Google Adsense Ads
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। আপনাদের পায়ে ধরি পোস্টটা একটু বড় হবে ধৈর্য ধরে পড়ার অনুরোধ রইল|
আপনাকে কথা দিতে পারি সত্যটা জানার পর আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এবং পড়ার পর আপনি নিজেই বুঝবেন এই সময়টা আপনার সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ছিল [ইনশাল্লাহ], হস্তমৈথুনের অভ্যাসের জন্য তরুণ প্রজন্মের ধ্বংসের হাত থেকে বাচার জন্য অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ বিষয়…।
যদি দুনিয়াতে এবং আখিরাতে ক্যারিয়ার ধ্বংস করতে না চান!!
বিয়ের আগে না জানার কারণে ছেলে/মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পরে।
আমাদের স্কুল কলেজ গুলোতে সব বিষয়ে বলা হলেও এসব বিষয়ে বলা হয় না বললেই চলে ।
তাই এই বিষয়ে না জানার কারণে অনেক ছেলে মেয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে । শুধুমাত্র এই একটা বদঅভ্যাস আপনাকে দুনিয়া এবং আখেরাতে ধ্বংস করে দেয়ার জন্য যথেষ্ট|
Calculation করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্যে ৯৫% আর মেয়েদের মধ্যে ৭৫% এই বদ অভ্যাসে জড়িত ।
যেটা কে আরবিতে বলা হয় নিকাহ বিল ইয়াদী
( অর্থাৎ হাতের সাথে বিবাহ করা ) ।
ইংরেজিতে বলা হয় Masturbation আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন ।
মানুষ তার যৌন চাহিদা যৌন ক্ষুধা কে হাত দ্বারা চরিতার্থ করাকে হস্তমৈথন বা masturbation বলে|
বর্তমান বিজ্ঞান বলে কোন ছেলে যদি দিনে দুইবার মাত্র 6 মাস হস্তমৈথুন করে তাহলে সে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে|যখন ধ্বংস হয়ে যায় তারপরে তারা বুঝতে পারে অথচ আগে বুঝলে তারা সংশোধন হতে পারত|
আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের নিক্ষেপ করো না|সূরা বাকারা আয়াত নাম্বার 195 এবং নিসা আয়াত নাম্বার 29
যেটাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন এবং এর শাস্তি ভয়ানক হওয়ার কারণে কিয়ামতের দিন আঙ্গুলের পেট গুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে ।
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-১
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-২
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৩
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৪
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৫
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৬
বাকিটা ফেরেস্তারা টেনে বের করবেন ।
আর হস্তমৈথুন হারাম এবং এটা একটা কবিরা গুনাহ|এবং এটা একটা গোপন পাপ|আর গোপন পাপ আপনার আখেরাতকে অবশ্যই ধ্বংস করে দেবে|আপনি গোপনে তাপ করেন তার মানে আপনি আল্লাহকে ভয় করেন না|
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা অনেক আমল করে আল্লাহর নিকট আসবে কিন্তু তাদেরআমল কে মূল্যায়ন করা হবে না কারণ তারা গোপনে পাপ করত এবং তাদের আমল কে ধুলাবালির নেই উড়িয়ে দেয়া হবে|
অন্য আর জায়গায় বলা হয় এটার কারণে যে Sparm বাহির হয় ,, কোন কোন ডাক্তার বলে থাকেন একবারের Sparm এ বিশ লক্ষ শুক্রাণু থাকে ।
সেই শুক্রাণু গুলো থেকে একটি ডিম্বাণুতে গিয়ে বাচ্চা জন্ম হয় ।
তো এই অপচয়ের কারনে আল্লাহ তা’আলা বলবেন যে,
এই শুক্রাণু গুলোর জীবন দাও !
যখন দিতে পারবে না তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে ।
এটাতো গেলো মৃত্যুর পরের কথা কিন্তু কেউ যদি ছাড়তে না পারে তাহলে তাকে দুনিয়াতে অনেক পস্তাতে হবে ।
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-১
Google Adsense Ads
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-২
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৩
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৪
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৫
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৬
- MRA করার খরচ,MRA কেন করা হয়,MRA কি
- CT SCAN করার খরচ,CT SCAN কেন করা হয়,CT SCAN কি, CT SCAN এর কাজ কী?
- PET SCAN করার খরচ,PET SCAN কেন করা হয়,PET SCAN কি, PET SCAN এর কাজ কী?
- ভালো পর্ষদ কক্ষ অনুশীলনের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর
- পর্যায়ক্রমিক পরিকল্পনার উদ্দেশ্য সমূহ বর্ণনা কর
Google Adsense Ads
2 thoughts on “হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-১”