প্রশ্ন সমাধান: সুদের হার বলতে কী বুঝ?, নামিক বা নাম মাত্র সুদের হার কি?, প্রকৃত বা কার্যকর সুদের হার কি?
সুদের হার বলতে কী বুঝ? অথবা, সুদের হার কাকে বলে?
আর্থিক বাজারে আর্থিক প্রতিষ্ঠানসমূহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্ধৃত্ত অর্থ সংগ্রহ করে অন্যান্য ঘাটতি প্রতিষ্ঠানকে সরবরাহ করে থাকে। এই অর্থের হাতবদল বা অর্থের চাহিদা যোগানের পরিমাণ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সুদের হার তাদের মধ্যে অন্যতম, কোনো প্রতিষ্ঠান বা সরকার যখন বন্ড বা ঋণপত্র বিক্রি করে তহবিল সংগ্রহ করতে চায় সেখানেও প্রশ্ন হলো তহবিল ব্যবহারের জন্য ব্যয় কত হবে? সুদের হার কত হবে?
বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতিনিয়ত দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে সুদের হার হ্রাস বৃদ্ধি করে থাকেন ।
সাধারণত সুদের হার কম হলে তহবিল সরবরাহের পরিমাণ বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ে। কিন্তু সুদের হার বেশি হলে বিপরীত অবস্থা সৃষ্টি হয় । L. J Gitman-এর মতে, “ঋণদাতাকে তহবিল ব্যবহারের জন্য ঋণগ্রহীতা যে ক্ষতিপূরণস্বরূপ অর্থদেন সেটাই সুদ বা সুদের হার।”
পরিশেষে বলা যায়, ঋণগ্রহীতা ঋণদাতাকে ঋণের জন্য যে হারে প্রতিদান প্রদান করে তাকে সুদের হার বলে । সুদের হার মূলত ঋণ ব্যবহারের ব্যয় ।
আরো ও সাজেশন:-
নামিক বা নাম মাত্র সুদের হার কি? , নামিক বা নাম মাত্র হার বলতে কি বুঝ?, নামিক বা নাম মাত্র হারের সংজ্ঞা দাও
ঋণ প্রদানকারী ও ঋণ গ্রহণকারীর মধ্যে চুক্তির মাধ্যমে যে সুদের হার নির্ধারিত হয় তাকে নামিক বা নামমাত্র সুদের হার বলে । ঋণের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য বিষয়। যার ফলে ভবিষ্যত অনেক ঝামেলা হ্রাস পায় ।
L. J. Gitman-এর মতে, “The nominal or stated interest rate is the contractual rate charged by a lender or promised by borrower:” নামিক সুদের হার কার্যকর সুদের হারের বিপরীত বলে অনেকে একে বাজার হার বা বাজার সুদের হারও বলে ।
অতএব বলা যায়, নামিক বা নাম মাত্র সুদের হার ঋণ দাতা ও ঋণগ্রহীতার পারস্পরিক আলোচনার ভিত্তিতে বাজারে প্রচলিত সুদের হার অনুযায়ী নির্ধারিত হয় ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রকৃত বা কার্যকর সুদের হার কি?, প্রকৃত বা কার্যকর সুদের হার বলতে কি বুঝ?, প্রকৃত বা কার্যকর সুদের হারের সংজ্ঞা দাও
কার্যকর বা প্রকৃত সুদের হার বলতে সাধারণত : যে সুদ প্রকৃত অর্থে পরিশোধ বা গৃহীত হয় তাকে বুঝায় । L. J. Gitman-এর মতে, “The effective or true interest rate is the rate of interest actually paid or earned. কার্যকর সুদের হার বের করায় প্রচলিত সূত্র
EIR = Effective interest rate (কার্যকর সুদের হার)
r = Interestate (সুদের হার)
m = Compounding in a year (বছরে চক্রবৃদ্ধির সংখ্যা)
সুতরাং বলা যায় যে, ‘বছরে একাধিকবার চক্রবৃদ্ধি করা হলে প্রাথমিক আসল অর্থের উপর অর্জিত স্বাভাবিক সুদ ও চক্রবৃদ্ধি সুদ মিলে মোট সুদের বার্ষিক শতকরা যে হার পাওয়া যায় তাকে কার্যকরী সুদের হার বলে ।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ইজারা ও মালিকানা পার্থক্য । ইজারা vs মালিকানা পার্থক্য
- ইজারা অর্থসংস্থানের সুবিধা ও অসুবিধা সমূহ লিখ, ইজারা অর্থসংস্থানের সুবিধা ও অসুবিধা গুলো বিস্তারিত আলোচনা কর
- ইজারা অর্থসংস্থানের আর্থিক প্রভাব সমূহ আলোচনা কর
- অপারেশন চুক্তি কি ও ব্ল্যাক সোলস মডেল ব্যাখ্যা কর
- ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝ উদাহরণসহ বিস্তারিত আলোচনা কর
- বিভিন্ন প্রকার অপারেশন চুক্তি এর বর্ণনা সহ আলোচনা করো, অপারেশনাল-স্তরের চুক্তি