আর কত চুপ থাকবি নারী

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

কবিতাঃ আর কত চুপ থাকবি নারী

আর কতদিন থাকবি মেয়ে
অবলা সরলা নারী,
তোর খুনে কত খেলবে হোলি
নরাধম পাপাচারী?

জাগ রে এবার খুল রে মুখ
শিরদাঁড়া কর খাড়া,
তোর অগ্নি চোখের বিষ বাণে আজ
ডরুক জালেম যারা!

আইনও তোকে দিচ্ছে ধোঁকা
আর কত চুপ থাকবি বোকা!
চুড়ি ভেঙে চাবুক বানা
চুকিয়ে নে তোর ষোলো আনা —-

রুখে দে খুন ধর্ষণ যত
বাঁধ রে বুকে বল
আর কতকাল কাঁদবি বেটি
ফেলবি চোখের জল!

মোঃ কাওসার আলী
বোর্ডবাজার, জাতীয় বিশ্ববিদ্যালয়।

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment