অনুধাবন মূলক প্রশ্ন ৯ম শ্রেণি পদার্থবিজ্ঞান, ৩য় অধ্যায় বল (Force)

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

তৃতীয় অধ্যায়

বল (Force)

১।        10N বল বলতে কী বোঝায়?

            উত্তর : 10N বল বলতে বোঝায়, 1kg ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল ক্রিয়া করে 10 ms-2 ত্বরণ সৃষ্টি করে তা।

            অথবা, কোনো বল 10kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1ms-2 ত্বরণ সৃষ্টি করলে সেই বলের পরিমাণ হবে 10N।

২।         বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পর সঙ্গে সঙ্গে থেমে যায় না কেন?

            উত্তর : গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে থেমে যায় না। জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। কোনো বস্তু যদি স্থির থাকে তবে সেটি স্থিরই থাকতে চায়। আবার বস্তু গতিশীল থাকলে এটি গতিশীল থাকতে চায়। সুইচ অন থাকলে বৈদ্যুতিক পাখা ঘূর্ণন গতিতে গতিশীল থাকে, যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন জড়তার কারণে পাখা তার ঘূর্ণন গতি বজায় রাখতে চায়। তাই সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক পাখা না থেমে বেশ কিছু সময় ধরে ঘুরতে থাকে।

৩।        সাম্য ও অসাম্য বলের মধ্যে দুটি পার্থক্য লেখো।

            উত্তর :

kalerkantho 2021 01 07 8

৪।        প্যারাসুটের মাধ্যমে আরোহী ধীরে ধীরে মাটিতে নিরাপদে নেমে আসে কেন?

            উত্তর : প্যারাসুট বায়ুর বাধাকে কাজে লাগিয়ে কাজ করে। এখানে বায়ুর বাধা হলো এক ধরনের প্রবাহী ঘর্ষণ, যা পৃথিবীর অভিকর্ষ বলের বিপরীতে ক্রিয়া করে। খোলা অবস্থায় প্যারাসুটের বাইরের তলের ক্ষেত্রফল অনেক বেশি হওয়ায় বায়ুর বাধার পরিমাণও বেশি হয়, ফলে আরোহীর পতনের গতি অনেক হ্রাস পায়। ফলে আরোহী ধীরে ধীরে মাটিতে নিরাপদে নেমে আসে।

৫।        দেয়ালে পেরেক ঢুকলে আটকে যায় কেন? ব্যাখ্যা করো।

            উত্তর : দেয়ালে পেরেক ঢুকলে যদি ঘর্ষণ না থাকত তাহলে পেরেকটি বের হয়ে আসত অথবা ভেতরে ঢুকে যেত। ঘর্ষণের কারণে দেয়াল ও পেরেকের গতির বিপরীতে একটি বলের উদ্ভব হয়, যা পেরেকটিকে আটকে রাখতে সহায়তা করে। সুতরাং বলা যায়, দেয়ালে পেরেক ঢুকলে তা আটকে থাকার কারণ হলো ঘর্ষণ।

৬।        বল ও ত্বরণের সম্পর্ক ব্যাখ্যা করো।

            উত্তর : m ভরের কোনো বস্তুর ওপর F বল প্রযুক্ত হলে, বস্তুটির ত্বরণ a হলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে F=ma কিন্তু বস্তুর ভর m ধ্রুব হওয়ায় F⍺a অর্থাৎ বস্তুর ওপর প্রযুক্ত বল ত্বরণের সমানুপাতিক।

৭।        ঘর্ষণ বল কী?

            উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন ঘর্ষণের কারণে যে বাধা বলের সৃষ্টি হয় তাই ঘর্ষণ বল।

৮।       চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?

            উত্তর : চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে।

            কারণ বাস যখন চলন্ত অবস্থায় থাকে তখন বাসের যাত্রীরাও বাসের সঙ্গে সঙ্গে একই গতি প্রাপ্ত হয়। চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের শরীরের নিচের অংশ স্থির হয়ে যায়। কিন্তু যাত্রীদের শরীরের ওপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে এগিয়ে যায়। এ জন্য চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।

৯।   ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রবের পক্ষে যুক্তি দাও।

উত্তর : ঘর্ষণে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও ঘর্ষণ ছাড়া আমরা অনেক কিছুই করতে পারি না। ঘর্ষণ না থাকলে কোনো গতিশীল বস্তুর গতি শেষ না হয়ে বিরামহীনভাবে চলতে থাকত। ঘর্ষণ আছে বলেই দেয়ালে পেরেক আটকানো সম্ভব হয়েছে। পাকা দালান ও বাড়িঘর নির্মাণ করা যাচ্ছে। কাগজে কলম বা পেনসিল দিয়ে লেখা যাচ্ছে। ঘর্ষণের কারণেই মাটিতে হাঁটতে পারছি। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারছি, প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে মাটিতে অবতরণ সম্ভব হচ্ছে। এ জন্য ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয়।

১০।  গাড়ির টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন। ব্যাখ্যা করো।

উত্তর : গাড়ির টায়ারের পৃষ্ঠে খাঁজকাটা থাকলে টায়ারের পৃষ্ঠ উঁচু-নিচু হয়। টায়ারের পৃষ্ঠ উঁচু-নিচু থাকার কারণে রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ বল সর্বোচ্চ হয়। ফলে টায়ার রাস্তাকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখে। এ জন্য গাড়ির টায়ারের পৃষ্ঠে খাঁজকাটা থাকে।

১১।  জড়তা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

Google Adsense Ads

উত্তর : কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। অর্থাৎ বস্তু গতিশীল থাকলে এটি গতিশীল থাকতে চায়, আবার বস্তুটি যদি স্থির থাকে তবে এটি স্থিরই থাকতে চায়। কোনো বস্তুর জড়তা এর ভরের ওপর নির্ভর করে। অর্থাৎ ভর হচ্ছে জড়তার পরিমাপ। যে বস্তুর ভর বেশি তার জড়তাও বেশি।

১২। 6×105 N বল বলতে কী বোঝায়?

উত্তর : 6×105 N বল বলতে বোঝায় সেই বল, যা 1kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 6×105 N ms-2 ত্বরণ সৃষ্টি করতে পারে। অথবা 6×105 kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করতে পারে।

S.S.C

Google Adsense Ads

Leave a Comment