সমাজের সামাজিক পরিবর্তন সম্পর্কে লিখ,সামাজিক কারণ হিসেবে Sutherland কি মতামত প্রদান করেছে? আলোচনা কর

প্রশ্ন সমাধান: সমাজের সামাজিক পরিবর্তন সম্পর্কে লিখ,সামাজিক কারণ হিসেবে Sutherland কি মতামত প্রদান করেছে? আলোচনা কর

সমাজের সামাজিক পরিবর্তন সম্পর্কে লিখ

 সমাজ পরিবর্তনশীল। এ পরিবর্তনশীলতার হার, সময় ও সমাজভেদে ভিন্নতর হতে পারে। অর্থাৎ, কোন সমাজই স্থবির নয়। মানুষের ক্রিয়াকর্ম, ব্যক্তিগত জীবনধারা ও আচরণ পদ্ধতি প্রভৃতি কারণে সমাজ অনিবার্যভাবে পরিবর্তনের ছোঁয়া লাগে।

অনুরূপভাবে বাংলাদেশের বৃহত্তর গ্রামীণ সমাজে রদবদল বা পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। সমাজের এ আবশ্যিক পরিবর্তনে মানুষ ক্রমশ উন্নততর পর্যায় বা সভ্য অবস্থায় উপনীত হয়েছে। পাশাপাশি মানুষ তার নিজস্ব সমাজ সংস্কৃতির অনেকটাই পরিবর্তনের ধাক্কায় হারিয়ে ফেলছে। MO সামাজিক পরিবর্তন (Social change in rural) : সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান হিসেবে আমাদের গ্রামীণ পরিবার কাঠামোয় তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। তবে পরিবারের কিছু কিছু ক্ষেত্রে (বিবাহ ও বিবাহবিচ্ছেদ) পরিবর্তন তাৎপর্যপূর্ণ। বলা যায়, গ্রামীণ পরিবারের মূল্যবোধ ও বংশ মর্যাদার পরিবর্তন এসেছে এবং গ্রামের মেয়েদের ক্ষমতায়ন সহজতর হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়েছে। যেমন-


১. যৌথ পরিবারে ভাঙ্গন (Breach in joint family) : গ্রামের নারী পুরুষ পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হওয়ার ফলে বৈবাহিক জীবনে তারা অধিক সন্তান নিতে আগ্রহী হচ্ছে না। এছাড়া কাজের সন্ধানে গ্রামের লোকজন শহরের আবাস গড়ার ফলে গ্রামীণ যৌথ পরিবারগুলোতে ভাঙ্গন অনিবার্য হয়ে উঠছে।


২. পারিবারিক আদালত (Family court) : পারিবারিক আদালত স্থাপিত হওয়ার ফলে গ্রামের নারীরা তাদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতন হয়ে উঠছে।


৩. বিবাহের ক্ষেত্রে পরিবর্তন (Change in marriage system) : গ্রামের বাবা মা তাদের সন্তানদের বিবাহের পাত্রপাত্রী নিজেরাই ঠিক করছেন। তবে কিছু ক্ষেত্রে গ্রামের শিক্ষিত যুবকেরা (প্রেম প্রণয় বা নিজেদের পছন্দের মাধ্যমে পাত্রী নির্বাচন করছেন। এছাড়া গ্রাম এলাকায় বহুস্ত্রী গ্রহণ প্রথা (Polygamy) অনেকটা কমে এসেছে। বলা প্রয়োজন, গ্রামের ছেলেমেয়েদের বিয়ের বয়সও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগের দিনে বিয়ে না হওয়া পর্যন্ত পাত্রপক্ষের দেওয়া কাপড় গহনা পাত্রী পরত না। কিন্তু এখন পাত্রীরা গায়ে হলুদের অনুষ্ঠানেই তা ব্যবহার করছে। বিয়ের আলোকচিত্র (video) ধারণ একটি উল্লেখযোগ্য পরিবর্তন!


৪. যৌতুক প্রথা ও বিবাহবিচ্ছেদ (Dowry & divorce) : গ্রামাঞ্চলে যৌতুক একটি সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। গ্রামের দরিদ্র পরিবারগুলো পাত্রপক্ষের বরপণ বা যৌতুকের দাবি মিটাতে না পেরে তাদের কন্যাদের বিবাহ দিতে পারছে না। আবার কিছু ক্ষেত্রে বিবাহের পরেও পাত্রপক্ষের অতিরিক্ত দাবি না মিটাতে পারার ফলে তালাক বা বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে।


উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরিবর্তন এমন একটি ইস্যু যার পরশে সমাজের প্রতিটি পরতে পরতে নতুনত্বের আবির্ভাব ঘটে। সামাজিক ধ্যান-ধারণা, মূল্যবোধ, আদর্শ সবকিছুতেই পরিবর্তনের হাওয়া লাগে। তখন
সমাজব্যবস্থা নতুনরূপে আবির্ভূত হয়।


আরো ও সাজেশন:-

সামাজিক কারণ হিসেবে Sutherland কি মতামত প্রদান করেছে? আলোচনা কর

ভূমিকা : সামাজিক অনুশাসন ও বিধিনিষেধ অমান্য করাই হলো বিচ্যুতি। নীতিহীনতা সেখানেই হয় যেখানে নীতি আছে। আর এ নীতিভঙ্গই হলো বিচ্যুত আচরণ। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও বিশ্বব্যাপী বিচ্যুতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সমাজতাত্ত্বিক ও অপরাধবিজ্ঞানী বিচ্যুতিমূলক আচরণের জন্য জৈবিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ চিহ্নিত করেছেন।


সামাজিক কারণ (Sociological explanation) : Deviance Behaviour যেহেতু Social Norms এর সাথে সম্পৃক্ত, সেগুলো সামাজিকভাবেই এর মাত্রা নির্ধারিত হয়। অর্থাৎ সমাজই নির্ধারণ করে কে অপরাধী আর কে অপরাধী নয়। এ কারণে সমাজতাত্ত্বিকগণ অনুসন্ধান করে দেখেছেন- সামাজিক বিবিধ কারণেই মানুষ Deviant হয় বেশি। তারা এজন্য Family কে দায়ী করেছেন। যেমন : Inadequate family, Broken family, Over Crowd family,
Poverty Striken family, Criminal family ইত্যাদি ছাড়াও বিভিন্ন Social Institution কে দায়ী করেছেন। এ প্রেক্ষিতে Cause of deviant behaviour সম্পর্কে বিভিন্ন Sociologist-দের মতামত তুলে ধরা হলো :

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


Sutherland এর মতামত: (Differential Association) বিচ্যুতিমূলক আচরণকে ব্যাখ্যা করতে গিয়ে Sutherland and Cresscy তাদের ‘Principles of Criminology’ গ্রন্থে Differential Association বা বিভিন্নমুখী মেলামেশাকে দায়ী করেছেন। তাদের মতে, বৃহৎ সমাজের মধ্যে ছোট ছোট এমন অনেক Criminal Sub-culture থাকে যাদের সংস্পর্শে এসে ব্যক্তি ক্রমশ Deviance এর দিকে ধাবিত হয়। Sutherland and Cressey প্রদত্ত বিচ্যুতিমূলক আচরণের সামাজিক ব্যাখ্যা হলো :


Deviant Behaviour টা উত্তরাধিকারী সূত্রে পরবর্তী বংশে বর্তায় না । বরং এটি সামাজিক শিক্ষার ফল ও অর্জিত আচরণ। সমাজস্থ মানুষের সংস্পর্শে এসে Social Interaction এর মাধ্যমে ব্যক্তি Deviant Behaviour টা আয়ত্ত করে । ব্যক্তি ঘনিষ্ঠ আপন গোষ্ঠী বা দল থেকে বেশিরভাগ বিচ্যুতিমূলক আচরণ শেখে । একজন ব্যক্তি তখনই অপরাধপ্রবণ হয়ে উঠে যখন সে আইন মান্য করার চেয়ে অমান্য করার বেশি যুক্তি খুঁজে পায়।
Sutherland এর বক্তব্যকে সমর্থন করে Shaw and Macky বলেছেন, “Deviant Behaviour হলো ব্যক্তির Social Interaction এর মাধ্যমে প্রাপ্ত শিক্ষা বা Socialization এর ফসল। তবে সমাজবিজ্ঞানী Gillin তাঁর ‘Criminology and Penology’ গ্রন্থে Sutherland এর মতের সমালোচনা করে বলেছেন, Sutherland কেবল নিয়মতান্ত্রিক অপরাধের কারণ ব্যাখ্যা করেছেন। মানুষের স্বাধীনতা ও মুক্ত ইচ্ছার কোনো গুরুত্ব স্বীকার করেন নি।


উপসংহার : পরিশেষে বলা যায়, বিচ্যুতিমূলক আচরণের জন্য সামাজিক কারণও বহুলাংশে দায়ী। কারণ একজন মানুষ তার পরিবার এবং আশেপাশের পরিস্থিতির স্বীকার হয়ে এ ধরনের আচরণ করতে বাধ্য হয়। সুতরাং সমাজই বিচ্যুত আচরণের অন্যতম সহায়ক ক্ষেত্র।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment