সরবরাহ শিকল ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সরবরাহ শিকল ব্যবস্থাপনা, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
সরবরাহ শিকল ব্যবস্থাপনা (Supply Chain Management ) সুপার সাজেশন
Department of : Management & Other Department
Subject Code: 242605
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

সরবরাহ শিকল ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের সরবরাহ শিকল ব্যবস্থাপনা, অনার্স ৪র্থ বর্ষের সরবরাহ শিকল ব্যবস্থাপনা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

সরবরাহ শিকল ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. সরবরাহ শিকল কি?
উত্তর : সাপ্লাই চেইন হলো এমন কতকগুলো সংগঠনের সমম্বিত রূপ যারা পণ্যের রূপগত পরিবর্তনের মাধ্যমে ভ্যালু তৈরি করে এবং চুড়ান্ত পণ্য ক্রেতাদের নিকট যথাস্থানে পৌছে দেয়াকে সাপ্লাই চেইন বলে।

২. সরবরাহ শিকল ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি?
উত্তর : প্রতিটি সাপ্লাই চেইনের উদ্দেশ্য হলো সার্বিক ভ্যালু তৈরি করা।

৩. সরবরাহ শিকলের পর্যায়গুলো লিখ।
উত্তর : সাপ্লাই চেইনের স্তরগুলো নি¤েœ উল্লেখ করা হলো : ১. ক্রেতা সাধারণ, ২. খুচরা ব্যবসায়ী, ৩. পাইকারি ব্যবসায়ী/বণ্টন প্রণালি, ৪. প্রস্তুতকারী ও ৫, উপাদান/ কাঁচামাল সরবরাহকারী।

৪. টানা প্রক্রিয়া কি?
উত্তর : ক্রেতাদের ফরমায়েশ মোতাবেক পণ্য সামগ্রী সরবরাহের প্রক্রিয়াকে টানা প্রক্রিয়া বলে।

৫. সরবরাহ শিকলের প্রধান তিনটি ধারা কি কি?
উত্তর : ১. দীর্ঘ লিড টাইমসহ বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের উপস্থিতি, ২. ক্রেতা চাহিদা এবং আকাক্ষার পরিবর্তন ও ৩. উন্নয়নশীল দেশসমূহের শ্রম ব্যয়ের ঊর্ধ্বগতি।

৬. ভ্যালু চেইন কি?
উত্তর : সরবরাহ শিকলের প্রতিটি স্তরে বা পর্যায়ে যখন ভ্যালু (ঠধষঁব) সংযোজিত হয় তখন তাকে ভ্যালু চেইন বলে।

৭. সম্ভাব্য চাহিদার অনিশ্চয়তা কি?
উত্তর : সম্ভাব্য চাহিদার অনিশ্চয়তা হলো- চাহিদার এমন একটি অংশ যা সাপ্লাই চেইন এর ক্রেতাদের আকাক্সক্ষার ভিত্তিতে পূরণ করার জন্য পরিকল্পনা করেছে কিন্তু যেখানে ঝুঁকি বা অনিশ্চয়তা বিদ্যমান।

৮. সরবরাহ শিকলে কয়টি প্রবাহ থাকে?
উত্তর : ৪টি প্রবাহ সরবরাহ শিকলে থাকে। যেমন- ১. উপকরণ, ২. তথ্য প্রবাহ, ৩. আর্থিক প্রবাহ ও ৪. বাণিজ্যিক প্রবাহ।

৯. EDLP এর পূর্ণরূপ কি?
উত্তর : EDLP এর পূর্ণরূপ Every Day Law Pricing.

১০. ক্রেতা অভিজ্ঞতা কি?
উত্তর : পণ্য ক্রয়ের সময় পণ্য বা বিক্রেতা সম্পর্কে ক্রেতার সচেতন বা অবচেতন মনের অনুভূতিকে ক্রেতা অভিজ্ঞতা বলে।

১১. সোর্সিং বলতে কি বুঝায়?
উত্তর : সরবরাহ শিকলের একটি সুনির্দিষ্ট কার্যাবলি যেমন উৎপাদন, সংরক্ষণ, পরিবহন অথবা তথ্য ব্যবস্থাপনা ইত্যাদিকে সম্পাদন করবে তা নির্ধারণ করাই হচ্ছে সোর্সিং।

১২. রিটেইল স্টোর কি?
উত্তর : খুচরা স্টোর ব্যবসায় হলো কোনো ভোক্তার কাছে পণ্য বিক্রি করা।

১৩. সাপ্লাই চেইন কি?
উত্তর : সাপ্লাই চেইন হলো এমন কতকগুলো সংগঠনের সমন্বিত রূপ যারা পণ্যের রূপগত পরিবর্তনের মাধ্যমে ভ্যালু তৈরি করে এবং চূড়ান্ত পণ্য ক্রেতাদের নিকট যথাস্থানে পৌছে দেয়াকে সাপ্লাই চেইন বলে।

১৪. সরবরাহ শিকল ব্যবস্থাপনা কত সালে ব্যবহৃত হয়?
উত্তর : ১৯৮২ সালে Oliver and Webber এর “Financial Times” নামক একটি আর্টিকেল লেখনীতে।

১৫. ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা কি?
উত্তর : ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা হলো সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানের বিনিয়োগ এবং ক্রেতা সন্তুষ্টির মধ্যে কাম্য পরিমাণ ভারসাম্য আনয়নের একটি আন্তঃক্রিয়াশীল প্রক্রিয়া।

১৬. বন্টন কি?
উত্তর : সরবরাহ শিকলে সরবরাহকারী স্তর থেকে ভোক্তা স্তর পর্যস্ত পণ্য বা সেবা সামগ্রী পৌছানোর প্রক্রিয়াকে বন্টন বলে।

১৭. ভ্যালু চেইন কি?
উত্তর : সরবরাহ শিকলের প্রতিটি স্তরে বা পর্যায়ে যখন ভ্যালু (Value) সংযোজিত হয় তখন তাকে ভ্যালু চেইন বলে।

১৮. পণ্যের জীবনচক্র বলতে কি বুঝ?
উত্তর : ক্রেতাদের প্রয়োজন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভক্ত করে এবং সে অনুযায়ী পণ্য ক্রেতাদের কাছে সরবরাহ করাকে পণ্যের জীবনচক্র বলে।

১৯. আউটসোর্সিং কি?
উত্তর : যখন কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো কাজ বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা সম্পাদন করায় তখন তাকে আউটসোর্সিং বলে।

২০. JIT-এর পূর্ণরূপ কী?
উত্তর : JIT-এর পূর্ণরূপ হলো : Just In Time.

২১. SCM এর পূর্ণরূপ কি?
উত্তর : SCM -এর পূর্ণরূপ হলো : Supply Chain Management.

২২. মূল্য নির্ধারণ কি?
উত্তর : একটি প্রতিষ্ঠান তার পণ্য বা সেবার জন্য যে পরিমাণ অর্থ ধার্য করে তাকে মূল্য নির্ধারণ বলা হয়।

২৩. মজুদ পণ্য কি?
উত্তর : মজুদ পণ্য বা মজুদ তালিকা বলতে দৃশ্যমান পণ্য বা সম্পত্তি বা অদৃশ্যমান গুণাবলির একটি আইটেম অনুযায়ী ক্যাটালগের তালিকাকে বুঝায়।

২৪. ই-বিজনেস কি?
উত্তর : ইন্টারনেটের সহায়তায় পণ্য ডিজাইন, কাঁচামাল সগ্রহ, উৎপাদন, বিক্রয়, ক্রেতা সেবা প্রদান, পণ্যের অর্ডার প্রক্রিয়াজাতকরণ, ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে সম্পর্ক স্থাপন ইত্যাদি ব্যবসায়িক প্রক্রিয়া সম্পাদনকে ই-বিজনেস বলে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

সরবরাহ শিকল ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রতিযোগিতামূলক কৌশল বলতে কি বুঝায়? একটি কোম্পানির Value chain বর্ণনা কর।
২. চাহিদার অনিশ্চয়তা ও সম্ভাব্য চাহিদার অনিশ্চয়তার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩. Efficient I Responsive সাপ্লাই চেইন-এর মধ্যে তুলনা কর।
৪. সাপ্লাই চেইন ব্যবস্থাপনা দর্শন সম্পর্কে আলোচনা কর।
৫. নেটওয়ার্ক ডিজাইনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণনা কর।
৬. নেটওয়ার্ক ডিজাইন সিদ্ধান্তের কাঠামো বর্ণনা কর।

৭. নেটওয়ার্ক ডিজাইনে আইটি এর ভূমিকা লিখ।
৮. সরবরাহ শিকলে সামষ্টিক পরিকল্পনা কৌশলসমূহ বর্ণনা কর।
৯. সরবরাহ শিকলের পক্ষগুলো কি কি?
১০. ভ্যালু চেইন ও সরবরাহ চেইনের মধ্যে পার্থক্য লিখ।
১১. সরবরাহ শিকল কার্যক্রমের চালক/ড্রাইভারগুলো কি?
১২. ক্রেতা সেবার উপর ই-বিজনেসের প্রভাব দেখাও।

১৩. সরবরাহ শিকলে নেটওয়ার্ক ডিজাইনের ভূমিকা কি?
১৪. সাপ্লাই চেইনের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
১৫. মজুদ পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ।
১৬. বিশেষায়িত সুবিধাগুলো কি?

PDF Download সরবরাহ শিকল ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. (ক) সরবরাহ শিকল ব্যবস্থাপনা কাকে বলে?
(খ) সরবরাহ শিকলের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।
২. (ক) কিভাবে কৌশলগত ফিট অর্জন করা যায়?
(খ) কৌশলগত ফিট অর্জনের বাধাসমূহ আলোচনা কর।

৩. (ক) সরবরাহ শিকল কার্য সম্পাদনের পরিচালকসমূহ কি?
(খ) মজুদ সিদ্ধান্তের উপাদানসমূহ বর্ণনা কর।
৪. (ক) মূল্য নির্ধারণ পরিকল্পনা বলতে কি বুঝায়?
(খ) মূল্য নির্ধারণ সম্পর্কিত পরিমাপসমূহ আলোচনা কর।
৫. (ক) সরবরাহ শিকলে বণ্টনের ভূমিকা বর্ণনা কর।
(খ) বণ্টন নেটওয়ার্ক নকশাকরণে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৬. (ক) চাহিদার পূর্বানুমান বলতে কি বুঝায়?
(খ) সরবরাহ শিকলে চাহিদার পূর্বানুমানের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৭. (ক) সোর্সিং এর ভূমিকা আলোচনা কর।
(খ) সোর্সিং সিদ্ধান্তের উপাদানগুলো লিখ।
৮. (ক) ক্রেতা সেবার উপর ই-বিজনেস এর প্রভাব দেখাও।
(খ) খরচের উপর ই-বিজনেস এর প্রভাব লিখ।
৯. সরবরাহ শিকল কি? সরবরাহ শিকলের উদ্দেশ্যসমূহ আলোচনা কর।

১০. একটি প্রতিষ্ঠানের সফলতার জন্য সরবরাহ শিকলের গুরুত্ব কি?
১১. উপযুক্ত কৌশলের বাধাসমূহ আলোচনা কর।
১২. সাপ্লাই চেইনে দর্শন ব্যবহৃত ধারণাগুলো আলোচনা কর।

১৩. কৃষি পণ্যের বণ্টন প্রণালি ব্যাখ্যা কর।
১৪. নেটওয়ার্ক ডিজাইন সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
১৫. পূর্বানুমানের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৬. অনিশ্চয়তা মোকাবিলায় মজুদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

2024 সরবরাহ শিকল ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

ক বিভাগ 

  • উন্নয়ন শিল্প কী?
  • প্রক্রিয়া  দৃষ্টিভঙ্গি কী?
  • ভ্যালু কী?
  • সাপ্লাই  চেইন পুশভিউ  কী?
  • উপযুক্ত কৌশল কী?
  • কৌশলগত ফিট কী?
  • মূল্য নির্ধারণ কী?
  • আউট সোর্সিং কি?
  • MRP  এর পূর্ণ রুপ কী?
  • সরবারহ শিকল ব্যবস্হা কাঠামোতে  কয়টি পরিচালক/ড্রাইভার আছে?
  • সরবারহ শিকলের  ট্রেড অফ ধারণা কী?
  • পণ্য বৈচিএ্য কী?
  • ক্রেতা অভিজ্ঞতা কী?
  • ড্রপ শিপিং কী?
  • ক্যারিয়ার ডেলিভারী কি?
  • ই ব্যবসায় কী?
  • সরবারহ শিকলের নেটওয়ার্ক  ডিজাইন  সিধান্তসমূহ ৷কয় প্রকার  ও কী কী?
  • পণ্য উন্নয়ন কী?
  • নেটওয়ার্ক ডিজাইন কী?
  • পূর্বানুমানের ঝুঁকিসমূহ কী কী?
  • বিশ্বায়ন কী?
  • বিশ্বব্যাপী সপবারহ  শিকল নের্টওয়ার্ক কাকে বলে?
  • ঝঁকি  ব্যবস্হাপনা কী?
  • চাহিদার পূর্বনুমান কী?
  • জমানো কাজ কী?
  • নিরাপদ মজুত কী?
  • বিশেষায়িত সুবিধা কী?
  • মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্য বলতে কী বুঝায়?
  • মজুত বলতে কী বুঝায়?
  • চক্র মজুত কী?
  • ভোগ দখল ব্যয় কী?
  • আউট গোয়িং শিপমেন্ট কী?
  • উপকরণ প্রয়োজন পরিকল্পনা কী?
  • সমন্বিত লজিস্টিকস কী?
  • সরবারহ ব্যবস্হাপনা কী?
  • নিয়মিত  পণ্য সমূহ কী?
  • দুষ্প্রাপ্য পণ্য সমূহ কী?

খ বিভাগ 

  • সাপ্লাই  চেইন  এবং ভ্যালু চেইনেপ  মধ্যে  পার্থক্য  দেখাও?
  • প্রতিযোগিতামূলক  কৌশল  বলতে কী বুঝায় 
  • কৌশলগত ফিট  অঞ্চল  চিএের মাধ্যমে  নির্ণয় কর?
  • তথ্য সিধান্তের  উপাদানগুলো উল্লেখ কর?
  • সরবারহ শিকলে  ফ্যাসিলিটিজ এর ভূমিকা লেখ?
  • মূল্য নির্ধারণ পরিকল্পনা বলতে কী বুঝায়?
  • কৃষি পণ্যের বন্টন  প্রণালি  ব্যাখ্যা কর?
  • সিধান্ত বৃক্ষ হচ্ছে  একটি গ্রাফিক ডিজাইন যা অনিশ্চয়তার  অধীনে সিধান্ত মূল্যায়ন করে?
  • নেটওযার্ক ডিজাইন কী?
  • নেটওযার্ক ডিজাইন সিধান্তসমূহ তৈরীর জন্য একটি কাঠামো তৈরি কর?
  • বন্টন নেটওয়ার্ক  ব্যয় হ্রাস বলতে কি বুঝায়
  • চাহিদা বৃদ্ধিতে বিক্রয় প্রসারের অবদান উল্লেখ কর?
  • সামষ্টিক পরিকল্পনায় তথ্য প্রযুক্তির ভূমিকা  বর্ণনা কর?
  • বিক্রয় এবং কার্য পরিকল্পনা কী ব্যাখ্যা কর?
  • নিরাপদ মজুতের  অসুবিধাসমূহ আলোচনা কর?
  • মিতব্যয়ী উৎপাদন মাএা বলতে কী বুঝ?
  • চলমান পর্যবেক্ষণ ও কালান্তিক পর্যবেক্ষণ নীতিমালার পার্থক্য বর্ণনা কর?
  • লজিস্টিকস ব্যবস্হাপনা বলতে কী বুঝায়?
  • একটি প্রতিষ্ঠান কেন উপঠিকাদারিত্ব ব্যবহার করে?
  • সরবারকারী নির্বাচন সম্পর্কে আলোচনা কর?
  • ক্রয় পোর্টফোলিও সম্পর্কে আলোচনা কর?
  • ক্রয় পোর্টফোলিও সম্পর্কে আলোচনা কর?

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

গ বিভাগ 

  • সরবারহ শিকল  ব্যবস্হাপনা প্রক্রিয়া বর্ণনা কর?
  • একটি সরবারহ শিকলে সিধান্ত গ্রহণের  পর্যায়  বা ধাপ আলোচনা কর?
  • উপযুক্ত কৌশলের ওপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ  আলোচনা কর?
  • পণ্যের জীবনচক্র কীভাবে কৌশলগত ফিটকে প্রভাবিত করে?
  • একটি প্রতিষ্ঠানের সফলতা অর্জনে ফিটের ভূমিকা ব্যাখ্যা কর?
  • সরবারহ  শিকল কার্য সম্পর্কিত মেট্রিক্র উল্লেখ কর?
  • বন্টন নের্টওযার্ক  ডিজাইনের  প্রভাব বিস্তারকারী উপাদানগুলে উল্লেখ কর?
  • সরবারহ  শিকলে বন্টনের অবদান ব্যাখ্যা কর?
  • সরবারহ শিকলে নেটওয়ার্ক ডিজাইন সিধান্তসমূহে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর?
  • নেটওয়ার্ক ডিজাইনের ওপর অনিশ্চয়তার প্রভাব বর্ণনা কর?
  • সরবারহ  শিকল নেটওয়ার্কের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর?
  • সাল্পাই চেইনে নমনীয়তা শৃঙ্খলাবদ্ধকরণ এবং সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা কর?
  • সরবারহ  শিকল ব্যবস্হাপনার উন্নয়নে তথ্যপ্রযুক্তির ভূমিকা আলোচনা কর?
  • একটি তৈরি পোষাক কোম্পানির চাহিদা পূর্বানুমানের উপাদান আলোচনা কর?
  • সমষ্টিগত পরিকল্পনার সমস্যা সমাধানে  সর্বোৎকৃষ্ট পন্হা কেন?
  • সামষ্টিক পরিকল্পনার কৌশলসমূহ আলোচনী কর?
  • প্রায়োগিক ক্ষেএে বিক্রয় এবং কার্য পরিকল্পনার বাস্তবায়ন সম্পর্কে বর্ণনা কর?
  • মিতব্যয়ী ফরমায়েশন পরিমাণ নির্ধারনের পদ্ধতিসমূহ উদাহপণসমূহ আলোচনা কর?
  • কীভাবে কাম্য নিরাপদ মজুত নির্ধারণ করা হয়?
  • প্রায়োগিক ক্ষেএে নিরাপদ মজুত  এবং পরিমাপকপণের গুরুত্ব  আলোচনা কর?
  • লজিস্টিকস সিস্টেমের উপাদানসমূহ আলোচনা কর?
  • লজিস্টিকস ব্যবস্হাপনা  মিশন  আলোচনা কর?
  • সরবারহ শিকল লজিস্টিকসের গুরুত্ব আলোচনা কর?
  • পরিবহণসংক্রান্ত ম্যাটিক্রগুলো বর্ণনা কর?
  • সরবারহ ব্যবস্হাপকের  উদ্দেশ্যসমূহ  আলোচনা কর?
  • সরবারহ কারীর নিরীক্ষায় ব্যবসায় প্রভাব আলোচনা কর?
  • বিকল্প সরবারহকারী মূল্যায়ন সম্পর্কে  আলোচনা কর৷
  • পূর্বানুমানের ক্ষেএে ঝুঁকি ব্যবস্হাপনা আলোচনা কর?
  • সরবারহ শিকল মুনাফা  উন্নয়নের ব্যবস্হাপকীয়  প্রভাবসমূহ আলোচনা কর?

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের সরবরাহ শিকল ব্যবস্থাপনা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাজেশন

Honors 4thyear Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের সরবরাহ শিকল ব্যবস্থাপনা স্পেশাল সাজেশন 2024,Honors Supply Chain Management Suggestion 2024

PDF Download সরবরাহ শিকল ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, সরবরাহ শিকল ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাজেশন, সরবরাহ শিকল ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment