Advertisement
হস্তমৈথুনে প্রভাব পড়ে চিন্তায়, কমে চেহারার উজ্জ্বলতা
হস্তমৈথুনে অভ্যস্থ হয়ে পড়েছেন? তাহলে বিপদ। হয়ত এতে খুবই মজা ও আরাম পাচ্ছে কেউ কেউ। কিন্তু দীর্ঘকালীন এই অভ্যাসে বিপদ অনিবার্য। ভবিষ্যৎ অন্ধকার।
হস্তমৈথুনের ফলে শরীর থেকে স্পার্ম বেরিয়ে যাওয়ার পরপরই শরীরে টেসটোস্টেরন হরমোনের এক ধাক্কায় অনেকটা মাত্রা কমে যায়। এই হরমোনই হজম ও পেশির জোর বাড়াতে সাহায্য করে। ঘনঘন হস্তমৈথুন ফলে টেসটোস্টেরনের ওপর প্রভাব পড়ে। ফলে হজম ক্ষমতা কমে। পেশি দুর্বল হয়। শরীরে সবসময় থাকে ঝিমঝিম ভাব। তাই তো খুব বেশি হস্তমৈথুন কোনোভাবে কাঙ্খিত নয়।
খুব ছোট বয়স থেকে হস্তমৈথুন অভ্যাস তৈরি হলে শরীরে টোসটোস্টেরনের মাত্রা কম তৈরি হতে থাকে। এই হরমোন শরীরে কমতে থাকলে স্পার্ম কম তৈরি হতে থাকে। বেশি হস্তমৈথুনের ফলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমতে পারে, এছাড়াও নিয়মিত হস্তমৈথুনে ফলে আপনার চিন্তায় প্রভাব পড়ে। দিনরাত শরীর নিয়েই চিন্তার ফলে সব কাজে মন হারাবেন।
(১) ধাতু দূর্বলতা (শুক্রমেহ)।
(২) লিঙ্গের স্থিতিশীলতা নষ্ট হওয়া।
(৩) পুরুসত্ত হীনতা।
(৪) স্বাস্থ্য হীনতা।
(৫) রক্ত চাপ বেড়ে যাওয়া বা কমে যাওয়া।
(৬) চেহারার উজ্জলতা নষ্ট হয়ে যাওয়া।
(৭) শরীর নরম হয়ে যাওয়া ( স্থুলতা)।
(৮) কোমরে ব্যাথা হওয়া।
(৯) মূত্র ধারনে অক্ষমতা।
(১০) ডায়াবেটিস এর ঝুকি বেড়ে যাওয়া।
সব খবর এক সাথে বাংলা নিউজ এক্সপ্রেস
Advertisement 5
Advertisement 2
Advertisement
- 43rd BCS Circular 2021: Application
- Chittagong Govt School Admission Lottery Result 2021
- রাগ নিয়ন্ত্রণের উপায়
- বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- Combined 6 bank job circular 2021
- সমন্বিত ৬ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি মওকুফ
- মাধ্যমিক স্কুলে ভর্তিতে আবেদন ও লটারির নতুন সময় প্রকাশ
- Honours 3rd Year Special Exam New Routine 2021
- ৩১ ডিসেম্বর ২০ সকল প্রকার স্কুল,কলেজ,ভার্সিটি সরকারি নোটিশ
- ৩১ ডিসেম্বর ২০ সকল প্রকার জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ
- ২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষার সংশোধিত রুটিন
- ব্র্যাক এনজিওর চাকরির বিজ্ঞপ্তি ২০২১
- BINA Teletalk Apply bina.teletalk.com.bd
- NCTB Teletalk Admit Card
Advertisement 2
Advertisement 3