স্থানীয় সরকার বলতে কী বুঝ?,স্থানীয় সরকার গঠন সম্পর্কে বাংলাদেশে সংবিধানের কত ধারায় বলা হয়েছে?, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?

স্থানীয় সরকার বলতে কী বুঝ?,স্থানীয় সরকার গঠন সম্পর্কে বাংলাদেশে সংবিধানের কত ধারায় বলা হয়েছে?, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?

1.স্থানীয় সরকার বলতে কী বুঝ?

উত্তর : স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ যা বিশেষ কোনো স্থানীয় প্রশাসনের সাথে জড়িত, যা সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং কার্যাবলি  সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে ৷

2.স্থানীয় সরকার গঠন সম্পর্কে বাংলাদেশে সংবিধানের কত ধারায় বলা হয়েছে?

উত্তর : ৫৯ নং ধারায় বলা হয়েছে।

3.জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? অথবা, জেলার সর্বোচ্চ ক্ষমতাশালী কর্মকর্তার নাম কি?

উত্তর : জেলা প্রশাসক ।

4.’Local self-government’-এর বাংলা কি?

উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার।

5.”The Mind and Society” গ্রন্থটির রচয়িতা কে?”

অথবা, The Mind and Society গ্রন্থটি কার লেখা?

 উত্তর : ভিলফ্রেডো প্যারেটোর লেখা ।

6.”Ancient Society” গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : লুইস হেনরি মর্গান ।

আরো ও সাজেশন:-

7.“স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার” কি?

উত্তর : একটি ক্ষুদ্র এলাকার জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এবং নিজস্ব প্রক্রিয়ায় পরিচালিত সরকারই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। ইউনিয়ন

8.পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন? অথবা, ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্য কত জন?

উত্তর : ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং ৩টি সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য) ।

9.Little Republic কাকে বলা হতো।

উত্তর : প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে Little Republic বলা হত ।

10.বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি ও কি কি?

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

উত্তর : ৩টি । যথা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ৷

11.একটি পূর্ণাঙ্গ পৌরসভার কয়টি ওয়ার্ড থাকবে?

উত্তর : একটি পূর্ণাঙ্গ পৌরসভার ১৮টি ওয়ার্ড থাকবে

12.ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? অথবা, প্রতিটি ইউনিয়নকে কয়টি ওয়ার্ডে ভাগ করা যায়?

উত্তর : ৯টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় ।

13.ইউনিয়ন পরিষদে স্থায়ী কমিটির সংখ্যা কত ?

উত্তর : ১৩ জন ।

14.’The Process of Government’ গ্রন্থের লেখক কে?

উত্তর : আর্থার এফ বেন্টলি (Arthur F. Bentley ) ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

15.‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে’ কতটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত?

উত্তর : ৫৪টি।

16.পৌরসভার প্রধানকে কি বলা হয় অথবা, সিটি কর্পোরেশন প্রধানকে কি বলে?

উত্তর : মেয়র।

17.কত সালের অধ্যাদেশ মতে পৌরসভাকে কর রেট টোল এবং ফি সংগ্রহ করার ক্ষমতা দেয়া হয়?

উত্তর : ১৯৭৭ সালে ।

18.স্থানীয় সরকারের দুইটি উন্নয়নমূলক কাজ উল্লেখ কর।

উত্তর : স্থানীয় সরকারের দুইটি উন্নয়নমূলক কাজ হলো— কৃষি ও কুটির শিল্পের উন্নতি ও ২. বন, পশু ও মৎস্য সম্পদ বৃদ্ধি ।

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

19.বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কী?!

উত্তর : কর ব্যবস্থা ।

20.স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখ ।

উত্তর : আইনগত পদ্ধতি ও আধুনিক পদ্ধতি ।

21.কত সালে বাংলাদেশের সব থানা উপজেলায় রূপলাভ করে?

উত্তর : ১৯৮৫ সালে ।

Leave a Comment