সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?,Scientific Method and Social Research গ্রন্থটির রচয়িতা কে?

Google Adsense Ads

সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?,Scientific Method and Social Research গ্রন্থটির রচয়িতা কে?

সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?
উত্তর : সামাজিক গবেষণার প্রথম ধাপ বিষয় নির্বাচন ও নির্ধারণ।

Scientific Method and Social Research গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Scientific Method and Social Research গ্রন্থটির রচয়িতা হলেন – B. N. Ghosh.

সাহিত্য সমীক্ষা কি?
উত্তর : গবেষণা সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ পর্যবেক্ষণ ও মতামত সম্পর্কিত রিপোর্ট এবং গবেষণাসমূহের রিপোর্ট নির্ধারণ গঠন ও মূল্যায়নই হলো সাহিত্য সমীক্ষা ।

বিভেদাঙ্ক কি?
উত্তর : কোনো তথ্যসারি বা গণসংখ্যা বিন্যাসের গাণিতিক গড় দ্বারা এর পরিমিত ব্যবধানকে ভাগ করে যে সংখ্যামান পাওয়া যায়, তাকে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বলে।

পর্যবেক্ষণ এর সংজ্ঞা দাও।
উত্তর : যখন কোন কিছু গভীরভাবে নিরীক্ষণ করা হয় তখন তাকে পর্যবেক্ষণ বলা হয়।

সাক্ষাৎকার কাকে বলে ?
উত্তর : যখন কোনো গবেষক কোনো বিষয়ের উপাত্ত সংগ্রহকে কেন্দ্র করে সরকারি কোন ব্যক্তির নিকট থেকে প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করাকে
সাক্ষাৎকার বলে।

সাক্ষাৎকার অনুসূচি কী?
উত্তর : সুনির্দিষ্ট ও পারস্পরিক তাৎপর্যপূর্ণ কতিপয় প্রশ্নের সমন্বয়ে গঠিত প্রশ্নমালা বা সাক্ষাৎকার গ্রহণকারী তথ্যসংগ্রহের উদ্দেশ্যে সাক্ষাৎকার গ্রহণে ব্যবহার করেন তাকে সাক্ষাৎকার অনুসূচি বলে।

গবেষণা নকশা কি?
উত্তর : গবেষণা নকশা হলো গবেষণার যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক পরিকল্পনা ও নির্দেশনা

প্রশ্নমালা কি?
উত্তর : কোনো নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে বিষয় সংশ্লিষ্ট এবং বিষয় সম্পর্কিত কতিপয় প্রশ্নের সুবিন্যস্ত লিখিত সমাহারই প্রশ্নমালা ।

আরো ও সাজেশন:-

প্রশ্নমালা কত প্রকার ও কি কি?
উত্তর : ৪ প্রকার। যথা : উন্মুক্ত, আবদ্ধ, আনুষঙ্গিক ও মেট্রিক্স প্রশ্ন ।

আবদ্ধ প্রশ্নমালার সংজ্ঞা দাও।
উত্তর : গবেষক যে প্রশ্নমালা তৈরি করেন তার সম্ভাব্য উত্তর সেই প্রশ্নমালায় দেয়া থাকলে তাকে আবদ্ধ প্রশ্নমালা বলা হয়।

সংগঠিত প্রশ্নমালা কী?
উত্তর : কোন নির্দিষ্ট বিষয়ের প্রয়োজনীয় তথ্য বা উপত্ত সংগঠিত করণের মাধ্যমে যে সব বিষয়ে সংশ্লিষ্ট সে সব কতিপয় প্রশ্নের সমাহার ই-সংগঠিত প্রশ্নামালা ।

পরিসর নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : পরিসর নির্ণয়ের সূত্রটি হলো- পরিসর = (সর্বোচ্চ মান – সর্বনিম্ন মান)।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পরিসর কী?
উত্তর : তথ্যসারির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যই পরিসর ।

উন্মুক্ত প্রশ্নমালা কি?
উত্তর : প্রশ্নমালা ব্যবহৃত প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরসমূহ যে প্রশ্নমালায় দেয়া থাকে না কিংবা নির্ধারণ করা থাকে না তাকে উন্মুক্ত বা খোলা প্রশ্নমালা বলে ।
সামাজিক গবেষণার মূল উৎস কি?
উত্তর : মানুষ এবং তাদের মতামত কেন্দ্রিক ।

কাকে গবেষণা প্রতিবেদনের পথ নির্দেশিকা বলা হয়?
উত্তর : তত্ত্বকে গবেষণা প্রতিবেদনের পথ নির্দেশিকা বলা হয় ।

মূল্যবোধ কাকে বলে?
উত্তর : ভাল মন্দ বিষয়ে সমাজের মানুষের চেতনাকেই মূল্যবোধ বলা হয়।

কোন ধরনের গবেষণা টেবিলে প্রকাশ করা যায় না?
উত্তর : গুণাত্মক গবেষণা ৷

সামাজিক গবেষণা সম্পর্কে P. V. Young এর বক্তব্য কি?
উত্তর : তিনি বলেন সামাজিক গবেষণা এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যার উদ্দেশ্য হবে যুক্তিভিত্তিক ও সুশৃঙ্খল কৌশলের মাধ্যমে নতুন ঘটনা আবিষ্কার অথবা পুরাতন ঘটনা যাচাই বা পরীক্ষা করা ।

সমাজকর্ম সম্পর্কে W.A Friedlander এর মতামত কি?
উত্তর : তার মতে, সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এবং পেশাদার সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে অথবা, দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে।

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment