সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে A-Z তথ্য PDF,সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে বিগত সালের প্রশ্ন সমাধানসহ, সুভাষ মুখোপাধ্যায় জীবনী, এক নজরে সুভাষ মুখোপাধ্যায় জীবনী

বিষয়: সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে A-Z তথ্য PDF,সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে বিগত সালের প্রশ্ন সমাধানসহ, সুভাষ মুখোপাধ্যায় জীবনী, এক নজরে সুভাষ মুখোপাধ্যায় জীবনী

সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali : সুভাষ মুখোপাধ্যায় কবি হিসেবেই পাঠকের কাছে বেশি পরিচিত । তবুও বাংলা সাহিত্যে গদ্যকার সুভাষ মুখোপাধ্যায়ের অবদান কোনো অংশে কম নয় । সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) এর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ পদাতিক ‘ ( ১৯৪০ ) আর প্রথম গদ্যগ্রন্থ ‘ আমার বাংলা ‘ ( ১৯৫১ ) । ‘ পদাতিক ‘ কাব্যগ্রন্থে মে দিবসের কবিতায় তাঁর দৃপ্ত ঘোষণা— 

“ প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা , 

চোখে আর স্বপ্নের নেই নীলমদ্য কাঠফাটা রোদ সেঁকে চামড়া ।

 চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়ি ও কাস্তে 

তিল তিল মরণেও অসংখ্য জীবনকে চাই ভালোবাসতে । ” 

কোনো রোমান্টিক ভাবনায় ভেসে যাওয়া নয় , মানুষের দিকে তাকিয়েছিলেন কবি । সেজন্যই কবি ‘ মিছিলের মুখ ’ – এ মুষ্টিবদ্ধ একটি শানিত হাত দেখতে পান , গর্জে ওঠেন শোষণের বিরুদ্ধে । মানুষের কথা বলার জন্য তিনি যে একদিন গদ্যকেও হাতিয়ার করবেন সে ইচ্ছেটি তার কবিভাবনার মধ্যেই লুকিয়ে ছিল ।

 পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় এর একটি সংক্ষিপ্ত জীবনী । সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali বা সুভাষ মুখোপাধ্যায় এর আত্মজীবনী বা (Subhas Mukhopadhyay Jivani Bangla. A short biography of Subhas Mukhopadhyay. Subhas Mukhopadhyay Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) সুভাষ মুখোপাধ্যায় এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

সুভাষ মুখোপাধ্যায় কে ছিলেন ? Who is Subhas Mukhopadhyay ?

সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) ছিলেন একজন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) ছিলেন সিদ্ধহস্ত। সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন।

পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী – Subhas Mukhopadhyay Short Biography in Bengali :

নাম (Name)সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay)
জন্ম (Birthday)১২ ফেব্রুয়ারি ১৯১৯ (12th February 1919)
অভিভাবক (Parents)/ পিতা ও মাতাক্ষিতিশচন্দ্র মুখোাধ্যায় (বাবা) ওযামিনী দেবী (মা)
জন্মস্থান (Birthplace)কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ
পেশাকবি, রাজনীতিবিদ
জাতীয়তাভারতীয়
ধরনকবিতা, উপন্যাস, গীতিনাট্যকার, অনুবাদ
উল্লেখযোগ্য পুরস্কারআকাদেমি পুরস্কার, আকাদেমি ফেলো, জ্ঞানপীঠ পুরস্কার
মৃত্যু (Death)৮ জুলাই ২০০৩ (8th July 2003)

আরো ও সাজেশন:-

সুভাষ মুখোপাধ্যায় এর জন্ম – Subhas Mukhopadhyay Birthday :

 ১৯১৯ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে মামার বাড়িতে সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম । 

সুভাষ মুখোপাধ্যায় এর পিতামাতা – Subhas Mukhopadhyay Parents :

 পিতা ক্ষিতিশচন্দ্র এবং মা যামিনী দেবী । পিতা আবগারি বিভাগে চাকরি করতেন । পিতার বদলির চাকরি হওয়ার জন্য শৈশবে সুভাষ মুখোপাধ্যায়কেও বিভিন্ন স্থানে কাটাতে হয়েছে । 

সুভাষ মুখোপাধ্যায় এর শিক্ষাজীবন – Subhas Mukhopadhyay Education Life :

 প্রথমে নওগাঁর স্কুলে ভরতি হলেও ১৯৩০ খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় কলকাতা মেট্রোপলিটান স্কুলে ভরতি হন । এরপর সত্যভামা ইনস্টিটিউশনে সপ্তম শ্রেণিতে এবং পরে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভরতি হন । শিক্ষক হিসেবে কাছে পান কবি কালিদাস রায়কে । বন্ধুত্ব গড়ে ওঠে সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে । 

সুভাষ মুখোপাধ্যায় এর কলেজ জীবন – Subhas Mukhopadhyay College Life :

সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) ১৯৩৭ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষায় পাস করেন । ১৯৩৯ খ্রিস্টাব্দে কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন । এই কলেজ থেকেই ১৯৪১ খ্রিস্টব্দে দর্শন বিষয়ে বিএ ( সাম্মানিক ) এবং পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay)

সুভাষ মুখোপাধ্যায় এর রাজনীতি জীবন – Subhas Mukhopadhyay Political Life :

 সুভাষ মুখোপাধ্যায়ের জীবনে রাজনীতির শুরু তাঁর ছাত্রজীবন থেকেই । ১৯৩২-১৯৩৩ খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) ‘ বঙ্গীয় প্রাদেশিক কিশোর ছাত্রদল ‘ – এর সক্রিয় সদস্য হন । সমর সেনের দেওয়া ‘ হ্যান্ডবুক অফ মার্কসিজম্ ’ পড়ে মার্কসীয় মতবাদের প্রতি তিনি অনুরক্ত হন । এরপর ১৯৪২ খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন । ফ্যাসিবিরোধী লেখক শিল্পীসংঘের কমিটিতে বিষ্ণু দে এবং সুভাষ মুখোপাধ্যায় যুগ্ম – সম্পাদক নির্বাচিত হন । প্রসঙ্গত সাহিত্যিক সোমেন চন্দের নৃশংস হত্যার প্রতিবাদে গড়ে উঠেছিল— ‘ Anti Fascist Writers and Artists Association ‘ । এরপর তিনি মাসিক পনেরো টাকা ভাতায় পার্টিকর্মী হিসেবে ‘ জনযুদ্ধ ’ পত্রিকায় কাজকর্মের জন্য নিযুক্ত হন । পরে ‘ দৈনিক স্বাধীনতা ‘ পত্রিকায় সাংবাদিকতার কাজে যোগ দেন । কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হলে সুভাষ মুখোপাধ্যায় কারাবরণও করেন । পরবর্তী সময়ে পার্টির কাজকর্মে বিরক্ত হয়ে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ বর্জন করেন ।

 ১৯৫১ খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় ‘ পরিচয় ’ পত্রিকা সম্পাদনার দায়িত্ব নেন । কয়েক বছরের জন্য সত্যজিৎ রায়ের সঙ্গে ‘ সন্দেশ ’ পত্রিকার যুগ্ম – সম্পাদকও হন ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সুভাষ মুখোপাধ্যায় এর বিবাহ জীবন – Subhas Mukhopadhyay Marriage Life :

 ১৯৫১ খ্রিস্টাব্দেই গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন । সুভাষ মুখোপাধ্যায় একজন সৃষ্টিশীল মানুষ । শুধুমাত্র কাব্য নয় , রিপোর্টাজ , ভ্রমণকাহিনি , উপন্যাস , শিশুসাহিত্য , অনুবাদসাহিত্য – সাহিত্যের সব শাখাতেই সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) এর সমান বিচরন ছিল। 

সুভাষ মুখোপাধ্যায় এর উপন্যাস – Subhas Mukhopadhyay Novel :

সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) এর উল্লেখযোগ্য কাব্য : ‘ পদাতিক ‘ ( ১৯৪০ ) , ‘ অগ্নিকোণ ’ ( ১৯৪৮ ) , ‘ চিরকুট ’ ( ১৯৫০ ) , ‘ ফুল ফুটুক ’ ( ১৯৫৭ ) ‘ যত দূরেই যাই ’ ( ১৯৬২ ) , ‘ কাল মধুমাস ‘ ( ১৯৬৬ ) , ‘ এই ভাই ‘ ( ১৯৭১ ) , ‘ ছেলে গেছে বনে ’ ( ১৯৭২ ) , ‘ একটু পা চালিয়ে ভাই ‘ ( ১৯৭৯ ) , ‘ জল সইতে ’ ( ১৯৮১ ) , ‘ চইচই চইচই ’ ( ১৯৮৩ ) , ‘ বাঘ ডেকেছিল ’ ( ১৯৮৫ ) , ‘ যা রে কাগজের নৌকো ‘ ( ১৯৮৯ ) , ‘ ধর্মের কল ’ ( ১৯৯১ )।

সুভাষ মুখোপাধ্যায় এর অনুবাদ সাহিত্য :

 অনুবাদ সাহিত্য : ‘ নাজিম হিকমতের কবিতা ’ ( ১৯৫২ ) , ‘ দিন আসবে ’ ( ১৯৬১ ) , ‘ পাবলো নেরুদার কবিতাগুচ্ছ ’ ( ১৯৭৩ ) , ‘ রোগা ঈগল ’ ( ১৯৭৪ ) , ‘ হাফিজের কবিতা ‘ ( ১৯৮৪ ) , ‘ চর্যাপদ ‘ ( ১৯৮৬ ) , ‘ অমরু শতক ’ ( ১৯৮৮ ) , ‘ গাথা সপ্তসতী ‘ ( ১৯৯৮ ) ।

 উপন্যাস : ‘ হাংরাস ‘ ( ১৯৭৩ ) , ‘ কে কোথায় যায় ’ ( ১৯৭৬ ) , ‘ অন্তরীপ বা হ্যানসেনের অসুখ ’ ( ১৯৯০ ) , ‘ কাঁচা – পাকা ’ ( ১৯৮৯ ) ‘ কমরেড ’ , ‘ কথা কও ‘ ।

সুভাষ মুখোপাধ্যায় এর কথা সাহিত্য :

 অনূদিত কথাসাহিত্য : ‘ কত ক্ষুধা ‘ ( ১৯৫৩ ) , ‘ রুশ গল্প সঞ্চয়ন ’ ( ১৯৬৩ ) , ‘ ইভান দেনিসেভিচের জীবনের একদিন ’ , ‘ তমস ’ ( ১৯৮৮ ) । 

সুভাষ মুখোপাধ্যায় এর ভ্রমন কাহিনী : Subhas Mukhopadhyay Travel Story :

 রিপোর্টাজ , ভ্রমণকাহিনি , প্রবন্ধ ও আত্মজৈবনিক : ‘ আমার বাংলা ‘ ( ১৯৫১ ) , ‘ ভূতের বেগার ‘ ( ১৯৫৪ ) , ‘ যখন যেখানে ’ ( ১৯৬৭ ) , ‘ ডাকবাংলার ডায়েরি ’ ( ১৯৭২ ) , ‘ ভিয়েতনামে কিছুদিন ‘ ( ১৯৭৪ ) , ‘ যেতে যেতে দেখা ’ , ‘ ক্ষমা নেই ’ ( ১৯৮১ ) , ‘ নারদের ডায়েরি ’ ( ১৯৭৬ ) , ‘ আবার ডাকবাংলার ডাকে ‘ ( ১৯৮১ ) , ‘ অগ্নিকোণ থেকে ফিরে ’ ( ১৯৮৪ ) , ‘ এখন এখানে ’ ( ১৯৮৬ ) , ‘ খোলা হাতে খোলা মনে ’ ( ১৯৮৭ ) , ‘ ঢোলগোবিন্দের আত্মদর্শন ‘ ( ১৯৮৭ ) , ‘ কুড়িয়ে ছিটিয়ে ’ ( ১৯৯০ ) , ‘ কবিতার বোঝাপড়া ’ ( ১৯৯৩ ) , ‘ টানাপোড়েনের মাঝখানে ’ ( ১৯৯৪ ) , ‘ ঢোলগোবিন্দের মনে ছিল এই ’ ( ১৯৯৪ ) । 

সুভাষ মুখোপাধ্যায় এর ছোটদের লেখা গ্রন্থ – Subhas Mukhopadhyay Books For Children :

 ছোটোদের জন্য লেখা গ্রন্থ : ‘ অক্ষরে অক্ষরে ‘ ( ১৯৫৪ ) , ‘ জগদীশচন্দ্র বসু ( ১৯৫৫ ) , বাঙালির ইতিহাস ( ১৯৫৯ ) , ‘ কথার কথা ’ ( ১৯৫৫ ) , ‘ ইয়াসিনের কলকাতা ‘ ( ১৯৭৮ ) , ‘ মিউ – এর জন্য ছড়ানো ছিটানো ‘ ( ১৯৮০ ) , ‘ টো টো কোম্পানী ‘ ( ১৯৮৪ ) , ‘ রূপকথার ঝুড়ি ’ ( ১৯৮৮ ) , ‘ জানো আর দ্যাখো জানোয়ার ’ ( ১৯৯১ ) ইত্যাদি ।

সুভাষ মুখোপাধ্যায় এর পুরস্কার সমুহ – Subhas Mukhopadhyay Prizes :

 ‘ যত দূরেই যাই ‘ কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় ১৯৬৪ খ্রিস্টাব্দে সাহিত্য আকাদেমি পুরস্কারে পুরষ্কৃত হন । এ ছাড়াও ১৯৯১ খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ এবং ওই বছরই আনন্দ পুরস্কারেও ভূষিত হন পদাতিক কবি সুভাষচন্দ্র মুখোপাধ্যায় । 

 সুভাষ মুখোপাধ্যায়ের গদ্যলেখায় মানবতাবাদের জয়গান ঘোষিত হয়েছে , আলোচিত হয়েছে সাধারণ মানুষের দুঃখকষ্ট এবং গুরুত্ব পেয়েছে তাদের ওপর সংঘটিত শোষণ অত্যাচারের কাহিনি । সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) রিপোর্টাজধর্মী লেখায় উঠে এসেছে গ্রামগঞ্জের নিখুঁত জীবনযাপনচিত্র , আঞ্চলিক সংস্কৃতি । সুগভীর পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ।

সুভাষ মুখোপাধ্যায় এর মৃত্যু – Subhas Mukhopadhyay Death :

 ২০০৩ খ্রিস্টাব্দের ৮ জুলাই পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় অমৃতলোকে যাত্রা করেন ।

 শুধুমাত্র কবি ও গদ্যকার হিসেবেই নয় , একজন মানবতাবাদী মানুষ হিসেবেও পাঠকমহলের হৃদয় মন্দিরে চির ভাস্বর হয়ে থাকবেন ।


রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি ও ইমেল উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
Applicationউত্তর লিংক Emailউত্তর লিংক
Essayউত্তর লিংক Letterউত্তর লিংক

সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali FAQ :

  1. সুভাষ মুখোপাধ্যায় কে ছিলেন ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার ।

  1. সুভাষ মুখোপাধ্যায় এর পিতার নাম কী ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় এর পিতার নাম ক্ষিতিশচন্দ্র মুখোাধ্যায় ।

  1. সুভাষ মুখোপাধ্যায় এর মাতার নাম কী ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় এর মাতার নাম যামিনী দেবী।

  1. সুভাষ মুখোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন কৃষ্ণনগর পশ্চিমবঙ্গ ।

  1. সুভাষ মুখোপাধ্যায় এর পুরস্কার কী কী ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় এর পুরস্কার আকাদেমি পুরস্কার, আকাদেমি ফেলো, জ্ঞানপীঠ পুরস্কার ।

  1. সুভাষ মুখোপাধ্যায় এর ছোটদের লেখা কয়েকটি গ্রন্থ কী ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় এর ছোটদের লেখা কয়েকটি গ্রন্থ ‘ অক্ষরে অক্ষরে ‘ ( ১৯৫৪ ) , ‘ জগদীশচন্দ্র বসু ( ১৯৫৫ ) , বাঙালির ইতিহাস ( ১৯৫৯ ) , ‘ কথার কথা ’ ইত্যাদি ।

  1. সুভাষ মুখোপাধ্যায় কত সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় ১৯৬৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান ।

  1. সুভাষ মুখোপাধ্যায় কত সালে জ্ঞানপিঠ পুরস্কার পান ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় ১৯৯১ সালে জ্ঞানপিঠ পুরস্কার পান ।

  1. সুভাষ মুখোপাধ্যায় কবে মারা যান ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় কবে যান ২০০৩ খ্রিস্টাব্দের ৮ জুলাই।

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

Leave a Comment