abdur rouf talukder all information, এক নজরে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার,গভর্নর আব্দুর রউফ তালুকদার পরিচয়,বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

বিষয়: abdur rouf talukder all information, এক নজরে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার,গভর্নর আব্দুর রউফ তালুকদার পরিচয়,বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

Abdur Rouf Talukder is a senior Bangladeshi government official, currently working as the Governor of Bangladesh Bank. He previously served as the Senior Secretary of Ministry of Finance. He is a member of Bangladesh Civil Service Administration Cadre. He is a director of Bangladesh Biman.[1]

Abdur Rouf Talukder
আব্দুর রউফ তালুকদার
Governor of Bangladesh Bank
Incumbent
Assumed office
4 July 2022
Preceded byFazle Kabir
Personal details
Born15 August 1964 (age 57)
Spouse(s)Selina Rawshan
Alma materUniversity of Dhaka University of Birmingham

Early life

Talukder was born on 15 August 1964 in Sirajganj District, Present day Bangladesh.

Education

He completed his Master’s in Business Administration from the Institute of Business Administration of the University of Dhaka. He has a second master’s degree in development studies from the University of Birmingham.

In addition, he attended a number of professional training courses at Harvard Kennedy School of Government, Boston, USA; IMF Institute, Washington DC, USA; Crown Agents Training & Professional Development Center, London, UK; Institute of Public Finance (IPF), Dhaka, etc.

He is married to Selina Rawshan and has two children.

Career

Talukder joined the Bangladesh Civil Service in 1985. He is a member of Bangladesh Civil Service Administration Cadre.

In October 2017, Talukder was appointed the additional secretary of budget and macroeconomics in the Finance Division of the Ministry of Finance.

Talukder was appointed the acting secretary of the Ministry of Finance on 16 July 2018.[2] He replaced Mohammad Muslim Chowdhury.

At a conference organized by Bangladesh Institute of Development Studies, he blamed the Ministry of Health for failing to spend their budget during the COVID-19 pandemic in Bangladesh. He received the FY 2020-21 Integrity Award from the government of Bangladesh. On 21 September 2021, he was promoted to the rank of senior secretary.

Talukder is a director of Bangladesh Foreign Trade Institute and Bangladesh Public Administration Training Centre. He was part of a delegation led by Salman F. Rahman to the World Bank. He is a director of Hotels International Limited. He worked in wide range of government positions in his long illustrious career but his specialization in public finance and economic management has brought him back to Finance Division at almost every rank of his career. He worked more than 18 years in Finance Division before elevating to the position of Finance Secretary on 17 July 2018.

Apart from his long career in Finance Division, Mr. Talukder has served in Ministry of Industries, Ministry of Food, and Ministry of Information. He also worked at Bangladesh High Commission, Kuala Lumpur as First Secretary (Commercial).

In Finance Division, he has contributed in important areas like budget reform, macroeconomic management and introduction of IT in PFM. He was instrumental in implementing Medium Term Budget Framework (MTBF) and new Budget and Accounting Classification System (BACS). He played the key role in introduction of payroll automation for the government employees, EFT for pensioners and automation of National Saving Certificates. He is one of the key contributors in drafting the Public Money and Budget management Act, 2009 and Autonomous Bodies’ Surplus Revenue Act. 2020.

On 11 June 2022, government appointed Talukder as the Governor of Bangladesh Bank.

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Abdur Rouf Talukder

Senior Secretary

Mr. Abdur Rouf Talukder joined the Bangladesh Civil Service in February, 1988 (BCS 1985 batch). He worked in wide range of government positions in his long illustrious career but his specialization in public finance and economic management has brought him back to Finance Division at almost every rank of his career. He worked more than 18 years in Finance Division before elevating to the position of Finance Secretary on 17 July 2018.

Apart from his long career in Finance Division, Mr. Talukder has served in Ministry of Industries, Ministry of Food, and Ministry of Information. He also worked at Bangladesh High Commission, Kuala Lumpur as First Secretary (Commercial).

In Finance Division, he has contributed in important areas like budget reform, macroeconomic management and introduction of IT in PFM. He was instrumental in implementing Medium Term Budget Framework (MTBF) and new Budget and Accounting Classification System (BACS). He played the key role in introduction of payroll automation for the government employees, EFT for pensioners and automation of National Saving Certificates. He is one of the key contributors in drafting the Public Money and Budget management Act, 2009 and Autonomous Bodies’ Surplus Revenue Act. 2020.  

Mr. Abdur Rouf Talukder has long experience in designing and implementing projects under Annual Development Program (ADP). He worked in the Financial Management Reform Project (FMRP) as MTBF Specialist while he was a Deputy Secretary. Again, in the later part of his career, he led the team of officials in designing and implementing the Skills for Employment Investment Program (SEIP) which is a comprehensive approach to the skill development of the country. He has served as the first Executive Project Director of SEIP.   

As Finance Secretary, he is Director, Board of Directors of Bangladesh Bank (Central Bank of Bangladesh); Chairman, Bangladesh Infrastructure Finance Fund Limited (BIFFL); Chairman, National Human Resource Development Fund (NHRDF); Vice-Chairman, IDB-BISEW; Deputy Chairman, SABINCO; Director, Board of Biman Bangladesh Airlines; Director, Infrastructure Development Company Ltd. (IDCOL); Member of the Board of Governors at Bangladesh Institute of Development Studies (BIDS), Bangladesh Judicial Service Commission, BPATC, BIISS and National Defense College etc.    

Mr. Talukder received the ‘National Integrity Award, 2021’. He also led the Finance Division to achieve ‘Public Administration Award 2021’ at the National Level Technical Institution category.

Mr. Talukder holds an M.Sc. in Development Management from the University of Birmingham, UK and an MBA from Institute of Business Administration (IBA) of the University of Dhaka. In addition, he attended a number of professional training courses at Harvard Kennedy School of Government, Boston, USA; IMF Institute, Washington DC, USA; Crown Agents Training & Professional Development Center, London, UK; Institute of Public Finance (IPF), Dhaka, etc.

Mr. Talukder, born on August, 1964, is married to Mrs. Selina Rawshan, a teacher by profession and they have one daughter and one son.

Paragraph & Composition/Application/Emali উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্বে নিচ্ছেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। তিনি ফজলে কবিরের স্থলাভিষিক্ত হবেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন এটা নিশ্চিত। তবে যেহেতু এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি, সেহেতু শতভাগ নিশ্চিতভাবে বলা যাবে না। তবে এখন পর্যন্ত গভর্নরের হওয়ার দৌড়ে অর্থ সচিবই সবচেয়ে এগিয়ে আছেন।

আব্দুর রউফ তালুকদার ২০১৮ সালের ১৭ জুলাই অর্থসচিব হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১৭ সালের অক্টোবরে অর্থ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে আসেন। তার আগে তিনি এই বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, উপসচিব ও যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়া অর্থ বিভাগের অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নেরও দায়িত্ব পালন করেন।

বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা রউফ সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন সচিবালয় ক্যাডারের কর্মকর্তা হিসেবে। দেড় যুগ আগে সচিবালয় ক্যাডার বিলুপ্ত করে তাকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়।

রউফ তালুকদার চাকরি জীবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা প্রদর্শন করেন। বিশেষ করে দেশের বাজেট প্রণয়নের ক্ষেত্রে। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থনীতির ওপর কর্মশালায় অংশ নিয়ে দক্ষতা অর্জন করেন।

পরবর্তীতে সেসব অভিজ্ঞতা নিজ দেশে কাজে লাগান। মহামারি করোনা সময় দেশের ক্রান্তিকালে অর্থনীতি চাঙ্গা করার জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তার পরামর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বেশ প্রশংসনীয়।

অর্থ বিভাগের বিভিন্ন পদ ছাড়াও রউফ শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-রেজিস্ট্রার এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে আব্দুর রউফ তালুকদারের। এছাড়া খাদ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে সহকারী সচিব ছিলেন তিনি।

আব্দুর রউফ তালুকদার ১৯৬৪ সালে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি নেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ চুরির ঘটনায় সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন। এর পরদিন ১৬ মার্চ সাবেক অর্থসচিব ফজলে কবিরকে চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। পরে ২০ মার্চ বাংলাদেশ ব্যাংকে ১১তম গভর্নর হিসেবে যোগদান করেন ফজলে কবির। সে হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ১৯ মার্চ। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৩৪ দিন আগে গত ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে তার মেয়াদ ৩ মাস ১৩ দিনের জন্য বাড়িয়ে দেয় সরকার।

ওই সময় এক প্রজ্ঞাপনে বলা হয়, ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি গভর্নর থাকবেন। বাংলাদেশ ব্যাংক অর্ডারে চার বছরের জন্য কাউকে গভর্নর পদে নিয়োগ দেওয়ার কথা বলা থাকলেও সরকার এ মেয়াদ আরেক দফা বাড়াতে পারে। যা ওই বছর ৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এরপর গভর্নর পদের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ৬৭ বছর বয়স করে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করা হয়। সেই হিসাবে ২০২২ সালের ৩ জুলাই তার মেয়াদ শেষ হবে।

হিসাব করে দেখা যায়, প্রথম দফায় ৪ বছর, দ্বিতীয় দফায় ৩ মাস ১৩ দিন এবং তৃতীয় দফায় ১ বছর ১১ মাস ১৫ দিন অর্থাৎ মোট ৬ বছর ৩ মাস গভর্নর হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখেছেন ফজলে কবির।

গভর্নর পদের যোগ্যতা

দেশের মুদ্রা সরবরাহ কত হবে, টাকার মান কতটা বাড়বে বা কমবে, মূল্যস্ফীতির হার কত রাখা ঠিক হবে—এই সবই ঠিক করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। পাশাপাশি দেশের মানুষের জীবনযাপনের মান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয় সম্পর্কেও গভর্নরকে খোঁজ রাখতে হয়। এ পদে কে থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দেশের সরকারই তা বারবার চিন্তা করে।

গভর্নর ছিলেন যারা

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১১ জন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ (১৯৭২-৭৪) ছিলেন একজন ব্যাংকার। আজকে যেটি উত্তরা ব্যাংক, তা ছিল মূলত পাকিস্তানের ইস্টার্ন ব্যাংকিং করপোরেশন। এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন হামিদুল্লাহ।

দ্বিতীয় গভর্নর এ কে নাজিরউদ্দীন আহমেদ (১৯৭৪-৭৬) ছিলেন স্টেট ব্যাংক অব পাকিস্তানের নির্বাহী পরিচালক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তানের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি । এ কে এন আহমেদ নামে পরিচিত এই ব্যাংকার বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলেও (আইএমএফ) কাজ করেছেন।

দেশে সবচেয়ে বেশি সময় গভর্নর ছিলেন এম নূরুল ইসলাম (১৯৭৬-৮৭)। তিনিই দেশের প্রথম আমলা গভর্নর। পাকিস্তান সেন্ট্রাল সার্ভিস কমিশনের (সিএসপি) সাবেক কর্মকর্তা ছিলেন তিনি। তার পরের গভর্নরও আরেক আমলা শেগুফ্তা বখ্ত চৌধুরী (১৯৮৭-৯২) ছিলেন কর ক্যাডারের কর্মকর্তা। এর পরের গভর্নর এম খোরশেদ আলমও (৯২-৯৬) ছিলেন সাবেক সিএসপি কর্মকর্তা।

আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে জিয়া ও এরশাদ সরকারের আমলা নির্ভরতা ভেঙে গভর্নর করেন দেশের বিশিষ্ট ব্যাংকার লুৎফর রহমান সরকারকে (১৯৯৬-৯৮)। এরপরের গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন (১৯৯৮-২০০১) একাধারে অর্থনীতির শিক্ষক ও সাবেক আমলা। গভর্নর ফখরুদ্দীন আহমদ (২০০১-২০০৫) ছিলেন অর্থনীতির শিক্ষক, আমলা এবং বিশ্বব্যাংকের কর্মকর্তা। সালেহউদ্দিন আহমেদও (২০০৫-২০০৯) তাই ছিলেন। আতিউর রহমান (২০০৯-১৬) একজন অর্থনীতিবিদ ও শিক্ষক। আর ফজলে কবির (২০১৬-২০২২) সাবেক আমলা, একসময় অর্থসচিব ছিলেন। ফজলে কবিরের স্থলাভিষিক্ত রউফ তালুকদারও আমলা ও অর্থসচিব। তিনি দেশের ১২ তম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করবেন।  

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment