ইউক্যারিওটিক কোষ ও প্রোক্যারিওটিক কোষ পার্থক্য, ইউক্যারিওটিক কোষ vs প্রোক্যারিওটিক কোষ পার্থক্য, ইউক্যারিওটিক কোষ ও প্রোক্যারিওটিক কোষ তুলনামূলক আলোচনা, প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ মধ্যে পার্থক্য

 

https://jobspointbd.com/

My Ads

Google Adsense Ads

প্রশ্ন সমাধান: ইউক্যারিওটিক কোষ ও প্রোক্যারিওটিক কোষ পার্থক্য, ইউক্যারিওটিক কোষ vs প্রোক্যারিওটিক কোষ পার্থক্য, ইউক্যারিওটিক কোষ ও প্রোক্যারিওটিক কোষ তুলনামূলক আলোচনা, প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ মধ্যে পার্থক্য


প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্যঃ

যে কোষে সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত থাকে না তাকে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বলে। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। যে কোষে সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত থাকে না তাকে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বলে। অন্যদিকে, যে কোষে সুগঠিত বা সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত থাকে তাকে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ বলে।

২। প্রোক্যারিওটিক কোষে কোন কোষ প্রাচীর থাকে, যার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। অন্যদিকে, ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান সেলুলোজ, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকেনা।

৩। প্রোক্যারিওটিক কোষ তুলনামূলকভাবে ছোট (1 – 10µm )। অন্যদিকে, ইউক্যারিওটিক কোষ তুলনামূলকভাবে বড়ো (5 – 100µm ) ।

৪। প্রোক্যারিওটিক কোষ অনুন্নত এবং সরল । অন্যদিকে, ইউক্যারিওটিক কোষ উন্নত ও অপেক্ষাকৃত জটিল।

৫। প্রোক্যারিওটিক কোষ নিউক্লিয়াস অঞ্চলটি (নিউক্লয়েড) নিউক্লিয় পর্দা (নিউক্লিয়ার মেমব্রেন) দিয়ে ঘেরা নয়। অন্যদিকে, ইউক্যারিওটিক কোষ নিউক্লিয়াস অঞ্চলটি নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা।

৬। প্রোক্যারিওটিক কোষে একটিমাত্র ক্রোমোজোম থাকে । অন্যদিকে, ইউক্যারিওটিক কোষে একাধিক ক্রোমোজোম থাকে ।

৭। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না। অন্যদিকে, ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না।

৮। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70S প্রকৃতির। অন্যদিকে, ইউক্যারিওটিক কোষে রাইবোজোম 80S প্রকৃতির।


ইউক্যারিওটিক কোষ (Eukaryotic cells):

যে কোষে সুগঠিত বা সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত থাকে তাকে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ বলে। অর্থাৎ যেসব কোষে নিউক্লিয়াসকে সংগঠিত (নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক উপস্থিত) এবং নিউক্লিয় পর্দা বেষ্টিত, ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিনযুক্ত , কষে পর্দাঘেরা একাধিক কোষ অঙ্গাণু থাকে, তাদের আদর্শ কসবা ইউক্যারিওটিক কোষ বলে। উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষের প্রকৃত উদাহরণ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রোক্যারিওটিক কোষ (Prokaryotic Cells):

যে কোষে সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত থাকে না তাকে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বলে। প্রোক্যারিওটিক কোষগুলি হল সবচেয়ে আদিম কোষ । তাদের একটি নির্দিষ্ট নিউক্লিয়াস নেই যার মধ্যে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া (নীল-সবুজ শৈবাল) রয়েছে। ক্রোমাটিন দেহগুলি সাইটোপ্লাজমের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রোক্যারিওটে, অযৌন বিভাজন মূলত বাইনারি ফিশন ঘটে। প্রোক্যারিওটগুলি ইউক্যারিওটসের চেয়ে ছোট।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

ধর্মঅন্যানশিক্ষাস্বাস্থ্য
মতামতচাকরিশিক্ষা সংবাদParagraph

Google Adsense Ads

Leave a Comment