১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সম্পর্কে অনধিক ৩০০ শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করুন, hsc উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১২শ শ্রেণি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ২য় অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১

শ্রেণি: ১২শ/ hsc/ উন্মুক্ত-2021 বিষয়: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 2857
বিভাগ: মানবিক শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সম্পর্কে অনধিক ৩০০ শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

ভূমিকা: ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ফলাফল ছিল ব্যাপক তাৎপর্যময়।পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বিভিন্নভাবে শোষণ করতে থাকে যা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ এর মধ্যে অন্যতম। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি কোনাে ক্ষেত্রেই শােষণ করার বাদ রাখে নি পশ্চিমা শাসকবর্গ । শােষণের পাশাপাশি তারা পূর্ব পাকিস্তানের জনগণের উপর নির্যাতন চালায় সমান তালে ।

পূর্ব পাকিস্তানের জনগণ এসব বঞ্চনা ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে আন্দোলন করে। এ বিক্ষিপ্ত আন্দোলনই ধীরে ধীরে মহীরূহ হয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের রূপ নেয়। গণআন্দোলনের দিনগুলােতে হরতাল, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন সূচিত হয়েছিল তা শেষ পর্যন্ত পাকিস্তানের লৌহ মানব খ্যাত সামরিক শাসক আইয়ুব খানের পতন ঘটাতে সক্ষম হয়। আন্দোলনের তীব্রতার কারণেই পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানির দাবি দাওয়া মানতে বাধ্য হয়।

১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ফলাফল

নিম্নে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ফলাফল বর্ণনা করা হলাে-

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার 

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে আগরতলা ষড়যন্ত্র মামলার অবসান ঘটে। গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ ও ছাত্রসংগ্রাম পরিষদের নেতাগণ ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে অনড় ও অটল থাকায় ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলায় অভিযুক্ত সব আসামিকে বিনা শর্তে মুক্তি দিতে আইয়ুব সরকার বাধ্য হন।

২. রাজবন্দিদের মুক্তি 

১৯৬৯ সালে গণআন্দোলন সমগ্র পূর্ব পাকিস্তানে বিশেষ করে বাঙালি জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়। তারা তাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে। প্রচণ্ড গণআন্দোলনের মুখে পূর্ব বাংলার সরকার আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত শেখ মুজিবসহ সকল রাজবন্দিদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয় ।

৩. শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি লাভ

১৯৬৯ সালের গণআন্দোলনের অন্যতম প্রভাব পড়ে শেখ মুজিবের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে। এ আন্দোলনের ফলেই তিনি বাংলার জনগণের কাছে অত্যন্ত প্রিয় পাত্র হিসেবে পরিচিত হয়ে উঠেন। ২৩ ফেব্রুয়ারি (১৯৬৮) রমনার রেসকোর্স ময়দানে এক গণসম্বর্ধনায় শেখ মুজিবুর  রহমানকে তৎকালীন ছাত্র নেতা তােফায়েল আহমেদ বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।

৪. গােল টেবিল বৈঠকের আহ্বান 

১৯৬৯ সালের গণঅভুথানের তীব্রতা প্রশমনের জন্য পাকিস্তানের সামরিক শাসন আইয়ুব খান ১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসে রাওয়ালপিণ্ডিতে এক গােল টেবিল বৈঠক আহবান করেন। এ বৈঠকে ৬ দফা কর্মসূচি প্রত্যাখ্যান করা হয়। ফলে গণআন্দোলন আবারও তীব্ররূপ ধারণ করে এবং প্রশাসন নিশ্চল হয়ে পড়ে।

৫. আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি 

গণ-অভ্যুত্থানে প্রশাসন নিশ্চল হয়ে পড়লে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ও অবনতি ঘটে। ফলে ২০ মার্চ আইয়ুব খানের সভাপতিত্বে রাওয়ালপিণ্ডিতে পুনরায় গােল টেবিল বৈঠক বসলে সেখানে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।

ক, প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে।
খ. যুক্তরাষ্ট্রীয় শাসন পদ্ধতি প্রবর্তন করা হবে।
গ. সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তন করা হবে।

৬. গােল টেবিল বৈঠক বর্জন 

আইয়ুব কর্তৃক আয়ােজিত গােল টেবিল বৈঠকে গৃহীত তিনটি বিষয়ে আইয়ুব খান ও বিরােধীদলীয় নেতৃবৃন্দ একমত হয়। কিন্তু ৬ দফার ভিত্তিতে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি মেনে না নিলে আওয়ামী লীগ গােল টেবিল বৈঠক বর্জন করে আন্দোলন অব্যাহত রাখে। এ সময় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। এতে আইনশৃঙ্খলার আরাে অবনতি ঘটতে থাকে।

৭. আইয়ুব সরকারের অবসান 

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের তীব্রতা বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দিতে স্বৈরাচারী আইয়ুবখান ইয়াহিয়ার নিকট ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৮. ১৯৭০ সালের নির্বাচন

এ কারণে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণকে স্বাধিকার চেতনায় জাগ্রত করে তােলে। এ কারণে, পূর্ব পাকিস্তানে ঘােলাটে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যেতে থাকে। তাই শাসনতান্ত্রিক ব্যবস্থার উন্নতিকল্পে সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান ১৯৭১ সালে নির্বাচনের ঘােষণা দেন।

৯. জাতীয়তাবােধ সৃষ্টি 

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে জাতীয়তাবােধের পুনর্জাগরণ ঘটে। আর জাতীয়তাবােধ চেতনা থেকে তাদের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণে উৎসাহ বেড়ে যায়।

১০. ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন 

১৯৬৯ এর গণআন্দোলনের সাথে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের গভীর সম্পর্ক রয়েছে। কার্যত ১৯৬৬ সালের ৬ দফার মাধ্যমে যে স্বাধিকার আন্দোলনের সূত্রপাত হয় ১৯৬৯ সালে তা একধাপ এগিয়ে নেয়া হয় এবং ১৯৬৯ এর গণআন্দোলনের শেষ পরিণতি ঘটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে,বাঙালির ইতিহাসে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ফলাফল তাৎপর্যপূর্ণ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক শােষণ ও বঞ্চন থেকে বাঙালি জাতির মুক্তির পথ রচিত হয়। এ আন্দোলনকে আইয়ুব সরকার দমন করতে চেয়েছিল কিন্তু ততদিনে সরকারের ভীত নড়বড়ে হয়ে যায়। তীব্র আন্দোলনের মুখে অবশেষে পাকিস্তানের লৌহমানব খ্যাত আইয়ুব খানের পতন ঘটে। এ আন্দোলনের মাধ্যমেই পূর্ব বাংলার জনগণ নিজেদের স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম করে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অভ্যুদয় ঘটায় যার সবই ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ফলাফল।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Leave a Comment