জ্ঞানমূলক প্রশ্ন -৩য় অধ্যায়: একমালিকানা ব্যবসায় এইচএসসি প্রস্তুতি

জ্ঞানমূলক প্রশ্ন -৩য় অধ্যায়: একমালিকানা ব্যবসায় এইচএসসি প্রস্তুতি

তৃতীয় অধ্যায়
একমালিকানা ব্যবসায়

১। একমালিকানা ব্যবসায় কী?

 উত্তর : যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি এবং মালিকই সর্বেসর্বা তাকে একমালিকানা ব্যবসায় বলে।

২। দায়ের দিক থেকে কোন ব্যবসায় সংগঠন বেশি ঝুঁকিপূর্ণ?

 উত্তর : একমালিকানা ব্যবসায় সংগঠন।

৩। কোন ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়?

 উত্তর : একমালিকানা ব্যবসায় সংগঠনে।

৪। সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় সংগঠন কোনটি?

 উত্তর : একমালিকানা ব্যবসায় সংগঠন।

৫। মালিকের অসীম দায় কী?

 উত্তর : ব্যবসায়ে বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরেও মালিকের  দায় সৃষ্টি হওয়াকে মালিকের অসীম দায় বলে।

৬। যৌথ উদ্যোগে ব্যবসায় কী?

 উত্তর : দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করা হলে তাকে যৌথ উদ্যোগে ব্যবসায় বলে।

৭। ট্রেড লাইসেন্স কী?

 উত্তর : স্থায়ী ব্যবসায় গড়তে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা বা মিউনিসিপ্যাল করপোরেশন থেকে যে লাইসেন্স নিতে হয় তাকে ট্রেড লাইসেন্স বলে।

৮। পরিবর্তনশীল পণ্যের ব্যবসায় কী?

 উত্তর : যেসব পণ্যের চাহিদা সময় এবং ক্রেতার রুচি বা পছন্দের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তাকে পরিবর্তনশীল পণ্যের ব্যবসায় বলে।

৯। ভ্রাম্যমাণ ব্যবসায় কী?

 উত্তর : বাড়ি বাড়ি বা এলাকা ঘুরে ঘুরে পণ্যসামগ্রী বিক্রি করাকে ভ্রাম্যমাণ ব্যবসায় বলে।

১০। ব্যবসায়ী জোট কী?

 উত্তর : পারস্পরিক প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যবসায় প্রতিষ্ঠান জোটবদ্ধ হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে ব্যবসায়ী জোট বলে।

১১। সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় কী?

 উত্তর : সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গঠিত হয় তাকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় বলে।

H.S.C

Leave a Comment