Google Adsense Ads
“অশ্রু দেবে না হৃদয় দেবে”
–রুদ্র অয়ন
পাতাবাহার নিবে না ফুল
দু’টোই নজরকাড়া,
একটার নেই গন্ধ একটা
সুবাসে মাতোয়ারা!
সাগর ছোঁবে না আকাশ?
দু’টোইতো বেশ নীল,
ছুঁতে পারো যেটা ইচ্ছে
দু’টোয় অনেক মিল!
কাঁদাবে শুধু না দেবে মন
কোনটা তোমার ইচ্ছে?
তুমিহীনে নয়ন হৃদয়
দু’টোয় যে আজ ভিজছে!
Google Adsense Ads
- MRA করার খরচ,MRA কেন করা হয়,MRA কি
- CT SCAN করার খরচ,CT SCAN কেন করা হয়,CT SCAN কি, CT SCAN এর কাজ কী?
- PET SCAN করার খরচ,PET SCAN কেন করা হয়,PET SCAN কি, PET SCAN এর কাজ কী?
- ভালো পর্ষদ কক্ষ অনুশীলনের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর
- পর্যায়ক্রমিক পরিকল্পনার উদ্দেশ্য সমূহ বর্ণনা কর
Google Adsense Ads