স‍্যার আমি বাড়িতে যাবো!খুব ভয় করছে

স‍্যার আমি বাড়িতে যাবো!খুব ভয় করছে!
মোঃ ফিরোজ খান

গত বছর চতুর্থ শ্রেণী পাস করেছিল শাহানা
শাহানা ছিলো গরীব কৃষকের সন্তান
করোনায় এ বছর লেখাপড়া হয়নি তেমন
তবুও গ্ৰামের কিছু স্কুলখোলা ছিল করোনায়।

শাহানার বাবা একজন গরীব কৃষক ছিলেন
মেয়েকে নিয়ে তার অনেক আশা ছিল!!
কে জানে শিক্ষকের লালসার শিকার হবে শাহানা?
মা জোর করে সেদিন স্কুলে পাঠালো শাহানাকে।

দুপুর গড়িয়ে বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেল
কিছু সময় পরে মাগরিবের আযান হবে
কিন্তু শাহানার বাড়িতে আসার কোনো দেখা নেই
ওগো শুনছো ?শাহানা স্কুল থেকে ফেরেনি।

নরপশু শিক্ষক শাহানাকে তার বাড়ি নিয়ে গেল
বাসায় নিয়ে ভালো ভাবে পড়ানোর কথা বলে
ছোট্ট শাহানা হাসিখুশি ভাবে স‍্যারের সঙ্গে গেল
হায়রে শিক্ষক তোর কি মা বোন ছিলোনা?

শাহানাকে রেখে কিছুক্ষণেল জন্য বাহিরে গেল
বললো শাহানা বসো আমি নাস্তা নিয়ে আসি
শিক্ষক কিছুক্ষণ পরে ফিরে এলো মাতাল হয়ে
স‍্যার কি হয়েছে?এভাবে কথা বলছেন কেনো?

শাহানা তুমি বাথরুম থেকে হাতমুখ ধুয়ে এসো
ঠিক আছে স‍্যার!কিছু সময় পরে শাহানা….?
শিক্ষককে দেখলো খাটের উপর শুয়ে আছে!
স‍্যার আপনি কি ঘুমিয়ে পড়েছেন?অসুস্থ কি?

তখনই শিক্ষকের পশুত্ব জেগে উঠলো না মানে..
শাহানা মামুনী তুমি একটু জিরিয়ে নেও কেমন!
আমার শরীর ভালো লাগছেনা পরে পড়াবো
স‍্যার… রাত হয়ে গেল!বাড়ি যাবো ভয় করছে।

শাহানা এ কথা বলতে বলতে হঠাৎ শুয়ে পড়ল
শিক্ষক নামের নরপশু শাহানার শরীর থেকে-
এক এক করে সকল কাপড় খুলে ফেললো
অবুঝ শাহানার উপর পশুত্ব..চলতে লাগলো?

শাহানা ও মা বলে চিৎকার করতে শুরু করল
কিন্তু কারো কোনো দেখা পেলোনা শাহানা!!
অবশেষে নরপশু শিক্ষক তার পশুত্ব শেষ করল
গলাটিপে মেরে পাশের জঙ্গলে ফেলে দিলো।

নরপশু শিক্ষক তালা ঝুলিয়ে পালিয়ে গেলো।
অন্য গ্ৰামে এক আত্মীয়ের বাসায় গিয়ে লুকালো
মা বাবা খুঁজে খুঁজে কোথাও পেলোনা শাহানাকে
লোকজন খুঁজে একসময় জঙ্গলে পেলো।

নিথর রক্তাক্ত শাহানার দেহ পেলো জঙ্গলে
হমানুষ গড়ার কারিগর শিক্ষক নামের পশু?
কার উপর বিশ্বাস করে বিদ্যালয়ে যাবো?
আমরা কি লেখাপড়া ছেড়ে দেবো ওদের ভয়ে?

এই কথার কোনো উত্তর খুঁজে পাওয়া যাবে না?
তবুও নরপশুদের বিরুদ্ধে দাড়াতে হবে সবা
শ্লোগান দিয়ে শিক্ষক নরপশুদের বিরুদ্ধে-
নরপশুদের থেকে রক্ষা করতে হবে শিশুদের।

আমরা এমন একটি বিদ্যালয় চাই যেখানে-
ধর্ষণ থাকবেনা?থাকবে স্বাধীন বাংলার কথা
থাকবে জয়ের, লাল-সবুজের পতাকার কথা!
আর কোনো শাহানা ধর্ষণের শিকার না হয়।

Leave a Comment