Advertisement
আমাদের স্ত্রীকে খুশি রাখার,স্ত্রীকে খুশি রাখার কৌশল জেনে নিন,স্ত্রীকে খুশি রাখার ৭ কৌশল জেনে নিন
স্ত্রীকে খুশি রাখার
জীবনের অন্যতম বড় পরিবর্তনের নাম হলো বিয়ে। এর মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি পর্বের সূচনা হয়। বিয়ের পরের জীবন কখনোই বিয়ের আগের মতো হবে না। অনেক পরিবর্তন, অনেক নতুনত্ব যোগ হয় বিয়ের পরে। এই পরিবর্তনের সঙ্গে নিজেনে মানিয়ে নিতে না পারলে মুশকিল। তখন একটুতেই বেধে যেতে পারে ঝগড়া।
স্ত্রীকে খুশি রাখার কৌশল জেনে নিন
১. ফুল ও উপহার পছন্দ করে সবাই। স্ত্রীর মন জয় করতে মাঝে মাঝে তাকে ফুল ও ছোট ছোট উপহার দিতে পারেন। এতে সে খুশি হবে।
২. স্ত্রীর উপস্থিতিতে কখনও তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। কোনো পুরোনো বন্ধু বা পরিচিত কেউ সামনে থাকলেও সমানভাবে গুরুত্ব দিন।
স্ত্রীকে খুশি রাখার ৭ কৌশল জেনে নিন
৩. বাসায় রান্নার কাজ ও সন্তানের যত্ন নিতে স্ত্রীকে সহযোগিতা করুন। সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে আপনার ইচ্ছা করবে না। আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই। তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন।
৪. স্ত্রীকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না। এতে সে কষ্ট পাবে।
৫. নারীরা কখনোই তার পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনোরকম সমালোচনা সহ্য করতে পারেন না। তাই স্ত্রীর সামনে আপনজনদের সম্পর্কে সমালোচনা করবেন না।
স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার উপায়
৬. স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা বন্ধ করুন। কারণ কোনো গৃহকর্ত্রী মিথ্যা বলা পছন্দ করেন না। তাই সব সময় সত্য কথা বলুন।
Advertisement
৭. স্ত্রীকে খুশি রাখার একটি উপায় হলো তার কথা মনোযোগ দিয়ে শোনা। তাই সংসার কিংবা অন্য যেকোনো বিষয়ে যে কোনো কথা বললে তা মন দিয়ে শুনুন। স্ত্রীর ভালো কাজগুলোর প্রশংসা করুন।
সংসারে সুখ আনতে স্ত্রীকে ভালো রাখবেন যেভাবে
তার যত্ন নিন
আপনার স্ত্রী আপনার জীবনেরই অংশ। তাকে অযত্নে ফেলে রাখবেন না। তার যত্ন নিন। কারণ অযত্নে ফেলে রাখা কিছু সুফল বয়ে আনতে পারে না। স্ত্রীর যত্ন নিলে সেও আপনাকে একইভাবে ভালোবাসবে। আপনি তাকে অনুভব করতে দিন সে আপনার কাছে কতটা প্রিয়, কতটা ভালোবাসার। এতে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে।
একজন যোগ্য স্ত্রী হিসাবে স্বামীকে কিভাবে যত্ন নিতে হবে?
প্রেমিক হয়ে উঠুন
স্ত্রীর প্রেমিক হয়ে উঠুন। প্রায় সব স্ত্রীই স্বামীর কাছে এটি আশা করে। স্ত্রীর প্রেমিক হয়ে উঠতে না পারলে দিনশেষে সম্পর্কে টান থাকবে না। তাই আপনার ছোট ছোট কাজ কিংবা কথা দিয়ে তাকে খুশি করার চেষ্টা করুন। তার ভালোলাগার বিষয়গুলো আবিষ্কার করার চেষ্টা করুন। এতে সমস্যারা আপনাদের থেকে দূরে পালাবে।
স্বামীর কাছে যেসব কথা শুনতে পছন্দ করেন স্ত্রী
সংসারে সুখ আনতে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যেই আন্তরিকতা ও ভালোবাসা থাকতে হবে। দাম্পত্য জীবন আরও মজবুত করতে সংসারে দুজনেরই অবদান রাখতে হবে। যেহেতু বেশিরভাগ সংসারের সবটাই সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখেন নারীরা।
তাই বাড়ির সবার খেয়াল রাখতে গিয়ে আলাদা করে আর নিজেদের দিকে তাকানোর সময় পান না তারা। এক্ষেত্রে স্ত্রীকে ভালো রাখার দায়িত্ব স্বামীর উপরেই বেশি পড়ে।
Advertisement 2
পরিশেষে : স্ত্রীকে খুশি রাখার,স্ত্রীকে খুশি রাখার কৌশল জেনে নিন,স্ত্রীকে খুশি রাখার ৭ কৌশল জেনে নিন
আপনার জন্য স্বাস্থ্য বিষয়ক আরো কিছু পোস্ট
স্বাস্থ্য উদ্ভিদ ও প্রাণী ঔষধি গুন গোপন সমস্যা রূপচর্চা রোগ প্রতিরোধ
Advertisement 5
Advertisement 2
Advertisement 3