৮ম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান, ১ম সপ্তাহের এসাইনমেন্ট 2021

৮ম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান, ১ম সপ্তাহের এসাইনমেন্ট 2021

Assignment Writing Side পরীক্ষা প্রস্তুতি শিক্ষা
শেয়ার করুন:

সকল সাধকের মূল উদ্দেশ্য পরমপুরুষকে পাওয়া উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করো

উত্তর:

একজন সাধকের মূল উদ্দেশ্য তার পরপুরুষকে পাওয়া এখানে পরমপুরুষ বলতে ঈশ্বরের সাধনা কে বোঝানো হয়েছে। নিম্নে তা আলোচনা করা হল।

সাধকরা পৃথিবীর নিয়ন্ত্রক হিসেবে ঈশ্বরকে সাধনা করেন ।তারা মনে করেন পৃথিবীর বিভিন্ন জীব বৈচিত্রের মাঝে একটি শৃঙ্খলা বিরাজ করছে একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক না থাকলে এই মহাবিশ্বের সবকিছু শৃংখল এর মধ্যে পরিচালিত হতো না।

ব্রহ্মকে বলা হয় পরমাত্মা ব্রম্য যখন জীবের উপর প্রভুত্ব করেন এবং জীবকুলের সবকিছু পরিচালনা করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। ব্রম্য পরমপুরুষ ও নিরাকার এবং তিনি নিজের আনন্দের জন্য ইচ্ছামত নিজেকে নানা রূপে প্রকাশ করেন। প্রতিষ্ঠাতা এবং মানবজাতির একমাত্র নিয়ন্ত্রক।

আত্মা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলা হয় যে তিনি মানুষ পশুপাখি কীটপতঙ্গ সবকিছুর মাঝে অবস্থান করেন বলে ঈশ্বর ভক্তরা সমানভাবে দেখেন কোনরূপ হিংসা-বিদ্বেষ করেন না। একজন সাধকের কাছে পরমপুরুষ আনন্দময় ও তাকে তারা সর্বশক্তিমান হিসেবে ভক্তি শ্রদ্ধা করে তাকে দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। মাধ্যমে পরমাত্মা ও ভগবান উপলব্ধি করেছেন।

Assignment

শেয়ার করুন:

4 thoughts on “৮ম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান, ১ম সপ্তাহের এসাইনমেন্ট 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *