৫ম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান: ২য় অধ্যায়: পরিবেশদূষণ, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

৫ম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান: ২য় অধ্যায়:পরিবেশদূষণ, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১।   পরিবেশদূষণ কী?

     উত্তর : পরিবেশের বিভিন্ন রকম পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশদূষণ বলে।

২।   পরিবেশ কিভাবে দূষিত হয়?

     উত্তর : বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়।

৩।   বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কোনটি?

     উত্তর : বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশদূষণ।

৪।   পরিবেশদূষণের প্রধান কারণ কোনটি?

     উত্তর : পরিবেশদূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন।

৫।   কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।

     উত্তর : কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম হলো—তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি।

৬।   মানুষ কেন পরিবেশ ধ্বংস করছে?

     উত্তর : প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে।

৭।   পরিবেশদূষণগুলো কী কী?

     উত্তর : বিভিন্ন ধরনের পরিবেশদূষণগুলো হলো— বায়ুদূষণ, পানিদূষণ, মাটিদূষণ ও শব্দদূষণ।

৮।   বায়ু কিভাবে দূষিত হয়?

     উত্তর : বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশলে বায়ু দূষিত হয়।

৯।   বায়ুদূষণের ফলে কী কী ক্ষতি হচ্ছে?

     উত্তর : বায়ুদূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে। এ ছাড়া মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

১০।  পানি কিভাবে দূষিত হয়?

     উত্তর : পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়।

১১। দূষিত পানির কারণে সৃষ্ট দুটি রোগের নাম লেখো।

     উত্তর : দূষিত পানির কারণে সৃষ্ট দুটি রোগের নাম হলো— কলেরা বা ডায়রিয়া ও   চর্মরোগ।

১২। মাটি কিভাবে দূষিত হচ্ছে?

     উত্তর : কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়।

১৩। মাটিদূষণের ফলে কী কী ক্ষতি হয়?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

     উত্তর : মাটিদূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। গাছপালা ও পশুপাখি মারা যায় এবং তাদের বাসস্থান ধ্বংস হয়। এ ছাড়া মানুষের স্বাস্থ্যের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলে।

১৪।  শব্দদূষণ কী?

     উত্তর : যে মাত্রায় শব্দ করলে মানুষের মস্তিষ্ক ও শ্রবণশক্তি ক্ষতি সাধিত হয় তা-ই শব্দদূষণ।

১৫।  শব্দদূষণ মানুষের কী ক্ষতি করে?

     উত্তর : শব্দদূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে।

১৬।  শব্দদূষণ কিভাবে রোধ করা যায়?

     উত্তর : যখন-তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দদূষণ রোধ করা যায়।

১৭।  পরিবেশ সংরক্ষণ কী?

     উত্তর : প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

আমাদের YouTube এবং Like Page

  • ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment