৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৯ম অধ্যায়ে স্লোগানের উল্লেখ আছে

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৯ম অধ্যায়ে স্লোগানের উল্লেখ আছে

স্লোগান হচ্ছে একটি শক্তিশালী এবং আকর্ষষণীয় শব্দ, বাক্য বা বাক্যাংশ, যা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য রাজনৈতিক, বাণিজ্যিক, ধর্মীয় প্রভৃতি প্রেক্ষাপটে ব্যবহার করা হয়।

স্লোগান হতে হয় মনে রাখা সহজ এমন কিছু শব্দ, যাতে থাকবে ইতিবাচক নীতিবাক্য, যা স্বতন্ত্র ও সংক্ষিপ্ত। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিপণন স্লোগানকে ট্যাগলাইন বলে।

বাংলাদেশের একটি জনপ্রিয় স্লোগান হচ্ছে ‘জয় বাংলা’। শুধু বাংলাদেশে না, ভারতের পশ্চিমবঙ্গ ও আসামেও এই ‘জয় বাংলা’ স্লোগানটি ব্যবহৃত হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা জুগিয়েছিল।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ভারতের বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকার লোকরাও বাঙালির ঐক্য বোঝাতে এর ব্যবহার করে থাকে। এর আগে বাঙালি কখনো এত তীব্র, সংহত ও তাৎপর্যপূর্ণ স্লোগান দেয়নি, যাতে একটি পদেই প্রকাশ পেয়েছে রাজনীতি, সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ। ‘জয় বাংলা’ স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিতভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জয় উদযাপন করতেন।

বাঙালিদের আরেকটি জনপ্রিয় স্লোগান হচ্ছে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। বাংলাপ্রেমী ছাত্রজনতা ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এই স্লোগানটি দিয়েছিল। সেই বছর একুশে ফেব্রুয়ারি ভাষার দাবিতে স্লোগান দিতে গিয়ে শহীদ হন সালাম, রফিক, বরকতসহ নাম না জানা আরো অনেকে। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কিছু উল্লেখযোগ্য স্লোগান হচ্ছে—

‘বীর বাঙালি অস্ত্র ধর / বাংলাদেশ স্বাধীন কর।’ কিংবা ‘তোমার আমার ঠিকানা / পদ্মা, মেঘনা, যমুনা’ ইত্যাদি।

১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেনের দেহে লেখা একটি কালজয়ী স্লোগান হচ্ছে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।’

বর্তমানে নির্বাচনের মৌসুমে শোনা যায় নানা রকম মুখরিত স্লোগান। কিছু কিছু স্লোগানে পাওয়া যায় ছন্দ ও তাল। যেমন ‘অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র’, ‘ভোট দিবেন কিসে? / অমুক মার্কার বাক্সে’।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমাদের YouTube এবং Like Page

  • ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment