সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?,Scientific Method and Social Research গ্রন্থটির রচয়িতা কে?

সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?,Scientific Method and Social Research গ্রন্থটির রচয়িতা কে?

সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?
উত্তর : সামাজিক গবেষণার প্রথম ধাপ বিষয় নির্বাচন ও নির্ধারণ।

Scientific Method and Social Research গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Scientific Method and Social Research গ্রন্থটির রচয়িতা হলেন – B. N. Ghosh.

সাহিত্য সমীক্ষা কি?
উত্তর : গবেষণা সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ পর্যবেক্ষণ ও মতামত সম্পর্কিত রিপোর্ট এবং গবেষণাসমূহের রিপোর্ট নির্ধারণ গঠন ও মূল্যায়নই হলো সাহিত্য সমীক্ষা ।

বিভেদাঙ্ক কি?
উত্তর : কোনো তথ্যসারি বা গণসংখ্যা বিন্যাসের গাণিতিক গড় দ্বারা এর পরিমিত ব্যবধানকে ভাগ করে যে সংখ্যামান পাওয়া যায়, তাকে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বলে।

পর্যবেক্ষণ এর সংজ্ঞা দাও।
উত্তর : যখন কোন কিছু গভীরভাবে নিরীক্ষণ করা হয় তখন তাকে পর্যবেক্ষণ বলা হয়।

সাক্ষাৎকার কাকে বলে ?
উত্তর : যখন কোনো গবেষক কোনো বিষয়ের উপাত্ত সংগ্রহকে কেন্দ্র করে সরকারি কোন ব্যক্তির নিকট থেকে প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করাকে
সাক্ষাৎকার বলে।

সাক্ষাৎকার অনুসূচি কী?
উত্তর : সুনির্দিষ্ট ও পারস্পরিক তাৎপর্যপূর্ণ কতিপয় প্রশ্নের সমন্বয়ে গঠিত প্রশ্নমালা বা সাক্ষাৎকার গ্রহণকারী তথ্যসংগ্রহের উদ্দেশ্যে সাক্ষাৎকার গ্রহণে ব্যবহার করেন তাকে সাক্ষাৎকার অনুসূচি বলে।

গবেষণা নকশা কি?
উত্তর : গবেষণা নকশা হলো গবেষণার যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক পরিকল্পনা ও নির্দেশনা

প্রশ্নমালা কি?
উত্তর : কোনো নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে বিষয় সংশ্লিষ্ট এবং বিষয় সম্পর্কিত কতিপয় প্রশ্নের সুবিন্যস্ত লিখিত সমাহারই প্রশ্নমালা ।

আরো ও সাজেশন:-

প্রশ্নমালা কত প্রকার ও কি কি?
উত্তর : ৪ প্রকার। যথা : উন্মুক্ত, আবদ্ধ, আনুষঙ্গিক ও মেট্রিক্স প্রশ্ন ।

আবদ্ধ প্রশ্নমালার সংজ্ঞা দাও।
উত্তর : গবেষক যে প্রশ্নমালা তৈরি করেন তার সম্ভাব্য উত্তর সেই প্রশ্নমালায় দেয়া থাকলে তাকে আবদ্ধ প্রশ্নমালা বলা হয়।

সংগঠিত প্রশ্নমালা কী?
উত্তর : কোন নির্দিষ্ট বিষয়ের প্রয়োজনীয় তথ্য বা উপত্ত সংগঠিত করণের মাধ্যমে যে সব বিষয়ে সংশ্লিষ্ট সে সব কতিপয় প্রশ্নের সমাহার ই-সংগঠিত প্রশ্নামালা ।

পরিসর নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : পরিসর নির্ণয়ের সূত্রটি হলো- পরিসর = (সর্বোচ্চ মান – সর্বনিম্ন মান)।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

পরিসর কী?
উত্তর : তথ্যসারির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যই পরিসর ।

উন্মুক্ত প্রশ্নমালা কি?
উত্তর : প্রশ্নমালা ব্যবহৃত প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরসমূহ যে প্রশ্নমালায় দেয়া থাকে না কিংবা নির্ধারণ করা থাকে না তাকে উন্মুক্ত বা খোলা প্রশ্নমালা বলে ।
সামাজিক গবেষণার মূল উৎস কি?
উত্তর : মানুষ এবং তাদের মতামত কেন্দ্রিক ।

কাকে গবেষণা প্রতিবেদনের পথ নির্দেশিকা বলা হয়?
উত্তর : তত্ত্বকে গবেষণা প্রতিবেদনের পথ নির্দেশিকা বলা হয় ।

মূল্যবোধ কাকে বলে?
উত্তর : ভাল মন্দ বিষয়ে সমাজের মানুষের চেতনাকেই মূল্যবোধ বলা হয়।

কোন ধরনের গবেষণা টেবিলে প্রকাশ করা যায় না?
উত্তর : গুণাত্মক গবেষণা ৷

সামাজিক গবেষণা সম্পর্কে P. V. Young এর বক্তব্য কি?
উত্তর : তিনি বলেন সামাজিক গবেষণা এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যার উদ্দেশ্য হবে যুক্তিভিত্তিক ও সুশৃঙ্খল কৌশলের মাধ্যমে নতুন ঘটনা আবিষ্কার অথবা পুরাতন ঘটনা যাচাই বা পরীক্ষা করা ।

সমাজকর্ম সম্পর্কে W.A Friedlander এর মতামত কি?
উত্তর : তার মতে, সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এবং পেশাদার সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে অথবা, দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে।

Leave a Comment