা আব্বাসীয় খলিফা আল মামুন কর্তৃক নির্মিত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত করেন খলিফা আল মামুন।

৩১। নহরে জুবাইদা কি?

উঃ আব্বাসীয় শাসনামলে একটি বিখ্যাত খাল।

৩২। “আরব্য রজনী” কি? কে সংকলন করেন?

উঃ খলিফা হারুন অর রশীদ।

৩৩। সিয়াসতনামা বইয়ের রচয়িতা কে?

উঃ নিজামুল মুলক।

৩৪। “আতাবেগ কার উপাধি ছিল?

উঃ নিজামুল মুলল।

৩৫। পর্বতের বৃদ্ধ ব্যক্তি কে ছিলেন?

উঃ হাসান আস সাবাহ।

* আল আমিন কে? অর্থ কি? কার উপাধি ছিল?

উঃ আল আমিন অর্থ বিশ্বাসী। হযরত মুহাম্মদ (সাঃ) কে আল আমিন বলা ঢাকা হত।

খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। উকাজ মেলা কি? হানিফ সম্প্রদায় কারা? ১০০%

২। আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ? ৯৯%

৩। হিলফুল ফুজুল কি? এর কর্মসূচী লিখ। ১০০%

৪। হিযরত কি? মহানবী (সাঃ) এর হিযরতের কারণ লিখ। ৯৯%

৫। হুদায়বিয়ার সন্ধির শর্তাবলি উল্লেখ কর। ১০০%

৬। পরিচয় দাও : বিবি খাদিজা, হাজ্জাজ বিন ইউসুফ, ১০০%

৭। রিদ্দা যুদ্ধ ও সিফফনির যুদ্ধের উপর টীকা লিখ। ১০০%

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৮। কারবালার যুদ্ধের গুরুত্ব ও তাত্পর্য লিখ। ৯৯%

৯। ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কেন?৯৯%

১০। বাগদাদ নগরী কি? কে প্রতিষ্ঠা করেন? ১০০%

১১। বার্মেকী সম্পর্কে একটি টীকা লিখ। ১০০%

১২। হানিফ সম্প্রদায় ও মাওয়ালী কারা? ৯৯%

১৩। বায়তুল হিকমা সম্পর্কে টীকা লিখ। ৯৯%

১৪। গুপ্তঘাতক সম্পর্কে একটি টীকা লিখ। ৯৮%

১৫। হযরত উসমান (রাঃ) এর বিরুদ্ধে দুটি আনীত অভিযোগ লিখ। ৯৯%

১৬। কিভাবে হযরত আবু বকর (রাঃ) খলিফা নির্বাচিত হন? ৯৮%

গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। প্রাক – ইসলামী যুগে আরবদের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা কর। ১০০%

২। বদর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%

৩। হযরত আবু বকর (রাঃ) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? ১০০%

৪। খলিফা হযরত ওমর (রাঃ) এর শাসনব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা কর। ১০০%

৫। উমাইয়া শাসন সুদৃঢ়করণে আব্দুল মালিকের অবদান মূল্যায়ন কর।১০০%

৬। উমর বিন আব্দুল আজিজের শাসন ও প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা কর। ১০০%

৭। আব্বাসীয় কারা? আব্বাসীয় বংশের পতনের কারণগুলো বিশ্লেষণ কর। ১০০%

৮। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খলিফা আল মুনসুর এর কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%

৯। বুয়াইয়া কারা? বুয়াইয়াদের উতপত্তি ও কার্যাবলী আলোচনা কর।৯৯%

১০। সেলজুক কারা? সেলজুক তুর্কীদের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর। ৯৯%

১১। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়ার চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর। ৯৯%

১২। মজলিশ উস শূরা কি? মজলিশ উস শূরার। কার্যাবলী আলোচনা কর। ৯৯%

১৩। মদিনার সনদ কাকে? মদিনার সনদের ধারণাসমূহ বা শর্তাবলি ও গুরুত্ব আলোচনা কর। ৯৮

১৪। খলিফা হারুন অর রশিদ ইতিহাসে এতো বিখ্যাত ছিলেন কেন? আলোচনা কর। ৯৮%

১৫। হযরত আলী (রাঃ) ও মুয়াবিয়া (রাঃ) এর সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৮%

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *