সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।

সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ

উত্তর:

 সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।

অবিরাম উৎপাদন প্রক্রিয়াঃসবিরাম উৎপাদন প্রক্রিয়াঃ
১। অবিরাম উৎপাদন সিডিউল সমষ্টিগত দৃষ্টিকোন থেকে প্রণয়ন করা হয়। কারন এটি মোট উৎপাদন লাইনের আউটপুটের সাথে সংশ্লিষ্ট।১। সবিরাম উৎপাদনে প্রতিটি ফরমায়েশ,অপারেশন, কর্মকেন্দ্র বিভাগ এবং কারখানার জন্য বিস্তারিত শিডিউল প্রণয়ন করতে হয়।
২। অবিরাম উৎপাদনে সমন্বয় সাধন সহজ। কারন একবার প্রক্রিয়ায় ইনপুট দেওয়ার পর তা পর্যায়ক্রমে আউটপুট হিসাবে বের হয়ে আসে। প্রক্রিয়াগুলো এমনভাবে বিন্যাস করা হয়, যাতে সমস্বয় সাধন সহজ হয়ে আসে।২। সবিরাম উৎপাদনের বিভিন্ন কর্মকেন্দ্রের মধ্যে সমন্বয় সাধন করা খুবি কটিন। কারন একটি কর্মখেত্রে একাধিক ফরমায়েশর বিভিন্ন ধরনের কাজ সম্পাদিত হয়।
৩। এই উৎপাদন প্রক্রিয়ায় সবসময় একই ধরনের কাজ হয়ে থাকে।৩। এই উৎপাদন প্রক্রিয়া ফরমায়েশ মতাবেক কাজ করতে হয়।
৪। অবিরাম উৎপাদন ব্যবস্হায় সিডিউল সাধারনত একইভাবে প্রস্তুন করা হয় না।৪। সবিরাম উৎপাদন ব্যবস্হায় বাজারজাত করনে  বিভিন্ন উৎপাদন ব্যবস্হার সিডিউল করতে হয়।
৫। দৈনিক অথবা মাসিক বা বাৎসরিক ভিত্তিতে দ্রব্যের উৎপাদনের হার নির্ধারুত হয়। উৎপাদনের হারের মধ্যে তেমন পরিবর্তন হয় না।৫। যে ফরমায়েশ আগে ডেলিভারি দিতে হয় সেই ফরমায়েশের কাজ আগে করতে হয়।
৬। অবিরাম উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের গতি পরিবর্তনের নমনীয়তা নাই।৬। সবিরাম উৎপাদন সিডিউলে উৎপাদনের গতি পরিবর্তন নমনীয়তা আছে।
৭। অবিরাম উৎপাদন প্রক্রিয়ায় সিডিউল পরিবর্তন অত্যন্ত কঠিন।৭। সবিরাম উৎপাদন সিডিউলে পরিবর্তন তুলনামূলক সহজ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Assignment

2 thoughts on “সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।”

Leave a Comment