Advertisement
প্রশ্ন- বঙ্গবন্ধুর বাড়িটি কবে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়?
বঙ্গবন্ধুর বাড়িটি কবে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়? ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও ঘটনাপ্রবাহের সাক্ষী। ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু।
স্বাধীনতার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি এ বাড়িতেই থাকতেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই বাড়িতেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর বাড়িটি কবে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়।
উত্তর: ১৪ই আগস্ট ১৯৯৪
১৪ই আগস্ট ১৯৯৪ বঙ্গবন্ধুর বাড়িটি কবে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়
জানা অজানা
Advertisement 2
- রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ, সম্পদ।
- ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়।
- বঙ্গবন্ধুর সমাধিসৌধের ল্যাটিচিউড ও লঙ্গিচিউড কত 22.906333, 89.896283
- এসি ডিসি ও পলিফেজ সার্কিট পাথক্য তৎখনিক মান, গড় মান, সবোচ্চ মান লিখবে
- হত্যাকাণ্ডের সময় তারা বেলজিয়াম দেশে অবস্থান করেছিলেন?
- মাত্র ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সের শিশু শেখ রাসেল নিহত হন সেই রাতে
- ৫৫ বছর ৪ মাস ২৯ দিন বছর বয়সে শাহাদতবরণ করেন বঙ্গবন্ধু
- ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়
- বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র রাঙামাটি জেলায় অবস্থিত
- ১৯৭৫ সালে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনটি জ্যামাইকা অনুষ্ঠিত হয়
Advertisement 5
Advertisement
Advertisement 2
Advertisement 3
2 thoughts on “১৪ই আগস্ট ১৯৯৪ বঙ্গবন্ধুর বাড়িটি কবে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়”