৯ম শ্রেণির ২য় সপ্তাহের জীববিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

Advertisement

নিচের সংকেতগুলোতে অনুসরণ করে Margulis এর শ্রেণিবিন্যাস অনুযায়ী জীবজগতের ৫টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন কর এবং নিচে উল্লেখিত তোমার পরিচিত জীবগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যের অন্তর্ভুক্ত করে ছকটিতে দেখাও

ক) নিচের বৈশিষ্ট্যের আলোকে রাজ্য নির্বাচন কর:

১। কোষের প্রকৃতি ও সংখ্যা;
২। নিউক্লিয়াসের গঠন;
৩। সাইটোপ্লাজমীয় অঙ্গানুসমূহ;
৪। কোষ বিভাজন;
৫। খাদ্যাভাস;
৬। জনন পদ্ধতি;
৭। ভ্রণ গঠন;
(খ) কোনটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা দেখাও:

১। আমগাছ;
২। আমাশয়ের জীবাণু;
৩। দোয়েল;
৪। রাইজোবিয়াম;
৫। মিউকর;
৬। সাইকাস;
৭। শামুক;
৮। অ্যাগারিকাস;
৯। নিউমোকক্কাস;
১০। স্পাইরোগাইরা;

উত্তর সমূহ:

ক) নিচের বৈশিষ্ট্যের আলোকে রাজ্য নির্বাচন কর:

Advertisement

১। কোষের প্রকৃতি ও সংখ্যা;
২। নিউক্লিয়াসের গঠন;
৩। সাইটোপ্লাজমীয় অঙ্গানুসমূহ;
৪। কোষ বিভাজন;
৫। খাদ্যাভাস;
৬। জনন পদ্ধতি;
৭। ভ্রণ গঠন;

dd 1

Advertisement

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

dd 2

উত্তর : Margulis এর শ্রেণিবিন্যাস অনুযায়ী জীব জগতের ৫টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন করা হল ।

মনেরাপ্রােটিস্টাফানজাইপ্লানটিঅ্যানিমেলিয়া
১.এর এককোষী । ফিলামেন্টাস, কলোনিয়াল ।এরা এককোষী ও বহুকোষী।এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।এরা বহুকোষী। এরা বহুকোষী।
২.নিউক্লিয়াসেnক্রোমাটিন বস্তু থাকে কিন্তু। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নাই। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে।নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু। থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে।
৩,এদের কোষে।প্লাস্টিড,মাইটোকন্ড্রিয়া, এন্ডােপ্লাজমিক জালিকা নেই, কিন্তু। রাইবােসােম আছে।কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু থাকে।প্লাস্টিড ছাড়া সকল ধরণের অঙ্গাণু থেকে। কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু থাকে।কোষে প্লাস্টিড, কোষপ্রাচীর ও কোষগহ্বর ছাড়া সকল ধরনের অঙ্গাণু থাকে।
৪. দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়।অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়।মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ এবং মিয়ােসিস প্রক্রিয়ায় জননকোষ বিভাজিত হয়।মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ এবং মিয়ােসিস প্রক্রিয়ায় জননকোষ বিভাজিত হয়।
৫.শশাষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং পরভােজী। শােষণ ও ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ ঘটে। এরা পরভােজী এবং স্বভােজী।শশাষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং মৃতজীবী বা পরজীবী বা মিথােজীবী।স্বভােজী বা নিজের খাদ্য নিজে তৈরি করে।হেটারােট্রফিক অর্থাৎ পরভােজী।
৬.অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি করে।যৌন ও অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি। করে।অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি করে।যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি করে।যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি করে।
৭. ভূণ গঠিত হয় না। ভূণ গঠিত হয় না। ভূণ গঠিত হয় না। ভূণ গঠিত হয় ভূণ গঠিত হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]


(খ) কোনটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা দেখাও:

উপাদানরাজ্যের
আমাশয়ের জীবাণু; নিউমোকক্কাস;মনেরা
রাইজোবিয়াম;প্রোটিস্টা
মিউকর; অ্যাগারিকাস;ফানজাই
শামুক; দোয়েল;প্লানটি
আমগাছ; সাইকাস; স্পাইরোগাইরা;অ্যানিমেনিয়া

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Leave a Comment