মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তুলে ধর,মনোচিকিৎসা সমাজকর্মের তাৎপর্যসমূহ ব্যাখ্যা কর।, মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ লিখ, মনোচিকিৎসা সমাজকর্মের গুরুত্ব বর্ণনা কর

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

প্রশ্ন সমাধান: মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তুলে ধর,মনোচিকিৎসা সমাজকর্মের তাৎপর্যসমূহ ব্যাখ্যা কর।, মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ লিখ, মনোচিকিৎসা সমাজকর্মের গুরুত্ব বর্ণনা কর।, মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি? মনোচিকিৎসা সমাজকর্মের প্রয়োজনীয়তা আলোচনা কর


ভূমিকা :
 সাইকিয়াট্রিক সমাজকর্ম সাহায্যার্থীর মানসিক, সামাজিক ও অন্যান্য দিকের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করা হয়। সমাজকর্মের জ্ঞানকে কাজে লাগিয়ে সাইকিয়াট্রিক সমাজকর্মী তার দক্ষতা ও অভিজ্ঞতাকে এক্ষেত্রে কাজে লাগিয়ে থাকে।


মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য : সাইকিয়াট্রিক মনোচিকিৎসা সমাজকর্ম মানসিক স্বাস্থ্যকেন্দ্রে অনুশীলন করা হয়। এটি সহায়ক প্রক্রিয়া হিসেবে কাজ করে থাকে। নিম্নে সাইকিয়াট্রিক সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হলো :


১. সাইক্রিয়াটিক সমাজকর্মের অন্যতম লক্ষ্য হলো মানসিক ও অন্যান্য সামাজিক সেবা প্রদান করা।
২. সাইকিয়াট্রিক সমাজকর্মের আরেকটি লক্ষ্য হলো রোগীকে সুস্থতা দান করার ব্যবস্থা করা।
৩. পারিবারিক ও দলীয় থেরাপি প্রদান করা হয়।
৪. সাহায্যার্থীকে পরামর্শ দান করা এর বিশেষ লক্ষ্য।
৫. সমস্যার কারণ ও এর চিকিৎসা প্রদান করা।
৬. সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়।
৭. সাহায্যার্থীর মানসিক ও সামাজিক দিক বিবেচনা করে তাকে সাহায্য করা এর অন্যতম লক্ষ্য।
৮. সাহায্যার্থীকে তার পরিবেশের সাথে খাপখাওয়ানোর লক্ষ্যে কাজ করেন।
৯. সাহায্যার্থীর কারণ অনুসন্ধান করে প্রত্যক্ষভাবে তাকে সাহায্য করে থাকে।
১০. সাইকিয়াট্রিক সমাজকর্মের আরেকটি লক্ষ্য হলো সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে পেশাদার সম্পর্ক গড়ে তোলা।


আরো ও সাজেশন:-

মনোচিকিৎসা সমাজকর্মের গুরুত্ব :
নিম্নে সাইকিয়াট্রিক সমাজকর্মের গুরুত্ব আলোচনা করা হলো:
১. মানসিক অসুস্থতা বিশ্লেষণ : দৈহিক ও সামাজিক সুস্থতা মানসিক স্বাস্থ্যের উপর নির্ভরশীল। সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিক অসুস্থতা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া সামাজিক উপাদান বিশ্লেষণেও এটি পদক্ষেপ গ্রহণ করে।


২. মানবিক সমস্যার সমাধান : সাইকিয়াট্রিক সমাজকর্ম মানুষের মানবিক সম্পর্কের দিকটির উপর গুরুত্বরোপ করে।মানবিক সম্পর্কের সাথে সামাজিক সুস্থতার বিষয়টি জড়িত। তাই মানবিক সমস্যার সমাধানে মনোচিকিৎসা সমাজকর্ম সবসময় তৎপর।


৩. রোগীদের আচরণ সংশোধন : পরিবেশগত ও সামাজিক সম্পদ ব্যবহারের মাধ্যমে সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিক রোগীদের আচরণ সংশোধনে সহায়ক ভূমিকা পালন করে। এক্ষেত্রে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত সম্পদকে কাজে লাগানো হয়।


৪. সামাজিক সম্পর্কের উন্নয়ন : মানসিক অসুস্থরা সামাজিক ভূমিকা পালনে পিছিয়ে পড়ে। এ অবস্থায় সাইকিয়াট্রিক সমাজকর্ম সমাজকর্মের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যক্তিকে তার সামাজিক সম্পর্কের উন্নয়নে সহায়তা করে থাকে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৫. ব্যক্তির সামগ্রিক মূল্যায়ন : মানসিক রোগীরা সাধারণত হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা পেয়ে থাকে।মনোচিকিৎসকরা এজন্য রোগীর-অবচেতন দিক এবং ব্যক্তির সামঞ্জস্যহীনতার চিকিৎসা করে থাকে। কিন্তু সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিক রোগীর পরিবারসহ সকল দিক মূল্যায়ন করেন।


৬. ব্যক্তি ও পরিবেশের মিথষ্ক্রিয়া : সাইকিয়াট্রিক সমাজকর্ম ব্যক্তি ও পরিবেশের মিথস্ক্রিয়া থেকে সৃষ্ট মানসিক অসুস্থতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ব্যক্তি ও পরিবেশ উভয় অবস্থাই মানসিক সমস্যা থেকে মুক্ত থাকে I


৭. তথ্যসংগ্রহ ও চিকিৎসা প্রদান : একজন মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি সম্পর্কে তথ্যসংগ্রহ, সম্ভাব্য কারণ নির্ণয় এবং চিকিৎসা প্রদানের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্মের গুরুত্ব অত্যধিক।


৮. কাউন্সেলিং প্রদান : সাইকিয়াট্রিক সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কাউন্সেলিং বা পরামর্শ প্রদান করা।এটি সাইকিয়াট্রিক সমাজকর্মী ও মানসিক সাহায্যার্থীর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে হয়ে থাকে। এতে সাহায্যার্থীরার উপর কোন কিছু চাপিয়ে দেয়া হয় না।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

৯. পেশাগত সম্পর্ক স্থাপন : সাইকিয়াট্রিক সমাজকর্মের আরেকটি দিক হলো সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে পেশাদার সম্পর্ক (Rapport) গড়ে উঠা, যা অন্য কোন পেশায় দেখা যায় না। এর ফলে উভয়ের মধ্যে যোগাযোগ স্থাপনের মাধ্যমে সমস্যা সমাধানের সকল কার্যক্রম সম্পন্ন হয়।


১০. রোগীকে হাসপাতালে প্রেরণ : মানসিক সমস্যায় আক্রান্ত রোগীকে হাসপাতাল পরিবেশে চিকিৎসা প্রদান অতি জরুরি। সাইকিয়াট্রিক সমাজকর্মের গুরুত্বপূর্ণ দিক হলো ব্যক্তির সমস্যার প্রকৃতি অনুযায়ী তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা।


উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, শিল্পবিপ্লবোত্তর আধুনিক সমাজে মানসিক সমস্যা দূরীকরণে মনোচিকিৎসা সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাইকিয়াট্রিক সমাজকর্মের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment