সম্পর্ক মোঃ ফিরোজ খান

সম্পর্ক
মোঃ ফিরোজ খান

সৃষ্টি থেকেই মানুষের মধ্যে সম্পর্ক বিরাজমান
সম্পর্ক মহান আল্লাহর কাছ থেকে পাওয়া সবার
তবুও মানুষের মাঝে সম্পর্ক নিয়ে ভেদাভেদ হয়
কেউ অহংকার করে অর্থ সম্পদের বড়ই করে।

সম্পর্কের বাঁধনে আবদ্ধ একজন নারী ও পুরুষ
যে সম্পর্ক কোরআন শরীফে লেখা স্পষ্টভাবে
আল্লাহ নারী পুরুষকে মধুর সম্পর্কে বেঁঁধেছেন
আমরা তবুও এই সম্পর্কের মূল‍্যায়ন করিনা।

সংসার জীবনে স্বামী স্ত্রী দুজনে ঝগড়া হয়
সৃষ্টি থেকেই চলে আসছে এক‌ই নিয়ম মেনে
আবার স্বামী স্ত্রী ঝগড়া ভুলে গিয়ে একত্রিয হয়
ঝগড়া থেকে দুজনকে মধুর সম্পর্ক গড়তে হয়।

ঝগড়া থেকে ভালোবাসার বেড়ে যায় সহজে
পূণরায় সম্পর্কে আবদ্ধ হন দুজনে মিলে মিশে
ঝগড়া ভুলে ভালোবাসার হাত বারিয়ে দিতে হয়
স্বামী স্ত্রী দুজনের একজনে দোষ বেশি করে।

বেশি রাগ করে থাকতে নেই অন্য একজনকে রাগ ভুলে ভালোবাসা দিতে হয় সংসার জীবনে
কোরআন শরীফে লেখা আছে স্পষ্টভাবে
কোরআন মেনে দুজনকে সংসার চালাতে হয়।

Leave a Comment