ইসলামী ব্যাংকের বাণিজ্যিক কার্যাবলী উপর বিবরণ দাও, ইসলামি ব্যাংকের বৈদেশিক কার্যাবলি বর্ণনা কর,ইসলামী ব্যাংকের বাণিজ্যিক কার্যাবলি সমূহ

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

প্রশ্ন সমাধান: ইসলামী ব্যাংকের বাণিজ্যিক কার্যাবলী উপর বিবরণ দাও, ইসলামি ব্যাংকের বৈদেশিক কার্যাবলি বর্ণনা কর,ইসলামী ব্যাংকের বাণিজ্যিক কার্যাবলি সমূহ

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কম | বিনিয়ােগ ইত্যাদি ব্যতীত অন্য যে সকল কার্যক্রম ক তার একটি সংক্ষিপ্ত বিবরণ নিম্নে দেয়া হলাে :

১. বৈদেশিক বাণিজ্য ও মুদ্রা বিনিময় ; বৈদেশিক ও মুদ্রা বিনিময় স্থানান্তরের ক্ষেত্রে ইসলামি ব্যাংক বা লিমিটেড গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ব্যাংকের বৈলে বাণিজ্য কার্যক্রম প্রধান নিম্নরূপ :

(ক) আমদানি বাণিজ্য।

(খ) রপ্তানি বাণিজ্য।

(গ) বৈদেশিক মুদ্রা বিনিময় বা স্থানান্তর এবং ক্রয়-বিক্রয়

(ঘ) বৈদেশিক বাণিজ্য প্রয়ােজনীয় বিভিন্নমুখী সেবা প্রদান

এছাড়াও ব্যাংক বর্তমানে বৈদেশিক বাণিজ্যের জন্য অনুমােদিত ২৮টি শাখা ও ৩৯টি ফরােয়াডিং শাখার মাধ্যমে বিশ্বের ৭২টি দেশের ২১৫টি বিদেশি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের প্রায় ৭৭৫টি শাখার মাধ্যমে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করছে।

৬. অনুমােদিত পন্থা; বিভিন্ন ধরনের শিল্প ক উপকরণের আমদানি কার্যক্রম ক আমদানি বাণিজ্য ব্যাংক ইসলামি শরিয়াহ দিত পন্থায় ও দেশের প্রচলিত অমিদানি নীতির অধীনে ৱনর শিয়া কৃষি, বাণিজ্য, ভাগ্য ও অন্যান্য পণ্য ও ৰে শ্ৰামদানি কার্যক্রম পরিচালনা করে থাকে । অামদানি ক্রো ইসলামি ব্যাংকের প্রধান প্রধান কাজ হলাে

(i) গ্রাহকের পক্ষে এলসি বা ঋণপত্র খোলা।

iii) আমদানিকৃত মালামালের বিপরীতে বিনিয়োগ প্রদান।

১ বিদেশি সরবরাহকারীর ক্রেডিট রিপাের্টি সংগ্রহ ইত্যাদি ।

(iv) দেশের মুদ্রা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিধিবিধান অনুসারে ব্যাংক নগদ বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক পণ্য সাহায্য ঋণ বা রি এসব উৎসের মাধ্যমে আমদানি বাণিজ্য অংশগ্রহণ করে।

আমদানিকারক আমদানিকৃত পণ্যের ব্যয়ভার সম্পূর্ণ বহন করলে ব্যাংক সার্ভিস চার্জ বা কমিশন বিনিয়ােগ পণ্য আমদানি ব্যবস্থা করে থাকে।

(vi) আমদানিকারকের পক্ষে পণ্যের মূল্য পরিশোধ সম্ভব না হলে ব্যাংক মুরাবাহা পদ্ধতির আওতায় সম্পূর্ণ অর্থ বিনিয়ােগকৃত পণ্য আমদানি করে এবং উভয়ের সম্মতিক্রমে এর সাথে নির্দিষ্ট মুনাফা যােগ করে নির্ধারিত দামে গ্রাহকের পণ্য সরবরাহ করে থাকে। গ্রাহক চুক্তির শর্তানুসারে আমদানি বিল ছাড়করণের সময় বা পরবর্তী সময়ে ব্যাংকের পাওনা পরিশােধ করে।

(খ) রপ্তানি বাণিজ্য : ব্যাংক ইসলামি শরিয়াহ অনুমােদিত পন্থায় ও দেশের প্রচলিত রপ্তানি নীতির অধীনে বিভিন্ন ধরনের শিল্প, কৃষি, বাণিজ্য, ভােগ ও অন্যান্যের পণ্য ও উপকরণের রপ্তানি কার্যক্রম পরিচালনা করে থাকে। রপ্তানি বাণিজ্যে ইসলামি ব্যাংকের প্রধান প্রধান কাজ হলাে

i) ইসলামি ব্যাংক দেশের রপ্তানি নীতিমালা ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধির আওতার প্রচলিত ও অপ্রচলিত পণ্য রপ্তানিতে অংশগ্রহণ করে থাকে।

(ii) ব্যাংক রপ্তানি পণ্যের কাঁচামাল সংগ্রহ, পণ্য তৈরি, প্যাকিং এবং জাহাজীকরণের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে।

(iii) ব্যাংক রপ্তানি বিল ক্রয় বা আদায়ের ব্যবস্থা করে।

(iv) ব্যাংক রপ্তানির মধ্যস্থতা বা নেগােশিয়েট করে।

(v) ব্যাংক রপ্তানিকারককে এলসি এডভাইস করে ।

(vi) ব্যাংক রপ্তানি সংক্রান্ত সব ধরনের অনুমােদিত লেনদেন পরিচালনা করে।

বৈদেশিক মুদ্রা স্থানান্তর : ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার ২১৫টি করেসপন্ডেট ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে পৃথিবীর যে কোনাে দেশ থেকে বৈদেশিক মুদ্রা আনায়ন বা বাংলাদেশ থেকে যে কোনাে দেশ অর্থ প্রেরণ করে থাকে। বৈদেশিক মুদ্রা স্থানান্তরে ইসলামি ব্যাংকের প্রধান প্রধান কাজ হলাে


আরো ও সাজেশন:-

i) বাংলাদেশি ওয়েজ আর্নারদের পরিবার-পরিজনদের নিকট দ্রুততর ও নিরাপদে অর্থ পৌছানোর জন্য ব্যাংক এমটি ডিডি, টিটি, এর মাধ্যমে তা সুসম্পন্ন করে।

(ii) ব্যাংক SWIFT-এর মাধ্যমে অধিকতর নিরাপদ ও দ্রুততার সাথে এলসি ও রেমিটেন্সসহ বৈদেশিক বাণিজ্যের সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকে। অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান :

১. গ্রাহকদের পক্ষে চেক ও বিল সংগ্রহ।

২. বিদেশ ভ্রমণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সেবা প্রদান।

৩. বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের সময় ট্রাভেলার্স | চেক ইস্যু।

৪. বিদেশি পর্যটন বা ব্যবসায়ীগণ বাংলাদেশ সফরকালে – তাদেরকে বৈদেশিক মুদ্রা ভাঙানাের মাধ্যমে সেবা দান।

৫. চলতি বিনিময় হারে বৈদেশিক মুদ্রা ক্রয়বিক্রয়।

৬. কমিশন ও সার্ভিস চার্জের বিনিময়ে আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি ইস্যু।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৭. SWIFT সার্ভিস ছাড়াও রয়টার, ইমেল, ইন্টারনেট, ডিলিং রুম ইত্যাদির মাধ্যমে দেশের বৈদেশিক বাণিজ্য অংশগ্রহণের মাধ্যমে সার্ভিস প্রদান।

৮. কমিশনের ভিত্তিতে দেশের এক স্থান থেকে অন্য স্থানে ডিমান্ড ড্রাফট।

৯. সার্টিফিকেট এবং শেয়ার গ্রহণ ও নবায়ন।

১০. মূল্যবান সামগ্রী, দলিল-দস্তাবেজ ইত্যাদি নিরাপদ সংরক্ষণের জন্য ব্যাংকের বিভিন্ন শাখায় লকার সার্ভিসের ব্যবস্থা।

১১. বিনিয়ােগ ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন।

১২. গ্রাহকদের দাবি আদায় ও তার পক্ষে নির্দেশিত সময়ে লেনদেন করা।

১৩. কোম্পানির বিভিন্ন বিষয়ে পরামর্শ দান।

১৪. নির্ধারিত শাখাসমূহের মাধ্যমে এটিএম সুবিধা প্রদান। আলােচনার পরিশেষে আমরা বলতে পারি যে, ইসলামি ব্যাংকসমূহ ইসলামি শরিয়াহর ভিত্তিতে বৈদেশিক বাণিজ্য ও বিনিময় সংক্রান্ত যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment