CAG Auditor Written Exam Question Solution 2021, সিএজি অডিটর লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান 2021, অডিটর পদে সিএজি (CAG) এর লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর 2021

CAG Auditor Written Exam Question Solution 2021, সিএজি অডিটর লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান 2021, অডিটর পদে সিএজি (CAG) এর লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর 2021

বাংলা অংশের সমাধানঃ 

১। কারক ও বিভক্তি নির্ণয় করুন। 

ক) সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণ কারকে শূন্য বিভক্তি

খ) এ কলমে ভাল লেখা যায় = করণ কারকে ৭মী বিভক্তি

গ) যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় = অপাদান কারকে  ষষ্ঠী বিভক্তি

ঘ) ভিখারীকে ভিক্ষা দাও = সম্প্রদান কারকে ২য়া বিভক্তি

২। এক কথায় প্রকাশ করুন। 

ক) অর্থ নেই যার = নিরর্থক

খ) ছন্দে নিপুণ যিনি = ছান্দসিক

গ) ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি = খেসারত

ঘ) ব্যক্তি সম্পর্কিত নয় এমন = বস্তুগত

৩। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন। 

(ক) হতশ্রী = হত হয়েছে শ্রী যার = বহুব্রীহি সমাস

(খ) নীলপদ্ম = নীল যে পদ্ম= কর্মধারয় সমাস

(গ) শতাব্দী = সপ্ত অহ (দিন)-এর সমাহার = দ্বিগু সমাস

(ঘ) অনুক্ষণ = ক্ষণ ক্ষণ= অব্যয়ীভাব সমাস

৪। নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন।  

(ক) বিদ্যান মূর্খ থেকে শ্রেষ্ঠতর।  উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

(খ) আমার কথাই প্রমানিত হলো। উত্তরঃ আমার কথাই প্রমাণিত হলো 

(গ) পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘুর্নায়মান। উত্তরঃ পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান

(ঘ) দৈন্যতা প্রশংসনীয় নয়। উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়

৫। নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ লিখুন। 

(ক) কারাগারের রোজনামচা 

(খ) অসমাপ্ত আত্মজীবনী

নিজের মত করে লিখুন… 

ইংরেজি অংশের সমাধানঃ  

৬। Translate into English:

i) আর অপেক্ষা করো না, তুমি বরং বাড়ি যাও। উত্তর: Don’t wait any longer rather go home.

ii)  শিশুটি হামাগুড়ি দিচ্ছিলো। উত্তর: The baby was crawling. 

iii) ইচ্ছে হয় আকাশে উড়ি।  উত্তর: I wish I could fly in the sky.  

iv) আগামী বুধবার অফিস বন্ধ থাকবে। উত্তর: The office will be closed on next Wednesday.

৭। Correct the following sentences: 

i) উত্তর: He speaks English like the English. 

ii) উত্তর: Everest is the highest peak of the Himalayas. 

iii) উত্তর: He as well as his brothers was Brilliant. 

iv) উত্তর: He will have gone before his sister goes. Or, He will go before his sister goes.

৮। Make sentence by using the following phrases and idioms (along with Bangla meanings):

ক) Square meal = পেট ভরা আহার = Sumon is too poor to have a square meal every day.

খ) At all cost = যেকোনো মূল্যেই; যে করেই হোক = The soldiers are determined to protect our country at all costs. 

গ) To pay through the nose = মূল্যের চেয়ে অতিরিক্ত পরিশোধ করা = Sumon paid through the nose for one-to-one intensive tuition. 

ঘ) Beggar description = অবর্ণনীয় = The beauty of the Taj beggars description. 

৯। Convert the sentence as directed:

i) You are misguided (Active voice) উত্তর: Someone misguides you. 

ii) They made him king (passive voice) উত্তর: He was made king by them. 

iii) He said to me, “We are not guilty” (Indirect speech) উত্তর: He told me that they were not guilty. 

iv) I advised him to wait (Direct speech) উত্তর: I said to him “wait” 

১০। Write a paragraph on the following one issue. 

i) Celebration of 50 years of Bangladesh Independence.

নিজের মত করে লিখুন… 

ii) The 4th industrial revolution (4IR)

নিজের মত করে লিখুন… 

গণিত অংশের সমাধানঃ 

১১। ১ টি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার ও প্রস্থ ১.২৫ মিটার হলে গভীরতা কত?

উত্তর: ২.৫ মিটার 

১২। একটি শহরের জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ হলে, ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

উত্তর: ৮৭,৪১,৮১৬ 

১৩। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ৬ কিমি যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কিমি যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ৫০ কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? 

উত্তর: ৫ কি.মি/ঘণ্টা  

১৪। (ক) প্রমাণ করুন যে, (a+b)⁴ – (a-b)⁴ = 8ab (a² +b²)

উত্তর: RHS: 8ab (a2+b2)

বা, 4ab*2 (a2+b2)

বা, (a+b)^2 – (a-b)^2 * (a+b)^2 + (a-b)^2

বা ⟨(a+b)^2⟩^2 – ⟨(a-b)^2⟩^2

বা, (a+b)^4- (a-b)^4

So, (a+b)^4 – (a-b)^4 =LHS

(খ) (3a -7b) এর বর্গ কত?

উত্তর: 9a2 – 42ab + 49b2 

১৫। উৎপাদকে বিশ্লেষণ করুন:

(ক) ‍a⁶- 64

উত্তর: (𝑎−2)(𝑎+2)(𝑎2−2𝑎+4)(𝑎2+2𝑎+4)

(খ) x²+12x+35

উত্তর:  (x+7) (x+5) 

১৬। সমাধান করুনঃ

ক) (y-1)(y+2) = (y+4)(y-2)

উত্তর: y= 6 

খ) 5𝑥/7 −4/5=𝑥/5 − 2/7

উত্তর: x= 1   

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১৭। সংক্ষিপ্ত উত্তর দিন। 

ক) COP ২৬ এর পূর্ণরূপ লিখুন। উত্তর: Conference of the Parties 26

খ) ‘A Daughter’s Tale’ সম্পর্কে লিখুন।  উত্তর: A Daughter’s Tale শেখ হাসিনার জীবনী নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র। এর পরিচালক পিপলু খান। ২০১৮ সালে এই প্রামাণ্য চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং অ্যাপলবক্স ফিল্মস।[৪] চলচ্চিত্রে শেখ হাসিনাকে স্বভূমিকায় নামচরিত্রে এবং তার বোন শেখ রেহানাকে তার স্বভূমিকায় দেখা যায়।  

গ) ‘ক্র্যাক প্লাটুন’ কী?

উত্তর: ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।

ঘ) সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ দেয়া হয়?

উত্তর: ১২৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ দেয়া হয়

ঙ) বুর্জ খলিফা (Burj Khalifa) কি এবং কোথায় অবস্থিত?

উত্তর: বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে।[৮] এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি “দুবাই টাওয়ার” নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে “বুর্জ খলিফা” রাখা হয়।

চ) জিব্রাল্টার প্রণালী কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে?

উত্তর: আফ্রিকা মহাদেশকে ইউরোপের থেকে পৃথক করেছে। 

ছ) সিএফসি (CFC) কি? এটি কেন ক্ষতিকারক?

উত্তর: ক্লোরো ফ্লোরো কার্বনকে সংক্ষেপে সিএফসি (CFC) বলা হয়। এতে রয়েছে কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন ও ফ্লোরিন। ১৯২০ এর দশকে CFC আবিষ্কৃত হয়। এটি একটি গ্রিনহাউজ গ্যাস, যা ওজোনস্তরের সাথে বিক্রিয়া করে একে ফুটো করে দেয়।

জ) কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কী?

উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র যেখানে পড়ানো হয় কিভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে। 

ঝ) ‘মনসা মঙ্গল’ কাব্যের প্রধান চরিত্রের নাম লিখুন? উত্তর: মনসা মঙ্গল’ কাব্যের প্রধান চরিত্র চাঁদ সদাগর, বেহুলা ও লখীন্দর। 

ঞ) কম্পিউটারের তিনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখুন।

উত্তর: স্প্রেডশিট, মিডিয়া প্লেয়ার ও ওয়ার্ড প্রসেসিং (MS Word) 

2020 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

2021 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

2022 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

চাকুরি

    Leave a Comment