হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন

Advertisement

হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন

ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান [ Production Cost Accounting] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
Subject Code: 132503
2024 এর ডিগ্রি ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

ডিগ্রি হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের প্রধান তিনটি উদ্দেশ্য কি?
উত্তর: উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের প্রধান তিনটি উদ্দেশ্য হলো- ১. উৎপাদন ব্যয় নির্ণয়, ২. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও ৩. উৎপাদন ব্যয় বিশ্লেষণ।

২. প্রত্যেক্ষ ব্যয়কে কী কী ভাগে ভাগ করা হয়?
উত্তর: প্রত্যেক্ষ ব্যয়কে তিন ভাগে ভাগ করা হয়। যেমন- ১. প্রত্যেক্ষ কাঁচামাল, ২. প্রত্যেক্ষ শ্রম ও ৩. প্রত্যেক্ষ খরচ।

৩. ব্যয় বন্টন বলতে কী বুঝায়?
উত্তর: Garrison Noreen and Brewer এর মতে “Cost allocation is the process of distribution of costs among various supporting department”.

৪. মাল অধিযাচন পত্রের সংজ্ঞা দাও।
উত্তর: যে পাত্রের মাধ্যমে বিভিন্ন বিভাগের অধিকর্তাগণ তাদের বিভাগগুলোতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার কাঁচামাল ও অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য ক্রয় বিভাগের অধিকর্তাকে অনুরোধ জানানো হয় এরূপ পত্রকে ক্রয় চাহিদা পত্র বলে।

৫. ব্যয় খরচের মূল পার্থক্য কী?
উত্তর: ব্যয় হলো ত্যাগের অনতিবাহিত অংশ অপরদিকে খরচ হলো ত্যাগের অতিবাহিত অংশ।

৬. খরচ বলতে কী বুঝ?
উত্তর: খরচ হলো সব মেয়াদোত্তীর্ণ ব্যয় যা আয় হতে বাদযোগ্য।

Advertisement

৭. অদৃশ্যমান খরচ কী?
উত্তর: যে সকল খরচ সাধারণতঃ চোখে দেখা যায় না তাকে অদৃশ্যমান খরচ বলে। যেমন- ক্রয় বিভাগের ব্যয়, কারবারি বাট্টা, পরিমাণ বাট্টা, ধারক খরচ ইত্যাদি।

৮. ডুবন্ত বা নিমজ্জিত ব্যয় কী?
উত্তর: নিমজ্জিত বা ডুবন্ত ব্যয় হচ্ছে এমন একটি ব্যয় যা পূর্বেই ব্যয়িত হয়েছে এবং যা বর্তমান অথবা ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারা পরিবর্তন সম্ভব নয়?

৯. সমতুল্য উৎপাদন বিবরণী কী?
উত্তর: যে বিবরণীর মাধ্যমে অসম্পন্ন দ্রব্যের একককে উৎপাদনের ডিগ্রি বা পর্যায় ভিত্তিতে সম্পন্য দ্রব্যের এককে রূপান্তরিত করা হয় তাকে সমতুল্য উৎপাদন বিবরণী বলে।

১০. ব্যাচ ব্যয় হিসাবের সংজ্ঞা দাও।
উত্তর: যে সকল ক্ষেত্রে একই প্রকার বহুসংখ্যা ক্ষুদ্র ক্ষুদ্র দ্রব্য একসাথে উৎপাদন করা হয় সে সকল ক্ষেত্রে যে পদ্ধতিতে উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয় তাকে ব্যাচ ব্যয় হিসাব বলে।

১১. কার্যভিত্তিক পারিশ্রমিক পদ্ধতি কী?
উত্তর: শ্রমিক কর্তৃক উৎপাদিত পণ্য সংখ্যাকে একক প্রতি মজুরি হার দ্বারা গুণ করে যে মজুরি পাওয়া যায় তাকে কার্যভিত্তিক পারিশ্রমিক পদ্ধতি বলে।

১২. প্রকৃত ব্যয় হিসাবরক্ষণ কী?
উত্তর: অতীতে ঘটে গেছে এরকম ব্যয়কে প্রকৃত ব্যয় বলে।

১৩. খরচ কী?
উত্তর: খরচ হলো সব মেয়াদোত্তীর্ণ ব্যয় যা আয় হতে বাদযোগ্য।

১৪. প্রান্তিক ব্যয় কী?
উত্তর: উৎপাদন একক বৃদ্ধি করলে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে।

১৫. উৎপাদন ব্যয় হিসাবচক্রের ধাপগুলো কী কী?
উত্তর: উৎপাদন ব্যয় হিসাবচক্রের ধাপগুলো নি¤œরূপ- ১. ব্যয় লিপিদ্ধকরণ, ২. ব্যয় শ্রেণিবদ্ধকরণ, ৩. মোট ব্যয় নির্ধারণ, ৪. বিক্রয়মূল্য নির্ধারণ, ৫. ব্যয় নির্ধারণ, ৬. বাজেট ও পরিকল্পনা প্রণোয়ন এবং ৭. ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ।

১৬. লিড টাইম কী?
উত্তর: কাঁচামাল ক্রয়ের জন্য অর্ডার বা ফরমায়েশ প্রদানের পর হতে কাঁচামাল গুদামে আনার সময় পর্যন্ত যে সময় লাগে তাকে লিড টাইম বলে।

১৭. জব কার্ড কী?
উত্তর: যে কার্ডে কর্মচারীএকটি কাজে যে পরিমাণ সময়ের জন্য নিযুক্ত থাকে তা সেই কর্মচারী কর্তৃক লিপিবদ্ধ করা হয়, একে কার্য টিকিট বা জব কার্ড বলে।

১৮. ৫টি কারখানা উপরিব্যয়ের নাম লিখ।
উত্তর: ১. কারখানা ভাড়া, ২. কারখানা ব্যবস্থাপকের বেতন, ৩.কারখানা মেরামত ব্যয়, ৪. কারখানা টেলিফোন খরচ, ৫. যন্ত্রপাতি অপচয় ও, ৬. যন্তপাতি মেরামত ইত্যাদি।

১৯. মিশ্র ব্যয় বলতে কী বুঝ?
উত্তর: যে সকল ব্যয় সম্পূর্ণ পরিবর্তনশীল নয় আবার স্থায়ী ও নয় তাকে মিশ্র ব্যয় বলে।

২০. কোন কোন ক্ষেত্রে জব ব্যয় পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: আসবাবপত্র নির্মাতা, কারিগরি কারখানা, মেরামত কারখানা ইত্যাদি।

২১. অস্বাভাবিক লাভ কী?
উত্তর: যদি কোনো প্রক্রিয়ায় স্বাভাবিক ক্ষতির পরিমাণ কম হয় তবে যে বাড়তি উৎপাদন পাওয়া যায় তাকে অস্বাভাবিক মুনাফা বা লাভ বলে।

#খ_বিভাগ …সংক্ষিপ্ত প্রশ্ন

১। উৎপাদন ব্যয় বিবরণী কি? ইহা কিভাবে তৈরি করা?

Advertisement 2

২। উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান এবং আর্থিক হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৩। কার্যভিত্তিক উৎপাদন ব্যয় পদ্ধতি কি? ইহার সুবিধাসমূহ দেখাও।

৪। প্রক্রিয়া ব্যয় হিসাবের বৈশিষ্ট্যগুলো কি কি? ১০০%

৫। পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্যগুলো কি কি?

৬। উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতা আলোচনা কর।

৭। ব্যয় ও খরচের মধ্যে পার্থক্য দেখাও।

৮। জব ব্যয় এবং ব্যাচ ব্যয় নির্ণয় পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।

অথবা, জব ব্যয় ও প্রক্রিয়া ব্যয়ের মধ্যে পার্থক্য লিখ।

৯। জব হিসাব ব্যয়ের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

১০। প্রক্রিয়া ব্যয় হিসাবের প্রয়োগক্ষেত্র আলোচনা কর।

১১। “দীর্ঘকালীন সকল ব্যয়ই পরিবর্তনশীল” ব্যাখ্যা কর। ১০০%

১২। “স্বাভাবিক ক্ষতি একটি পরিকল্পিত ক্ষতি” ব্যাখ্যা কর।

১৩। শ্রম ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? ১০০%

#গ_বিভাগ (রচনামুলক প্রশ্ন)

১।

ক) উৎপাদন ব্যয় হিসাবচক্রের বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর।

খ) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও উতপাদন ব্যয় নির্ধারণের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

গ) “আর্থিক হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতার জন্য উতপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্ভব হয়েছে ” ব্যাখ্যা কর।

Advertisement 4

২।

ক) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

খ) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের পেশাগত নৈতিকতা উল্লেখ কর।

৩।

ক) উৎপাদন ব্যয় হিসাব চক্র কি? ” উৎপাদন ব্যয় হিসাব ব্যবস্থাপনার অত্যাবশ্যকীয় হাতিয়ার স্বরূপ ” ব্যাখা কর।

খ) উপরিব্যয়কে স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়ে বিভক্ত করার প্রয়োজনীয়তা আলোচনা কর।

৪।

ক) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের কৌশলসমূহ বর্ণনা কর।

খ) “উতপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো উউপাদন ব্যয় নির্ধারণ এবং উতপাদন ব্যয় নিয়ন্ত্রণ” মন্তব্য কর।

৫।

ক) উৎপাদন ব্যয় হিসাবের গুরুত্ব বর্ণনা কর।

খ) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

৬।

ক) স্বাভাবিক ও অস্বাভাবিক বেকার সময়ের মধ্যে পার্থক্য কি?

খ) “বিনষ্টজনিত দ্রব্যের ব্যয় প্রয়োগের ক্ষেত্রে পরীক্ষা বিন্দুই মূল বিবেচ্য ” ব্যাখ্যা কর।

৭। টীকা লিখ : (যেকোনো চারটি) :

ক) সনাতন ব্যয় পদ্ধতি, খ) ক্রয় চাহিদা পত্র, গ) ব্যয়ের উপাদানসমূহ, ঘ) আই, সি, এম, এ, বি ও, ঙ) হেলসি পরিকল্পনা, চ)

Part – B

১। ডিগ্রী ২০১৬ সালের ৬,৭,৮,৯ নাম্বার।।

#অনার্স_তৃতীয়_বর্ষেরঃ

১। অনার্স ২০১৩ সালের ৬,৭,৮,৯ নাম্বার।

২। অনার্স ২০১৫ সালের ৬,৭,৯ নাম্বার।

৩। অনার্স ২০১৪ সালের ৫,৬,৮,৯ নাম্বার।

৪। অনার্স ২০১৬ সালের ৬,৭,৮,৯ নাম্বার।

৫। অনার্স ২০১২ সালের ৫,৬,৭ নাম্বার।

Part – C

১। ডিগ্রী ২০১৬ সালের ১১,১২,১৩,১৪,১৫,১৬ নাম্বার।।

#অনার্স_তৃতীয়_বর্ষের:

১। অনার্স ২০১৩ সালের ১১,১২,১৪,১৫,১৬ নাম্বার।

২। অনার্স ২০১৫ সালের ১০,১১,১২,১৩,১৫,১৭ নাম্বার।

৩। অনার্স ২০১৪ সালের ১১,১২,১৪,১৫ নাম্বার।

৪। অনার্স ২০১৬ সালের ১১,১২,১৩,১৪,১৫,১৫,১৭ নাম্বার।

৫। অনার্স ২০১২ সালের ১১,১৩,১৩,১৬ নাম্বার।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

14 2

Advertisement 5

14 3
14 4
14 5
14 6
14 7
14 8
14 9

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের

Degree 3rd Year Common Suggestion 2024

Advertisement 2

BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2024

বিষয়সুপার সাজেশন
ইংরেজি
Subject Code: 121101
সুপার সাজেশন লিংক
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 131901সুপার সাজেশন লিংক
রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 131903
সুপার সাজেশন লিংক
সমাজবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 13200
1
সুপার সাজেশন লিংক
সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 132003
সুপার সাজেশন লিংক
সমাজকর্ম ৫ম পত্র
Subject Code: 132101
সুপার সাজেশন লিংক
সমাজকর্ম ৬ষ্ঠ পত্র
Subject Code: 132103
সুপার সাজেশন লিংক
ইতিহাস ৫ম পত্র
Subject Code: 131501
সুপার সাজেশন লিংক
ইতিহাস ৬ষ্ঠ পত্র
Subject Code: 131503
সুপার সাজেশন লিংক
ইসলামের ইতিহাস ৫ম পত্র
Subject Code: 131601
সুপার সাজেশন লিংক
ইসলামের ইতিহাস ৬ষ্ঠ পত্র
Subject Code: 131603
সুপার সাজেশন লিংক
দর্শন ৫ম পত্র
Subject Code: 131701
সুপার সাজেশন লিংক
দর্শন ৬ষ্ঠ পত্র
Subject Code: 131703
সুপার সাজেশন লিংক
ভূগোল ও পরিবেশ ৫ম পত্র
Subject Code: 133201
সুপার সাজেশন লিংক
ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ পত্র
Subject Code: 133203
সুপার সাজেশন লিংক
মনোবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 133401
সুপার সাজেশন লিংক
মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 133403
সুপার সাজেশন লিংক
ইসলামিক স্টাডিজ ৫ম পত্র
Subject Code: 131801
সুপার সাজেশন লিংক
ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র
Subject Code: 131803
সুপার সাজেশন লিংক
অর্থনীতি ৫ম পত্র
Subject Code: 132201
সুপার সাজেশন লিংক
অর্থনীতি ৬ষ্ঠ পত্র
Subject Code: 132205
সুপার সাজেশন লিংক
ব্যবস্থাপনা ৫ম পত্র
Subject Code: 132601
সুপার সাজেশন লিংক
ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র
Subject Code: 132603
সুপার সাজেশন লিংক
হিসাববিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 132501
সুপার সাজেশন লিংক
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 132503
সুপার সাজেশন লিংক
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র
Subject Code: 132401
সুপার সাজেশন লিংক
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র
Subject Code: 132403
সুপার সাজেশন লিংক
মার্কেটিং ৫ম পত্র
Subject Code: 132301
সুপার সাজেশন লিংক
মার্কেটিং ৬ষ্ঠ পত্র
Subject Code: 132303
সুপার সাজেশন লিংক
প্রাণিবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 133101
সুপার সাজেশন লিংক
প্রাণিবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 13310
3
সুপার সাজেশন লিংক
রসায়ন ৫ম পত্র
Subject Code: 132801
সুপার সাজেশন লিংক
রসায়ন ৬ষ্ঠ পত্র
Subject Code: 13280
3
সুপার সাজেশন লিংক
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 133001
সুপার সাজেশন লিংক
উদ্ভিদবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 13300
3
সুপার সাজেশন লিংক
পদার্থবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 132701
সুপার সাজেশন লিংক
পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 13270
3
সুপার সাজেশন লিংক
গণিত ৫ম পত্র
Subject Code: 13370
1
সুপার সাজেশন লিংক
গণিত ৬ষ্ঠ পত্র
Subject Code: 133703
সুপার সাজেশন লিংক

BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment