৬ষ্ঠ শ্রেণির ১ম,২য় ও ৩য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর সমূহ ২০২১

Class: 6 Assignment Answers 3rd Week Assignment

২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: গণিত

 তিনটি সংখ্যা ২৮, ৪৮ ও ৭২

  • (ক) ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সনাক্ত কর।
  • (খ) ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর।
  • (গ) মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর।
  • (ঘ) ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যনতম সাধারণ গুণিতক নির্ণয় কর।
  • (ঙ) দেখাও যে উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফলের সমান।

উত্তর : লিংক

৬ষ্ঠ শ্রেণির ২০২১ সালের ৩য় এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: কৃষি শিক্ষা

ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আবদুর রহিম নিজ বাড়িতে ২টি গাভী , ১টি ষাঁড় , ২০টি হাঁস ও ২০টি মুরগি পালন করেন । এ ছাড়াও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি , ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন । তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন । তুমি কী মনে কর মানুষের মৌলিক চাহিদাগুলোর সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব ? যুক্তি দ্বারা তোমার মতামত উপস্থাপন কর।

উত্তর : লিংক

৬ষ্ঠ শ্রেণির ২০২১ সালের ৩য় এ্যাসাইনমেন্ট উত্তর বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান

  1. তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।
  2. নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ কর।
    শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস

  • আনুষ্ঠানিক স্থান
  • অনানুষ্ঠানিক স্থান
  • কাজের স্থান

উত্তর : লিংক

২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে

৬ষ্ঠ শ্রেণির ২য় সপ্তাহের ইংরেজি এ্যাসাইনমেন্ট ২০২১

তোমরা যারা ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছো তোমাদের জন্য দ্বিতীয় সপ্তাহে তোমাদের ইংরেজি বই থেকে ১টি নির্ধারিত কাজ এ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে তোমাদেরকে এটি সমাধান করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে;

শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: ইংরেজি, এ্যাসাইনমেন্ট নং-০১, Class 6 English Assignment No-1

Think of your first day at school. What experience did you have then? How did you feel – happy, frightened, thrilled, or shy? Why did you feel so?

১. উত্তর: লিংক

৬ষ্ঠ শ্রেণির ২য় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১

দ্বিতীয় সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকেও এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এটি তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১ম অ্যাসাইনমেন্ট হিসেবে নির্ধারিত হয়েছে।

শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এ্যাসাইনমেন্ট নং-০১

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হল।

১৯৫২ থেকে ১৯৭১ পযন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র প্রতিবেদন তৈরি কর

উত্তর: লিংক

১. উত্তর: লিংক

৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর সমূহ ২০২১

বাংলা ২য় পত্র

৬ষ্ঠ শ্রেণির ২০২১ সালের প্রথম সপ্তাহের বাংলা ২য় পত্র এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশিকা
বিষয়ঃ বাংলা ব্যাকরণ, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং-০১

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: ভাষা ও বাংলা ভাষা (ব্যাকরণ);

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:
১.৫ ভাষার রূপ বৈচিত্র্য

(জ) সাধু ও চলিত ভাষা
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
১. নিচের রচনাংশটুকু চলিত রীতিতে রূপান্তর কর:

তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতাে একটি গাভি চাহিলেন। সেও ধবল রােগীর মতাে তাহাকে কিছুই দিলনা।

তখন স্বর্গীয়দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাক, তবে যেমন ছিলে আল্লাহ তােমাকেআবার তেমনি করিবেন।
তারপর স্বর্গীয়দূত পূর্বে যে অন্ধছিল, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি।

বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনাে উপায় নাই। যিনি তােমার চক্ষু ভালাে করিয়া দিয়াছেন, আমি তােমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি;

যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি।

উত্তর: লিংক

ইসলাম ও নৈতিক শিক্ষা

ষষ্ঠ শ্রেণির ২০২১ সালের প্রথম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশিকা
শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: প্রথম অধ্যায়: আকাইদ

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:
পাঠ- ১ (তাওহিদ);
পাঠ-২ (কালিমা তায়্যিবা);
পাঠ-৩ (কালিমা শাহাদাত);
পাঠ-৪ (ইমান মুজমাল);
পাঠ-৫ (আল আসমাউল হুসনা);
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
তােমার চারপাশের নানা নিদর্শন উল্লেখসহ কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের আলােকে আল্লাহ তায়ালার একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি কর।

নির্দেশনা:

তাওহিদ, কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের ধারণা বিষয় শিক্ষক মাতা পিতা/ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সাথে আলােচনা/ সহায়ক বই পুস্তক/ ইন্টারনেটের সহযােগিতা গ্রহণ;

উত্তর: লিংক

৬ষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা 

জীবে প্রেম করার মধ্য দিয়ে কিভাবে ঈশ্বরের সেবা করা যায় তা তােমার অথবা তােমার। পারিবারিক জীবনের জীব সেবার কোনাে অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে উপস্থাপন কর।

উত্তর: লিংক

1 thought on “৬ষ্ঠ শ্রেণির ১ম,২য় ও ৩য় সপ্তাহের এসাইনমেন্ট উত্তর সমূহ ২০২১”

Leave a Comment