২০২১ সালের এইচএসসি বিএম ১১শ শ্রেণি হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (১) ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান 2021

Advertisement

অ্যাসাইনমেন্ট : 

১. উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।

২. রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন। ২০২০ইং 

জানুয়ারী – ১, পণ্য ক্রয় করে নগদে ৪০%, ধারে ২০% এবং ৪০% চেকে প্রদান ১০,০০০ টাকা।

 জানুয়ারী – ৩, পণ্য বিক্রয় করে ৫০% চেকে এবং ৫০% নগদ পাওয়া গেল ২০,০০০ টাকা। 

জানুয়ারী – ৫, ব্যাংকে জমা দেওয়া হলো ৫,০০০ টাকা। 

জানুয়ারী – ৭, মনিহারি দ্রব্যাদি ক্রয় ৫০০ টাকা। 

Advertisement

জানুয়ারী – ১০, বিজ্ঞাপন খরচ ৫০% নগদে এবং ৫০% চেকে পরিশোধ ৪,০০০ টাকা।

 জানুয়ারী – ১৫, তিমিরের কাছ থেকে চেক পাওয়া গেল ৮,৫০০ টাকা। 

জানুয়ারী – ১৭, অফিসের জন্য একটি স্টীলের আলমারি ক্রয় ২২,০০০ টাকা। 

জানুয়ারী – ২০, লগ্নির সুদ পাওয়া গেল ৮০০ টাকা। 

জানুয়ারী – ২৫, বাড়ি ভাড়া প্রদান ৬০০ টাকা। 

জানুয়ারী – ২৭, বৃষ্টিকে চেক প্রদান ৬,৫০০ টাকা। 

জানুয়ারী – ৩০, কর্মচারী জলিলকে বেতন প্রদান ৭০০ টাকা। 

করণীয় ঃ নিম্নোক্ত লেনদেনগুলো খতিয়ানে স্থানান্তরিত কর।

 শিখনফল/বিষয়বস্তু :  

  • অধ্যায় ২ লেনদেন ও হিসাব সমীকরণ
  • অধ্যায় ৩ লিপিবদ্ধকরণ প্রক্রিয়া 
  •  খতিয়ান

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • লেনদেন এর ব্যাখ্যা করতে হবে
  •  সঠিক ছক তৈরি করতে হবে
  •  লেনদেন লিপিবদ্ধকরণ করতে হবে
  •  হিসাবের জের নির্ণয় করতে হবে
0001

Advertisement 5

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।

অর্থ বা অর্থের মাপকাঠিতে নিরুপিত কোন ঘটনার ফলে ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যে পরিবর্তন হয়, তাকে কারবারি লেনদেন বলে।

লেনদেনের মৌলিক বৈশিষ্ট্য :

১. লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থায় (A=L+OE) অবশ্যই পরিবর্তন আসবে

২. লেনদেন অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য

৩. পণ্য দ্রব্য বা সেবার বিনিময় থাকতে হবে

৪. দ্বৈতসত্ত্বার অধিকারী হতে হবে (ডেবিট ও ক্রেডিট)

Advertisement 2

লেনদেন লিপিবদ্ধ করার ভিত্তি : সাধারণত ২টি ভিত্তির উপরে লেনদেনকে লিপিবদ্ধ করা হয়-

১. বকেয়া ভিত্তি বা প্রাপ্য-প্রদেয় ভিত্তি

২. নগদান ভিত্তি

১. বকেয়া বা প্রাপ্য-প্রদেয় ভিত্তি : এ ভিত্তিতে যখন আয় অর্জিত বা সংঘটিত হয়, তখনই লেনদেনটিকে আয় বা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় (নগদ অর্থ প্রাপ্তি বা পরিশোধ না হলেও)।

  • আধুনিক হিসাববিজ্ঞান বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত
  • হিসাববিজ্ঞানের সর্বসাধারণ গৃহীত নীতিমালা (GAAP) অনুযায়ী বকেয়া ভিত্তিতে হিসাব-নিকাশ করা হয়

২. নগদান ভিত্তি : এ ভিত্তিতে শুধুমাত্র নগদ টাকার প্রাপ্তি ও প্রদানের ঘটনা ঘটলেই তা লিপিবদ্ধ করা হয়।

  • এটি GAAP স্বীকৃত নয়
11

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২. রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন। ২০২০ইং 

উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।, রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন ২০২০ইং https://www.banglanewsexpress.com/

(খ) জাবেদা করা হয়েছে

উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।, রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন ২০২০ইং https://www.banglanewsexpress.com/
উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।, রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন ২০২০ইং https://www.banglanewsexpress.com/

(গ) জাবেদা থেকে খতিয়ান করা হয়েছে

Advertisement 2

উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।, রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন ২০২০ইং https://www.banglanewsexpress.com/
উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।, রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন ২০২০ইং https://www.banglanewsexpress.com/
উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।, রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন ২০২০ইং https://www.banglanewsexpress.com/
উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।, রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন ২০২০ইং https://www.banglanewsexpress.com/
উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।, রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন ২০২০ইং https://www.banglanewsexpress.com/
উদাহরণসহ কারবারি লেনদেন ব্যাখ্যা কর।, রহমান ২০২০ সালের ১ জানুয়ারী তারিখে ৫০,০০০ টাকা নগদ এবং ১০,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলেন ২০২০ইং https://www.banglanewsexpress.com/

() চলমান জের ছকে নগদান হি: করা হয়েছে

1

প্রশ্ন মতে ৬টি লেনদেন জের দেখানো হলো আর করতে হবে না

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল  কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Advertisement 5

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের ৯ম/১০ শ্রেণি ভোকেশনাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
  • ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক

Advertisement 3

9 thoughts on “২০২১ সালের এইচএসসি বিএম ১১শ শ্রেণি হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ (১) ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান 2021”

  1. ভাই আপনি যে ৭ নাম্বার টা দ্যানে নাই plz একটু দিলে ভালো হতো vai…

    Reply
    • জাবেদার কথা বলছেন এখানে আমাদের লেখা ভূল হয়েছিলো তাই আগে ৭ দিয়েছি তার পরে ৫ দিয়েছি

      Reply
  2. হিসাবের জের নির্ণয় করার অংশটা আংশিক দেয়া হয়েছে। আর প্রশ্নপত্রে ২ জানুয়ারিতে কোন লেনদেন নেই। আশা করছি বিষয়টা সংশোধন করবেন।

    Reply
  3. হিসাবের জের নির্ণয় করার অংশটি আংশিক দেয়া হয়েছে। তাছাড়া ২ জানুয়ারি তারিখে প্রশ্নপত্রে কোন লেনদেন না থাকলেও আপনাদের খতিয়ানে ক্রয় হিসাব দৃশ্যমান।

    Reply
  4. ২য় প্রশ্নে বলা হয়েছে সঠিক ছক তৈরি করতে হবে।
    মূল্যায়ন করা হবে, ধারাবাহিক ভাবে খতিয়ানের সঠিক ছক তৈরী হয়েছে কিনা। আপনারা সেখানে খতিয়ানের দুইটা ছকের পাশাপাশি সম্পূর্ন জাবেদা কেনো লিপিবদ্ধ করেছেন। এটা আমার বুজে আসছেনা।

    Reply

Leave a Comment