“স্বপ্নে ভেসে যাই” মোঃ ফিরোজ খান, নতুন গল্প স্বপ্নে ভেসে যাই

“স্বপ্নে ভেসে যাই” মোঃ ফিরোজ খান

“স্বপ্নে ভেসে যাই”

স্বপ্ন হলো দুই প্রকার-একটি হলো আমরা নিজেরা দেখি,আর আরেকটি হলো অন্য কেউ আমাদেরকে দেখায়। নিজের দেখা স্বপ্নগুলো ভেঙে গেলে ততোটা কষ্ট লাগেনা,যতোটা কষ্ট হয় অন্যের দেখানো স্বপ্ন গুলো ভেঙে গেলে।

যাই হোক স্বপ্ন কি সত্যি হবে?বিছানায় গড়াগড়ি করতে করতে কখন যে রাত আনুমানিক দুটো বাজে বুঝতে পারিনি, কখন যে ঘুমিয়ে পড়েছি  তা বোঝার উপায় নেই, মধুর স্বপ্ন শেষে পাখির কলহে ঘুম ভেঙে গেল।এটা কেমন স্বপ্ন ছিলো?ঘুমিয়ে দেখা স্বপ্ন সত্যিই মধুময় ছিলো।স্বপ্নের কিছু রূপ রেখা এই সামান্য লেখার মাঝে ফুটিয়ে দুলতে চেষ্টা মাত্র। 

দু’পাশে সবুজ পাহাড় মাঝে প্রশস্ত নদী বহমান।একটি ছোট পাল তোলা নৌকায়,তুমি আর আমি বিকেলে দক্ষিণা হাওয়া বইছে এরই মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে, ভালোবাসার অসীম পথে শুধু দু’জন দু’জনার।তোমার শান্ত দু’চোখে ভালোবাসার চাওয়া পাওয়া যেনো দুজনের মধ্যে আরো বেশি গভীরে হারিয়ে যাচ্ছে, চোখের ইশারায়  তুমি যেনো আমাকে আরো বেশি কাছে ডাকছো।আমার হৃদয়কে আলোকতি করছে তোমার চাহুনি।চোখে মুখে শুধু ভালোবাসার আলিঙ্গন, মিলেমিশে একাকার হতে মন চায়।এরই মধ্যে মাঝি গান গাইতে শুরু করলো; ওরে — দক্ষিণা হাওয়া তুই যে আমার মন কারিলি;তোর জন্য এই দরিয়ায় আমি যামু ভাসিয়া;। সত্যিই অসাধারণ গান শুনে মন জুড়িয়ে গেলো দুজনার।একদিন এই সুন্দর পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবোনা কিন্তু ভালোবাসা বেঁচে থাকবে অনন্তকাল।সবুজ পাহাড়গুলো একদিন বিবর্ণ ও মলিন হবে,প্রশস্ত নদী একদিন শুকিয়ে যাবে,সেদিনও আমাদের ভালোবাসা জীবন্ত থাকবে।

এ কেমন স্বপ্ন?নিজেকে কখনও ছোটো করে দেখো না। তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না।এভাবেই তোমাকে ভালোবাসতে চাই অনন্ত কাল,তোমাকে পাওয়ার সুখটুকু না পেলাম এতে করে বিন্দু পরিমাণ কষ্ট নেই আমার এভাবেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখে জীবনের বাকি দিনগুলো অতিবাহিত করতে চাই।এটাই হবে আমার ভালোবাসার সার্থকতা।

যখন পৃথিবী ও স্বর্গ মিলেমিশে একাকার হবে ঠিক তখনও…একটি শান্ত শব্দ বার বার

তোমার হৃদয়কে স্পর্শ করবে-ছোট মধুর শব্দ আমি তোমাকে ভালোবাসি…শুধু তোমাকেই

ভালোবাসি। তবে এ কথা সত্য যে মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে,তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবের মুখোমুখি দাঁড়ায়,তখন বোঝা যায় জীবন কতোটা কঠিন।তোমাকে ঘিরে আমার একটা স্বপ্ন ছিল যে, আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে,কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না।

তোমাকে নিয়ে এটা ছিলো আমার ঘুমন্ত স্বপ্ন আর ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না। কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়,আমি তোমাকে ভালবাসি বলে তোমাকে নিয়ে স্বপ্নে ভেসে যাই দেশ থেকে দেশান্তরে এর জন্য আমার কোনো কষ্ট নেই।আজ হয়তো তুমি অন্য কারও বুকে মাথা রেখে সুখের স্বপ্ন বুনছো,আর আমি তোমার আর আমার ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলো বুকের মাঝে পুষছি।এভাবেই চলবে তোমাকে নিয়ে আমার স্বপ্ন দেখা।বেশ ভালো আছি বড্ড বেশি ভালো আছি আমি কেননা আমি সবসময় ভালোবাসার মানুষটিকে ঘিরে স্বপ্নে ভেসে যাই——–।

লেখক মোঃ ফিরোজ খান

Leave a Comment