শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, জেনে নিন কিছু পরামর্শ

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। জেনে নিন কিছু পরামর্শ। অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২১ জেনে নিন কিছু পরামর্শ , এই তথ্য ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।

এই পরীক্ষার সময় ৪ ঘন্টা এবং প্রমোশন এর জন্য ৫০% বিষয়ে পাশ করতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল ০৯:৩০ টায় সুতরাং অনন্ত এক ঘণ্টা আগেই পরীক্ষার হলের উদ্দেশ্য বের হতে চেষ্টা করবেন এবং মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন এবং পরীক্ষা নিয়ে বেশী টেনশন না করাই বুদ্ধিমানের কাজ।

পরীক্ষার হলে যে কাজগুলো ঠাণ্ডা মাথায় করতে হবে।

১। খাতায় রেজিস্ট্রেশন নম্বর পূরন ও
অনান্য কাজ গুলা সতর্কতার সাথে করুন।
২। হাতের লেখা সুন্দর করার চেষ্টা করুন।
৩। অন্যদের থেকে আপনার খাতা
আলাদাভাবে উপস্হাপন করার চেষ্টা করুন।
৪। যে সকল প্রশ্ন গুলা খুব ভালো পারবেন
মনে হয়, সে গুলা আগে লিখুন, তবে
প্রশ্নের বিভাগ পরিবর্তন করবেন না।
৫। প্রশ্নের নম্বর গুলা ভাল করে লিখুন আর
লেখার ধরনটা অনুচ্ছেদ আকারে হলে ভাল
হয়।
৬। ভুল করেও কখনো নকল করতে যাবেন
না।
৭। সব গুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা
করুন।
৮। খাতায় কোন ভাবে ভুল করে ফেললে,
স্যারের সাথে কথা বলুন।
৯। পরীক্ষার হলে নিজেকে অতিরিক্ত
কিছু ভাবার চেষ্টাও করবেন না।
১০। পরীক্ষার শেষে খাতাটা ভালো
করে চেক করুন।

শিক্ষা

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment