৬ষ্ঠ শ্রেণি, বিষয়: কৃষি শিক্ষা, ৩য় এস্যাইনমেন্ট

৩য় এস্যাইনমেন্ট, ৬ষ্ঠ শ্রেণি, বিষয়: কৃষি শিক্ষা

৩য় এস্যাইনমেন্ট, ৬ষ্ঠ শ্রেণি, বিষয়: কৃষি শিক্ষা

৬ষ্ঠ শ্রেণি, বিষয়: কৃষি শিক্ষা, ৩য় এস্যাইনমেন্ট

এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম: 

১ম অধ্যায়: আমাদের জীবনে কৃষি ও বনায়ন

পাঠ-১ : কৃষির পরিধি ও পরিসর

পাঠ-২ : ফসল, মৎস্য, পশু পাখি

২য় অধ্যায়ঃ কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি

পাঠ-৪: হস্ত চালিত উন্নত যন্ত্রপাতির ব্যবহার

পাঠ-৫: শক্তি চালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার

পাঠ-৯: যান্ত্রিক উৎপাদনে স্থানীয় কৃষি যন্ত্রপাতি ও ব্যবহার

এ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ:

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

ক) কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?

খ) বনায়ন কাকে বলে?

গ) একটি ছকে ৫টি করে মাঠ ফসল ও উদ্যান ফসল এর নাম লিখ :

উদ্যান ফসল  মাঠ ফসল

ঘ) নিচের কৃষি কাজগুলাে করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ কর :

কাজের ধরন – যন্ত্রপাতি

  • জমি চাষ
  • বীজ বপন
  • ঔষধ ছিটানাে
  • ফসলের মাঠে সেচ

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

More Assignment Links==>>Click

 উত্তর দেখুন

ক) কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?

উত্তর:  কৃষি বিষয়ক তথ্য পেতে ইন্টারনেটের বিকল্প নেই। কারণ একজন কৃষকের যেকোনো চাষাবাদের শুরু থেকে ফসল তোলা পর্যন্ত যাবতীয় তথ্যাদি কেবল ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন পাওয়া সম্ভব।

ফসলের চাষাবাদ পদ্ধতি রোগবালাই দমন, কিটনাশক প্রয়োগ, ফসল কর্তন, প্রভৃতি সম্পর্কে পুরো তথ্য ইন্টারনেটে পাওয়া যায়।

কৃষি গবেষক তাদের অর্জিত তথ্য বা গবেষণার ফল ইন্টারনেটে দিয়ে থাকে। ফলে সহজেই কৃষি বিষয়ক যে কোন তথ্য পেতে ইন্টারনেটের সাহায্য প্রয়োজন।

খ) বনায়ন কাকে বলে?

উত্তর:  বনায়ন হলো বনভূমিতে বৈজ্ঞানিক উপায়ে গাছ লাগানো পরিচর্যা ও সংরক্ষণ করা। বানান বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন এবং কৃষি বনায়ন বোঝায়।

গ) একটি ছকে ৫টি করে মাঠ ফসল ও উদ্যান ফসল এর নাম লিখ :

উদ্যান ফসল  মাঠ ফসল

উত্তর:  নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল উদ্যান ফসলের নাম লেখ

উদ্যান ফসল- ১. লাউ, ২.শিম, ৩. ফুলকপি, ৪. টমেটো, ৫. আলু

মাঠ ফসল- ১. ধান, ২. গম, ৩. ভুট্টা, ৪. পাট, ৫. তুলা

ঘ) নিচের কৃষি কাজগুলাে করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ কর :

উত্তর:  জমি চাষ- লাঙ্গল, জোয়াল, কোদাল, বই, আচড়া, নিড়ানি, ইত্যাদি;

বীজ বপন- বীজ বপন যন্ত্র;

ওষুধ ছিটানো- ন্যাপসেক স্পেয়ার;

ফসলের মাঠে সের্চ- বারি পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প ইত্যাদি;

এটাই ছিল মাঠ ফসল ও উদ্যান ফসল – কৃষিজ যন্ত্রপাতি বিষয়ক আজকের আলোচনা।

সব এ্যাসাইনমেন্টর উত্তর লিংক 

More Assignment Links==>>Click

Leave a Comment