নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?,নারী ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণের ৪টি উপায় লিখ, নারীর ক্ষমতায়নের দুটি কৌশল উল্লেখ কর

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?,নারী ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণের ৪টি উপায় লিখ, নারীর ক্ষমতায়নের দুটি কৌশল উল্লেখ কর

নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?
উত্তর : নারীর ক্ষমতায়ন হলো বস্তুগত, মানবিক ও বুদ্ধিবৃত্তিক সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণের ক্ষমতা।

নারী ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণের ৪টি উপায় লিখ ৷
উত্তর : পুরুষতন্ত্রের উচ্ছেদ, শিক্ষার প্রসার, ইতিবাচক সামাজিকীকরণ ও আইনের যথাযথ প্রয়োগ ।

নারীর ক্ষমতায়নের দুটি কৌশল উল্লেখ কর।
উত্তর : নারীর ক্ষমতায়নের দুটি কৌশল হলো- ১. অর্থনৈতিক ক্ষমতায়ন ও ২. নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ।

নারীর ক্ষমতায়নে কাজ করে এমন চারটি NGO- এর নাম লিখ।
উত্তর : ১. ব্র্যাক, ২. গ্রামীণ ব্যাংক, ৩. আশা ও ৪. প্রশিকা ।

নারী উন্নয়ন কি? অথবা, WID কি? অথবা, নারী উন্নয়ন বলতে কি বুঝ?
উত্তর : উন্নয়নের মূলধারার সাথে নারীকে সম্পৃক্ত করার নামই নারী উন্নয়ন ।

WID এর পূর্ণরূপ কি? অথবা, WID কি? (What is WID? )
উত্তর : WID-এর পূর্ণরূপ হলো- Women In Development.

WID নীতিমালার মূল বক্তব্য কি?, অথবা, WID তত্ত্বের মূলকথা কি ছিল?
উত্তর : WID নীতিমালার মূল বক্তব্য হলো নারীকে উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করে নারীকে নিজস্ব ভূমিকা পালনের সুযোগ প্রদান করা।

নারী উন্নয়নের দুটি পত্রের নাম লিখ।

উত্তর : নারী উন্নয়নের দুটি পত্রের নাম হলো- (i) WID ও (ii) WAD.

WAD এর পূর্ণরূপ কি?
উত্তর : WAD-এর পূর্ণরূপ হলো- Women and Development.

WAD নীতিমালার মূলকথা কি?
উত্তর : WAD নীতিমালার মূলকথা হলো নারীকে অর্থনৈতিক ক্ষেত্রে কেন বঞ্চিত করে রাখা হয় তার কারণ খুঁজে বের করা ।

নারী উন্নয়নের কৌশল ও নীতিমালাসমূহ কী কী?
উত্তর : ‘উন্নয়ন নারী’, ‘নারী ও উন্নয়ন’ এবং ‘জেন্ডার ও উন্নয়ন’।

আরো ও সাজেশন:-

‘উন্নয়নে নারী’ ধারণা উদ্ভব হয় কবে?
উত্তর : ‘বিংশ শতাব্দীর ৬০-এর শেষ ও ৭০-এর দশকের প্রারম্ভে ।

‘উন্নয়নে নারী’ নীতিমালার উদ্ভাবক কারা?
উত্তর : জাতিসংঘ নারী বিষয়ক কমিশন এবং মার্কিন উদারনৈতিক নারীবাদীগণ ।

‘নারী ও উন্নয়ন’ নীতিমালা মূলত কোন তত্ত্বের ভিত্তি?
উত্তর : নির্ভরশীলতা তত্ত্বের (Dependency Theory) ।

প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে হয়েছিল?
উত্তর : ১৯৭৫ সালে ৷

প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় হয়? ৯৯%
উত্তর : মেক্সিকোতে (১৯৭৫)।

ব্রিটিশ ভারতে নারীরা কখন ভোটাধিকার লাভ করে?
উত্তর : ১৯৩৫ সালে ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

‘নারী ও উন্নয়ন’ নীতিমালার উদ্ভব হয় কখন?
উত্তর : বিংশ শতাব্দীর ৭০-এর দশকে।

আদর্শ নারী কে?
উত্তর : যে নারী পারিবারিক সমাজব্যবস্থায় প্রচলিত মূল্যবোধ আইন অনুযায়ী পরিচালিত হয় সেই আদর্শ নারী ।

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment