“সুন্দর পৃথিবী চাই” রুদ্র অয়ন

সুন্দর পৃথিবী চাই

রুদ্র অয়ন

======================

থমকে যাওয়া সময় ;
জীর্ণতা বিবর্ণতায় কাটে প্রহর।
মহামারীর ছোবলে
আর মৃত্যুর মিছিলে
ভারি হয় আকাশ বাতাশ।

বিষন্নতায় হৃদয়ের
তটভূমি ছুঁয়ে যায়।

গাছপালা ও সবুজ প্রান্তর
বিস্ময়ে বোবা হয়ে গেছে যেন ;
সমুদ্র- নদী ও বন্দর
আশ্চর্য রকম স্তব্ধতা!

শিশুরা খেলার সবুজ মাঠ হারায়
কারা যেন মানুষের স্বপ্ন নিয়ে
শকুনির পাশা খেলে!

এর মধ্যেও কিছু
মানুষরুপি অমানুষ
অমানবিক অসভ্যতার
বিভৎস উৎসবে মেতে ওঠে!

কেউ দুস্থ লোকের
ভ্রাণ লুটপাটে ব্যস্ত,
কেউ ধর্ষণ খুন হত্যার
পশুত্বময় অসভ্যতার
অমানবিক
কর্মকাণ্ডে হয় লিপ্ত!

হে ঈশ্বর,
একটা প্রলয়ঙ্কারী ঝড় চাই।
সে ঝড়ে উবে যাক
মহামারী আর মানুষ রুপি জানোয়ারগুলোও ।

মহামারীর তান্ডব থেকে
আর অমানুষগুলোর
বিষাক্ত ছোবল থেকে
মুক্ত হোক
জগৎ সমাজ সংসার।

সুস্থ হোক পৃথিবী
সুস্থ হোক সমাজ সংসার।

ভালোবাসায়
মানবিকতায়,
ঈশ্বর ও মানুষের
ক্লান্তিহীন পরিশ্রমে
গড়ে ওঠুক নিরাপদ,
মায়াময় সুন্দর ভুবন।

Leave a Comment