আজকের গ্রন্থ সমালোচনা: BCS গ্রন্থ সমালোচনা চিলেকোঠার সেপাই,বাংলা গ্রন্থ সমালোচনা চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাই কাব্যের সার্থকতা আলোচনা,বিসিএস লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি চিলেকোঠার সেপাই,চিলেকোঠার সেপাই বিসিএস গ্রন্থ সমালোচনা,চিলেকোঠার সেপাই
রচয়িতা : আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭)
বাংলাদেশের কথাসাহিত্যে বিশ শতকের ষাটের দশকে এক উত্তাল রাজনৈতিক ও সামাজিক ডামাডােলের মধ্যে বিশিষ্ট ও বিরল প্রতিভাবান লেখক আখতারুজ্জামান ইলিয়াসের উত্থান। সাহিত্যে নতুন শিল্পকৌশল আনয়নে কী ভাষায়, কী বাক্যে ও শব্দ গঠনে কিংবা শৈলী ও ভঙ্গিতে, বিষয়ের ব্যতিক্রম উপস্থাপনায় তিনি স্বতন্ত্র। আত্মমগ্ন চেতনার পরাবাস্তব প্রকাশে তিনি আপন স্বাতন্ত্রে ও স্বকীয়তায় উজ্জ্বল ও অবিস্মরণীয় এবং সংস্কৃতির সীমানা পেরুনাে এক নির্মোহ ব্যক্তিত্ব। তার লেখায় সমকালীন সমাজ, রাজনীতি ও যুগপরিবেশের প্রেক্ষাপটে মানুষের মনােজগত পর্যবেক্ষণে লেখকের প্রাতিস্বিকতার পরিচয় পাওয়া যায়।
তার মহাকাব্যোচিত উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচনা করা হয়েছে। ইতিহাসাশ্রিত এ উপন্যাসে বাংলাদেশের ইতিহাসকে বিশ্বস্ততার সাথে তুলে ধরা হয়েছে। ওসমান একটি বাড়ির চিলেকোঠায় বাস করতেন। তার পিতার মৃত্যুর স্বপ্নদৃশ্য দিয়ে উপন্যাসটি শুরু করেছেন ঔপন্যাসিক।
আরো ও সাজেশন:-
১৯৪৭ সালে দেশভাগের কারণে ঢাকায় অবস্থান। ওসমান উদ্বাস্তু নিম্নশ্রেণির মানুষ বলে তাকে বাধ্য হয়ে চিলেকোঠায় বাস করতে হয়েছে। চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার পক্ষে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনে সে সম্পৃক্ত। তার যােগাযােগ রয়েছে বামপন্থী ছাত্রনেতা, ছাত্রলীগ নেতা, বাড়িওয়ালার কন্যা এমনকি শ্রমিক, রিক্সাওয়ালার সঙ্গেও।
ওসমান এখানে ছােট ছােট কাহিনির সেতু। আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ঊনসত্তরের গণঅভ্যুত্থান। সেখানে শহরের মানুষের অবদানের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষদের অবদানকে স্বীকার করা হয়েছে। উপন্যাসে উঠে। এসেছে জীবনের গভীরতা, কার্যকারিতা।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তিন স্তরে কাহিনি সাজিয়েছেন এবং রূপ দিয়েছেন মহাকাব্যিক। উপন্যাসে। উপন্যাসের কাহিনি নিজস্ব গতিতে চলমান। ইতিহাসকে আশ্রয় করে গড়ে উঠেছে কাহিনি স্বাধীনতা পূর্ববর্তী আন্দোলনের অন্যতম আন্দোলন এটি, সামগ্রিকতায় একটি দেশ জাতি জড়িয়ে রয়েছে।
সীমাবদ্ধতার কারণে একটি প্রধান চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তােলা হয়েছে উপন্যাসটিকে। চরিত্র চিত্রণে ঔপন্যাসিকের মুনশিয়ানা লক্ষ্য করা যায়। তিনি মধ্যবিত্ত শ্রেণিভুক্ত হয়েও মধ্যবিত্ত সংস্কৃতি, সাহিত্য, শিল্প, কলা-কৌশল, ভাষার ব্যবহার মানসিকতা সবই ত্যাগ করেছেন। তিনি মধ্যবিত্তের চোখে জনগণকে দেখেন নি, দেখেছেন সাধারণ জনগণের চোখে। যারা নিজেরাই নিজেদের দেখায়।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
আখতারুজ্জামান ইলিয়াস মহাকবির মতো ছোট ছোট কাহিনীপর্বকে সুন্দর সম্মিলনের মাধ্যমে এ উপন্যাসে একটি মহাকাব্যিক রূপ দিয়েছেন। শহরের বস্তি থেকে শুরু করে যমুনার দুর্গম চর এলাকা পর্যন্ত উপন্যাসটি বিস্তৃত হয়েছে। লেখকের অতি সূক্ষ্ম এবং নিবিড় পর্যবেক্ষণ শক্তিতে উপন্যাসের শব্দে শব্দে একটি আলাদা দ্যোতনা সৃষ্টি হয়েছে। লেখকের অন্তর্দৃষ্টিসম্পন্ন লেখায় একেকটি চরিত্রের বাস্তবতা, পরাবাস্তবতা, ঘটনার সাথে চরিত্রের বাস্তবতা, কল্পনা, চেতনা অন্তঃচেতনার মিশ্রণে প্রতিটি পৃষ্ঠায় পাঠক নতুন দৃষ্টিতে জীবনকে আবিষ্কার করতে সক্ষম হয়েছে। উপন্যাসের কাহিনীবিন্যাসই পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি উপস্থাপনে ‘চিলেকোঠার সেপাই’ একটি অনন্য উপন্যাস।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- অপারেশন চুক্তি কি ও ব্ল্যাক সোলস মডেল ব্যাখ্যা কর
- ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝ উদাহরণসহ বিস্তারিত আলোচনা কর
- বিভিন্ন প্রকার অপারেশন চুক্তি এর বর্ণনা সহ আলোচনা করো, অপারেশনাল-স্তরের চুক্তি
- Investment Bank সীমাবদ্ধতা আলোচনা কর, Investment Bank অসুবিধা আলোচনা করো, Investment Bank বিপক্ষে তোমার যুক্তি দেখাও
- বিনিয়োগ ব্যাংকের সীমাবদ্ধতা আলোচনা কর, বিনিয়োগ ব্যাংকের অসুবিধা আলোচনা করো, বিনিয়োগ ব্যাংকের বিপক্ষে তোমার যুক্তি দেখাও
- কল অপশন ক্রয় ও পুট অপশন বিক্রয় পার্থক্য । কল অপশন ক্রয় vs পুট অপশন বিক্রয় পার্থক্য